বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত ছিলেন রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েস’ খ্যাত গায়ক সজল। সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজ পথে সরব ছিলেন এই গায়ক। যার কারণে তার বিরুদ্ধে মামলা হয়। যার কারণে ১৫ দিন বাসা ছেড়ে পালিয়ে থাকতে হয় তাকে। বিষয়টি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন এই তারকা।
সজল জানান, আমার প্রথম পরিচয় আমি একজন শিল্পী। রাজনৈতিক কোনও দলের সঙ্গে আমার পরিচয় নেই। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌক্তিকতা দেখে আমি এরসঙ্গে যুক্ত হই। সামাজিক যোগাযোগমাধ্যপের পাশাপাশি রাজপথেও নিয়মিত উপস্থিত থাকি। যার কারণে আমার বাসায় থাকা অসম্ভব হয়ে যায়। বিভিন্ন জায়গায় পালিয়ে ছিলাম।
তিনি আরও বলেন, এরপর কাছের মানুষদের থেকে জানতে পারি, আমাকে দেখামাত্রই নাকি গুলি করার হুকুম ছিল। এছাড়া আমার বাসায় পুলিশ হামলা-ভাঙচুর করেছে। এর সবকিছুই করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে, রাজপথে থাকার কারণে।
১৫ দিন এদিক সেদিক থাকার পর শেখা হাসিনার পতনের দিন ৫ আগস্ট বাসায় ফেরেন এই শিল্পী।
মন্তব্য করুন