প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, শিক্ষার্থীদের মূল্যায়নের বিকল্প নেই। তবে সব জায়গা একরকম নয়। যেসব স্কুলে শিক্ষার্থী কম, ৩০ জন বা কম, সেখানে সহজে শিক্ষার্থীদের মূল্যায়ন করা সম্ভব। তবে যেখানে শিক্ষার্থী ১৫০ জন, সেখানে এভাবে করা যায় না। সেক্ষেত্রে পরীক্ষার পদ্ধতি থাকাটা জরুরি।
বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এডুকেশন ওয়াচের সহযোগিতায় গণসাক্ষরতা অভিযান এই সভার আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, মিড ডে মিল নিয়ে অনেক ধরণের খবর এসেছে। তবে বাচ্চাদের ডিম, দুধ, কলা, মৌসুমী ফল, রুটি ও বিস্কুট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো সহজে পচবে না, একইসঙ্গে পুষ্টিগুণ সম্পন্ন। এটি নিয়ে আমরা কাজ করছি।
তিনি বলেন, আমি শিক্ষক হিসেবে কাজ করেছি। আমার কাছে মনে হয়-সব জায়গা একরকম নয়। কিছু স্কুলে বাচ্চা কম, তাদের হয়তো মূল্যায়ন করা যায়। ১২, ১৩, ৩০টি বাচ্চাকে করা যায়। তবে যে স্কুলে ১৫০ বাচ্চা সেখানে কিন্তু এটি করা যায় না। সেক্ষেত্রে পরীক্ষার ব্যবস্থা থাকা জরুরি।
রুমানা আলী বলেন, আমরা অনেক শিক্ষক নিয়োগ দিয়েছি। সামনেও নিয়োগ পরীক্ষা রয়েছে। আমাদের শিক্ষকদের মান নিয়ে কোনো প্রশ্ন নেই। সমস্যা হয়- শিক্ষকরা যোগ দিয়ে পরবর্তীতে তারা থাকতে চান না। এখানে বেতনের বিষয় রয়েছে। সামনে এ বিষয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সরকার অনেক কাজ করছে, আবার অনেক কাজও করেছে। সবার জন্য উপবৃত্তির বিষয়টিও বিবেচনায় রয়েছে। সেজন্য পেছনে নয়, সবাইকে সাথে থাকতে হবে।
মন্তব্য করুন