কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

দীর্ঘ দুই দশক পর সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফর কেন্দ্র করে প্রস্তুতি প্রায় শেষ করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। দেশে ফেরার পর ঢাকার বাইরে এটিই হবে তার প্রথম সফর।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় তিনি সিলেটের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এর আগে, মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে তারেক রহমান নিজেই এই কর্মসূচির কথা ঘোষণা করেন।

বিএনপির চেয়ারম্যান বলেন, ‘বুধবার আমি সিলেট চলে যাব, ইনশাআল্লাহ। পরশুদিন সিলেট থেকে অফিসিয়ালি আমরা আমাদের নির্বাচনি প্রচার কাজ শুরু করব। বুধবার বিকেলে আমি এবং আমার স্ত্রী ডা. জুবাইদা রহমান প্লেনে করে সিলেট যাব। গাড়ি আমরা যেগুলো ব্যবহার করব, সেগুলো সকালেই চলে যাবে।’

জানা গেছে, হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের সূচনা করবেন তারেক রহমান। এই মাঠে সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান ও ১৯৯১ সাল থেকে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমেই নির্বাচনী প্রচার শুরু করে আসছিলেন। এবার সেই মঞ্চ থেকেই সিলেট ও সুনামগঞ্জের ১১ আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান।

তারেক রহমানকে বরণ এবং আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন। সিলেটের ওই জনসভা থেকেই দলের নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। তার আগমনে পোস্টার, ব্যানার, ফেস্টুন আর মাইকিংয়ে নগরী ও আশপাশের এলাকা ছেয়ে গেছে।

এদিকে দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার আগমনকে কেন্দ্র করে সিলেট বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস ও ব্যস্ততা। জনসভাকে ঘিরে সবচেয়ে বেশি কর্মযজ্ঞ চলছে মূল মঞ্চ নির্মাণকে কেন্দ্র করে। বিশাল আয়তনের স্টেজ তৈরির কাজ দিনরাত এগিয়ে নিচ্ছেন কর্মীরা। নেতাকর্মীদের লক্ষ্য, জনসভাস্থলকে জনসমুদ্রে পরিণত করা। বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় অন্তত ৭ থেকে ৮ লাখ মানুষের সমাগম ঘটিয়ে নিজেদের সাংগঠনিক শক্তির জানান দিতে চায় বিএনপি। এ লক্ষ্যে স্থানীয় নেতাকর্মীরা সভা-সমাবেশ, প্রচার-প্রচারণা ও বৈঠকসহ নানা কার্যক্রম শেষ করেছেন তারা।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২২ জানুয়ারি সিলেটের জনসভা থেকে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে বিএনপির। এর আগে, আজ বুধবার সন্ধ্যায় আকাশপথে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। বিমানবন্দর থেকে বের হয়ে তিনি একটি ফাইভ স্টার হোটেলে রেস্ট করবেন। পরে রাত ৮টায় হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিকতা শুরু করবেন। এ ছাড়া তিনি তার শ্বশুরবাড়ি বাড়ি দেখতে রাতে যাবেন।

এ ছাড়া বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে প্রধান অতিথি হিসেবে জনসভায় বক্তব্য দেবেন তিনি। এই জনসভায় বিএনপির নেতারা, সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

প্রায় ২০ বছর পর সিলেট সফরে যাচ্ছেন তারেক রহমান। সর্বশেষ ২০০৫ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তিনি সিলেটে এসেছিলেন। এবার আসছেন দলের চেয়ারম্যান হিসেবে। তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সিলেটের হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)–এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করার যে রাজনৈতিক ঐতিহ্য গড়ে তুলেছিলেন, তা অনুসরণ করেই ২২ জানুয়ারি মাজার জিয়ারতের মাধ্যমে তারেক রহমান নিজের নির্বাচনী প্রচার শুরু করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় তিন সাংবাদিকসহ নিহত ১১

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২২ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

নির্বাচনী প্রচারে মোবাইল ব্যাংকিং নম্বর সংগ্রহের অভিযোগ

জিয়া পরিষদের এক সদস্যকে গলা কেটে হত্যা

আমিও আপনাদের সন্তান : তারেক রহমান

মায়ের সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না : লায়ন ফারুক

সিলেটে কঠোর নিরাপত্তা

জনসভা সকালে, রাত থেকে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

১০

আগামী প্রজন্মকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের

১১

শ্বশুরবাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

১২

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

১৩

ক্রিকেটারদের সঙ্গে জরুরী বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা

১৪

শ্বশুরবাড়িতে তারেক রহমান

১৫

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য

১৬

সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির সঙ্গে আব্দুল আউয়াল মিন্টুর মতবিনিময়

১৭

মেহেরপুরে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

১৮

শ্বশুরবাড়ির পথে তারেক রহমান

১৯

ভোজ্যতেলে পুষ্টিমান নিশ্চিত করতে হবে

২০
X