সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ
৪১তম বিসিএস

মানবিক বিবেচনায় নন-ক্যাডারের সব প্রার্থীর নিয়োগের দাবি

৪১তম বিসিএস প্যানেলে নিয়োগসহ সর্বোচ্চ সংখ্যক নন-ক্যাডারদের চাকরি নিশ্চিতকরণে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
৪১তম বিসিএস প্যানেলে নিয়োগসহ সর্বোচ্চ সংখ্যক নন-ক্যাডারদের চাকরি নিশ্চিতকরণে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

৪১তম বিসিএসের ক্যাডারের পর সম্প্রতি নন-ক্যাডার নিয়োগের ফলাফলও প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে নিয়োগের সব কার্যক্রম শেষ হলেও অনেক পদ খালি থেকে গেছে। সেজন্য নিয়োগ না পাওয়া বঞ্চিত প্রার্থীদের প্যানেলের মাধ্যমে নিয়োগ এবং মানবিক দিক বিবেচনায় করোনায় ক্ষতিগ্রস্ত ৪১তম বিসিএস নন ক্যাডারের সব প্রার্থীদের নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে ‘৪১তম বিসিএস প্যানেলে নিয়োগসহ সর্বোচ্চ সংখ্যক নন-ক্যাডারদের চাকরি নিশ্চিতকরণে’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে পদবঞ্চিত প্রার্থী তারেকুর রহমান বলেন, আমরা ৪১তম বিসিএসের নন-ক্যাডার পদবঞ্চিত প্রার্থী। ৪১তম বিসিএসে নয় হাজার ৮২১ জন নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়। তার মধ্যে ৩ হাজার ১৬৪ জনকে সুপারিশ করা হয়। এটি অন্যান্য বিসিএসের তুলনায় খুবই নগণ্য।

তিনি বলেন, ৩৮ ও ৪০তম বিসিএসের প্রায় সবাই চাকরি পেয়েছেন। এরপরও অনেক পদ ফেরত গেছে। তবুও ৪১তম বিসিএসের অনেকেই আমরা খালি হাতে ফিরেছি। এ সংখ্যাটা ছয় হাজারের ওপরে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তারা চাকরি পাচ্ছে না। এটা মেনে নেওয়া কঠিন এবং অমানবিক।

৪৩তম বিসিএসে উত্তীর্ণ অনেকেই চাকরিতে যুক্ত হবেন না জানিয়ে তিনি বলেন, ৪১ ও ৪৩ এর প্রায় হাজারের ওপরে পদ ফাঁকা থাকবে। একদিকে পদ ফাঁকা থাকছে অন্যদিকে ছয় হাজার বেকার খালি হাতে ফিরলো। তাই প্যানেল সিস্টেম করে আগের বিসিএসগুলোতে সুপারিশপ্রাপ্তদের মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী, পিএসসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের মানবিকভাবে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বিসিএসে ১৫০০ মার্কে পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে খালি হাতে ফিরতে চাই না।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, আগের সব বিসিএসের তুলনায় ৪১ তম বিসিএসে নন ক্যাডার প্রার্থীর সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও কম সংখ্যক প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। সমগ্রেড এবং নিচের গ্রেডে আবেদনের সুযোগ থাকায় অনেকে চাকরিতে যোগ দিবে না জেনেও পছন্দক্রম দিয়েছে। এসব পদ ফেরত গিয়েছে। যারা নন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছে তাদের মধ্যে অনেক প্রার্থী অন্য ভালো পদে চাকরি করায় তারা এই পদে যোগ দিবে না। ৪১ তম এবং ৪৩ তম বিসিএস কাছাকাছি সময়ে হওয়ায় ৪৩তম বিসিএস এর রেজাল্ট দেওয়ার পর দেখা যাবে অনেকেই ক্যাডার সার্ভিসে চলে যাবে। এই পদগুলো খালি রয়ে যাবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ৪১তম বিসিএস ননক্যাডার পদবঞ্চিত প্রার্থী রেজাউল ইসলাম, সৌরভ দাস, রুহুল আমিন ও তানায়েম তনু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝড়ো ফিফটি করেও দলকে জেতাতে পারলেন না সাকিব

টঙ্গীতে ২ থানার ওসি একযোগে বদলি

তারেক রহমানের নেতৃত্বে গণআকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব : হুমায়ূন কবির

সোবোশ্লাইয়ের দুর্দান্ত ফ্রি-কিকে আর্সেনালকে হারাল লিভারপুল

নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি আনোয়ার, সম্পাদক হিলালী

তারেক রহমানকে ঘিরেই রাজনীতিতে পরিবর্তন আনতে চায় বিএনপি

চীন থেকে ফিরেই নুরকে দেখতে গেলেন নাহিদ-সারজিসরা

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ / বিএনপির অবারিত সুযোগ, আছে চ্যালেঞ্জও

বিএনপির প্রয়োজনীয়তা

ঢাকায় আবাসিক হোটেল থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

১০

ক্যানসার হাসপাতালকে প্রতিশ্রুতির ১ কোটি টাকা দিচ্ছে জামায়াত

১১

ম্যানেজিং কমিটি থেকে বাদ রাজনৈতিক নেতারা, নতুন বিধান যুক্ত

১২

হত্যার উদ্দেশ্যে নুরের ওপর হামলা : রিজভী

১৩

প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় জোর দিলে ব্যয়বহুল চিকিৎসা চাপ কমবে

১৪

চবি ও বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৫

চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

১৬

চাকরির মেয়াদ বাড়ল র‍্যাবের ডিজি ও এসবি প্রধানের 

১৭

বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা

১৮

চট্টগ্রামে স্কুল থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৩

১৯

পিটার হাস বাংলাদেশে, নির্বাচনের আগে আবার আলোচনায়

২০
X