কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ
৪১তম বিসিএস

মানবিক বিবেচনায় নন-ক্যাডারের সব প্রার্থীর নিয়োগের দাবি

৪১তম বিসিএস প্যানেলে নিয়োগসহ সর্বোচ্চ সংখ্যক নন-ক্যাডারদের চাকরি নিশ্চিতকরণে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
৪১তম বিসিএস প্যানেলে নিয়োগসহ সর্বোচ্চ সংখ্যক নন-ক্যাডারদের চাকরি নিশ্চিতকরণে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

৪১তম বিসিএসের ক্যাডারের পর সম্প্রতি নন-ক্যাডার নিয়োগের ফলাফলও প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে নিয়োগের সব কার্যক্রম শেষ হলেও অনেক পদ খালি থেকে গেছে। সেজন্য নিয়োগ না পাওয়া বঞ্চিত প্রার্থীদের প্যানেলের মাধ্যমে নিয়োগ এবং মানবিক দিক বিবেচনায় করোনায় ক্ষতিগ্রস্ত ৪১তম বিসিএস নন ক্যাডারের সব প্রার্থীদের নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে ‘৪১তম বিসিএস প্যানেলে নিয়োগসহ সর্বোচ্চ সংখ্যক নন-ক্যাডারদের চাকরি নিশ্চিতকরণে’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে পদবঞ্চিত প্রার্থী তারেকুর রহমান বলেন, আমরা ৪১তম বিসিএসের নন-ক্যাডার পদবঞ্চিত প্রার্থী। ৪১তম বিসিএসে নয় হাজার ৮২১ জন নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়। তার মধ্যে ৩ হাজার ১৬৪ জনকে সুপারিশ করা হয়। এটি অন্যান্য বিসিএসের তুলনায় খুবই নগণ্য।

তিনি বলেন, ৩৮ ও ৪০তম বিসিএসের প্রায় সবাই চাকরি পেয়েছেন। এরপরও অনেক পদ ফেরত গেছে। তবুও ৪১তম বিসিএসের অনেকেই আমরা খালি হাতে ফিরেছি। এ সংখ্যাটা ছয় হাজারের ওপরে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তারা চাকরি পাচ্ছে না। এটা মেনে নেওয়া কঠিন এবং অমানবিক।

৪৩তম বিসিএসে উত্তীর্ণ অনেকেই চাকরিতে যুক্ত হবেন না জানিয়ে তিনি বলেন, ৪১ ও ৪৩ এর প্রায় হাজারের ওপরে পদ ফাঁকা থাকবে। একদিকে পদ ফাঁকা থাকছে অন্যদিকে ছয় হাজার বেকার খালি হাতে ফিরলো। তাই প্যানেল সিস্টেম করে আগের বিসিএসগুলোতে সুপারিশপ্রাপ্তদের মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী, পিএসসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের মানবিকভাবে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বিসিএসে ১৫০০ মার্কে পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে খালি হাতে ফিরতে চাই না।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, আগের সব বিসিএসের তুলনায় ৪১ তম বিসিএসে নন ক্যাডার প্রার্থীর সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও কম সংখ্যক প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। সমগ্রেড এবং নিচের গ্রেডে আবেদনের সুযোগ থাকায় অনেকে চাকরিতে যোগ দিবে না জেনেও পছন্দক্রম দিয়েছে। এসব পদ ফেরত গিয়েছে। যারা নন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছে তাদের মধ্যে অনেক প্রার্থী অন্য ভালো পদে চাকরি করায় তারা এই পদে যোগ দিবে না। ৪১ তম এবং ৪৩ তম বিসিএস কাছাকাছি সময়ে হওয়ায় ৪৩তম বিসিএস এর রেজাল্ট দেওয়ার পর দেখা যাবে অনেকেই ক্যাডার সার্ভিসে চলে যাবে। এই পদগুলো খালি রয়ে যাবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ৪১তম বিসিএস ননক্যাডার পদবঞ্চিত প্রার্থী রেজাউল ইসলাম, সৌরভ দাস, রুহুল আমিন ও তানায়েম তনু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দর দেশ বিনির্মাণে কালবেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : ডিসি আশরাফুর 

সিটি ব্যাংকে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই করতে পারবেন আবেদন

জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সরকারের নতুন বিবৃতি

কোয়ালিটি কন্ট্রোল বিভাগে চাকরি দিচ্ছে হোন্ডা

জাকেরকে নিয়ে বিরূপ মন্তব্যে বিরক্ত সিমন্স

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কালবেলা বৈষম্যহীনভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে যাচ্ছে : ডিসি সারওয়ার

পুরো সংসদ ভবন ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী

পুলিশের সঙ্গে সংঘর্ষ, সংসদ ভবন ছাড়লেন জুলাই যোদ্ধারা

২০২৬ বিশ্বকাপের জন্য বিক্রি হয়েছে এক মিলিয়নের বেশি টিকিট

১০

সীমান্তে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত

১১

জামায়াতের এমপি প্রার্থীকে হারিয়ে সভাপতি ছাত্রদল নেতা

১২

 ‘জুলাই সনদ’ তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন : প্রিন্স 

১৩

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ২

১৪

জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৫

মেরুদণ্ড সমস্যায় কর্মহীন ৬০ ভাগ রোগী

১৬

‘কৃষিজমি ও পরিবেশ নষ্ট করে বর্জ্যের প্লান্ট করা যাবে না’

১৭

‘জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে’

১৮

তিন মাসে রেকর্ড রাজস্ব আদায়

১৯

জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

২০
X