আমেরিকা প্রবাসী আইটেম গার্ল কাম অভিনেত্রী সিন্ডি রোলিং। দোহার নবাবগঞ্জের মেয়ে সুযোগ পেলেই বাংলাদেশের সিনেমায় কাজ করেন। এবার তাকে দেখা যাবে অভিনেতা সজলের বিপরীতে। সিনেমার নাম জীবনের খেলা।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় জাকজমকপূর্ণভাবে হয়েছে সিনেমাটির শুভ সূচনা। অনুষ্ঠানে সিনেমাটির বিষয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন নায়িকা সিন্ডি। অন্যদিকে নিজের জন্মদিনে সিনেমার মহরত হওয়ার দারুণ খুশি ছিলেন সজলও।
জীবনের খেলা সিনেমাটি পরিচালনা করছেন ওয়ালিদ আহমেদ। বুধবার (২১ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় তিনি কালবেলাকে জানান, এক সপ্তাহের মধ্যে সিনেমার শুটিং হবে। সিন্ডি ও সজল ভাইকে একসঙ্গে কাস্ট করতে পেরে দারুণ খুশি আমি। তারা দুজনেই আমার গল্পটির সঙ্গে মানিয়ে যাবেন। দুজনের কাজটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত।
যুক্তরাষ্ট্রপ্রবাসী সিন্ডি রোলিংকে এর আগে আগে ওয়ালিদের মেঘের কপাট সিনেমায় অভিনয় করেছেন। যদিও এর আগেই বেশ কয়েকটি সিএন্মায় দেখা গিয়েছিল তাকে। তবে কিস্তিমাত সিনেমার আইটেম গানে পারফর্ম ঝড় তুলেছিলেন এই সুন্দরী।
মন্তব্য করুন