বলিউড ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরেই ঘুরছে বচ্চন পরিবারের ভাঙনের গুঞ্জন। শোনা যাচ্ছে ১৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেতা ঐশ্বরিয়া রায় বচ্চন। এই আলোচনার মধ্যেই সবাইকে চমকে দিলেন অভিষেক। স্ত্রীর প্রিয় নম্বর নিয়ে মুম্বাইয়ের রাস্তায় বেড়াচ্ছেন তিনি, যা নিয়ে নতুন করে শুরু হয়েছে আবার আলোচনা।
সম্প্রতি অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়েতেও এই দম্পতিকে একসঙ্গে দেখা যায়নি। অভিষেক পরিবারের সঙ্গে গেলেও ঐশ্বরিয়ার সঙ্গে ছিলেন মেয়ে আরাধ্য রায় বচ্চন। এরপরই তাদের গুঞ্জন আরও বেড়ে যায়।
এদিকে সম্প্রতি নতুন একটি গাড়ি কিনেছেন অভিষেক। বুধবার ২৪ জুলাই সেই গাড়িতেই চেপেই মুম্বাইয়ে ভাগনে অগস্ত্য নন্দা ও তার বান্ধবী সুহানা খানকে নিয়ে ঘুরতে বের হন তিনি। সেখানে অগস্ত্য-সুহানা যেমন নজর কাড়েন আলোকচিত্রদের। তেমনই নজরে পড়ে অভিষেকের গাড়ির নম্বর প্লেট। তাতেই যেন পরিষ্কার হয়ে গেল সবটা। এই গাড়ির সঙ্গেই যোগ রয়েছে ঐশ্বরিয়ার।
অভিষেকের নতুন গাড়ির নম্বর প্লেটে যে চারটি নম্বর জ্বলজ্বল করছে তা হলো ৫০৫০। এটি ঐশ্বরিয়ার প্রিয় সংখ্যা। যেই নম্বরের প্রতি ভালো লাগার কথা বলিউডের সাবেক এই বিশ্ব সুন্দরী অনেক আগেই জানিয়েছিলেন ভারতীয় গণমাধ্যমকে।
এ ছাড়া ঐশ্বরিয়ার একটি সাদা রঙের মার্সেডিজ গাড়ি ছিল। তার নম্বর প্লেটেও এই চারটি সংখ্যাই ছিল। সম্প্রতি গাড়িটি বিক্রি করে দেন অভিনেত্রী। এবার নিজের নতুন গাড়ি কিনতেই স্ত্রীকে চমকে দিলেন অভিষেক।
মন্তব্য করুন