বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন (২০২৪-২৬)

সবাই যেন নির্বিঘ্নে ভোট দেয় : কলি

নায়ক মাহমুদ কলি। ছবি : কালেবেলা
নায়ক মাহমুদ কলি। ছবি : কালেবেলা

থেমে থেমে চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০২৪-২৬) নির্বাচন। ১৯ এপ্রিল শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বিএফডিসিতে সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। নির্বাচনে যেন ভোটাররা উৎসব নিয়ে ভোট দিতে আসেন এমনটাই কামনা করছে সবাই।

এবারের নির্বাচনে নব্বই দশকের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি সভাপতি নির্বাচন করছেন। সকাল থেকেই ভোটকেন্দ্রে আছেন তিনি। কালবেলার মুখোমুখি হয়ে এই নায়ক বলেন, ‘এর আগেও আমি নির্বাচন করেছি। শিল্পীদের সমর্থনে জয়ী হয়েছি। এবারও আশাবাদী, সবাই আমাকে শিল্পীদের পাশে দাঁড়াতে সহযোগিতা করবে। ভোটের মাধ্যমে জয়ী করবে। তাই আমি বলব, আপনারা যারা ভোটার সবাই যেন নির্বিঘ্নে ভোট দেন। দিনশেষে আমরা সবাই শিল্পী। এটাও যেন মাথায় রাখি। কারো সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ থেকে বিরত থাকব।’

এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এক প্যানেলে জোট বেঁধে নির্বাচন করছেন ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই খল অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। আরেক প্যানেল থেকে লড়বেন নায়ক মাহমুদ কলি ও নায়িকা নিপুন আক্তার। এই প্যানেলের গতবারের সভাপতি ইলিয়াস কাঞ্চন সাধারণ সম্পাদক নিপুনের বিরুদ্ধে অভিযোগ এনে নির্বাচন থেকে নিজের নাম আগেই প্রত্যাহার করেন।

মিশা-ডিপজল পরিষদের অন্য প্রার্থীরা হলেন সহসভাপতি মাসুম পারভেজ রুবেল ও ডিএ তায়েব; সহসাধারণ সম্পাদক আরমান, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ডন এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল। এই প্যানেলে কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচন করছেন খ্যাতিমান চিত্রনায়িকা সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনূর, নানা শাহ, রত্না কবির, চুন্নু, সাঞ্জু জন ও ফিরোজ মিয়া। এবারের নির্বাচনে এই প্যানেলকেই শক্তিশালী মনে করছেন অনেকে। এর কারণ হিসেবে ব্যাখ্যা করেছেন অভিনেতা ও অভিনেত্রীদের জনপ্রিয়তা ও তাদের কর্মদক্ষতা।

অন্যদিকে মাহমুদ কলি-নিপুন প্যানেলে নেই খুব একটি তারকা। তাদের মধ্যে অনেকে আবার অভিনয়েও নিয়মিত নন, সাধারণ শিল্পীদের সঙ্গে সেভাবে নেই যোগাযোগও। সরেজমিন ঘুরে এমনটাই জানা গেছে।

এই প্যানেলের অন্য প্রার্থীরা হলেন সহসভাপতি পদে ড্যানি সিডাক ও অমিত হাসান; সহসাধারণ সম্পাদক বাপ্পি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অঞ্জনা রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ আকিব, দপ্তর ও প্রচার সম্পাদক কাবিলা, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে অভিনেতা আজাদ খান। এ প্যানেলে কার্যকরী পরিষদের সদস্য পদে প্রার্থীরা হলেন সুজাতা আজিম, নাদের চৌধুরী, পীরজাদা হারুন, পলি, জেসমিন আক্তার, তানভীর তনু, মো. সাইফুল, সাদিয়া মির্জা, সনি রহমান, হেলেনা জাহাঙ্গীর ও সাইফ খান।

সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। তার সঙ্গে সদস্য হিসেবে আছেন এজে রানা ও বিএইচ নিশান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১০

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

১১

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

১২

আগামী সংসদ প্রথম তিন মাস ‘সংবিধান সংস্কার সভা’ হিসেবে কাজ করার প্রস্তাব

১৩

ধরলার তীব্র ভাঙন, টেকসই বাঁধ নির্মাণের দাবি

১৪

নেতা ও ভোটারের জবাবদিহিই হবে শ্রেষ্ঠ সংস্কার : মঈন খান

১৫

পাপের ফল ওদের ভোগ করতেই হবে : রাশেদ খান

১৬

ক্ষমা চাইলেন স্বাধীন খসরু 

১৭

স্বাধীনতাবিরোধীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত : আমিনুল হক

১৮

ঢাকায় উদযাপিত হলো রাশিয়ান পতাকা দিবস

১৯

একাদশে ভর্তিতে কোনো শিক্ষার্থী পায়নি ৩৭৮ কলেজ

২০
X