

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে। জকসুর ২১ পদে মোট ২১১টি মনোনয়নপত্র জমা পড়েছে। এবার বিভিন্ন পদে শিক্ষার্থীরা ২৬৭টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সেই হিসাবে ৫৬টি মনোনয়নপত্র জমা পড়েনি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার ড. মোস্তফা হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে ছাত্রী হলে মোট ১৩টি পদের বিপরীতে ৩৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। হল সংসদে ৪৫ জন মনোনয়নপত্র নিলেও জমা পড়েনি ৭টি।
এ তথ্য নিশ্চিত করেছেন নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের প্রভোস্ট ড. আঞ্জুমান আরা।
তিনি বলেন, আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। মোট ৪৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছে ৩৮ জন।
নির্বাচন কমিশন সূত্রে পাওয়া হলের মনোনয়নপত্র দাখিলের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ছাত্রী হলের মোট ৩৮টি মনোনয়ন জমা হয়েছে। এর মধ্যে ছাত্রদল ১৬, ছাত্রীসংস্থার ১৩ এবং চিন্তকের ৫ প্রার্থী মনোনয়ন জমা দেন, বাকিরা স্বতন্ত্র প্রার্থী।
জগন্নাগ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এপর্যন্ত চারটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল, ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ও ছাত্রফ্রন্ট সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেল। এছাড়াও ‘তরুণ শিক্ষার্থী ঐক্য’ নামে ১১ সদস্যের একটি প্যানেল গঠিত হয়েছে।
এর আগে, গত ৫ নভেম্বর ঘোষিত তপশিল অনুযায়ী ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ১৩ ও ১৭ নভেম্বর পর্যন্ত মোট ২৬৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ মনোনয়ন জমাদানের সময় শেষ হয়েছে। ১৯ ও ২০ নভেম্বর বাছাই, ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৪-২৬ নভেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি সম্পন্ন হবে। ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট এবং ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৪, ৭ ও ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে, যা পরদিন (৯ ডিসেম্বর) প্রকাশ করা হবে। এরপর ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। ২২ ডিসেম্বর ভোটগ্রহণ ও সেদিনই ভোট গণনা সম্পন্ন হবে। ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।
মন্তব্য করুন