হেভি মেটাল ব্যান্ড ‘মেকানিক্স’-এর প্রতিষ্ঠাতা ও সাবেক গিটারিস্ট ইমরান আহমেদ। দীর্ঘ সময় ধরে খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি। ডাক্তার জানিয়েছে, কেমোথেরাপি আর সার্জারি দরকার। যার খরচ অনেক ব্যয়বহুল। এরই মধ্যে সামাজিকমাধ্যমে তার চিকিৎসার জন্য অনেকেই আবেদন জানিয়েছেন।
এবার ইমরানের চিকিৎসার খরচের জন্য তহবিল সংগ্রহে আয়োজন করা হচ্ছে কনসার্ট। এতে অংশ নিচ্ছে আটটির বেশি ব্যান্ড।
‘কনসার্ট ফর ইমরান’ শিরোনামের কনসার্টের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। কনসার্টটি অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। এদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত টিএসসি অডিটরিয়ামে চলবে এ আয়োজন। মেকানিক্স ছাড়াও এতে পারফর্ম করবে হাইওয়ে, সোনার বাংলা সার্কাস, পাওয়ারসার্জ, আপেক্ষিক, দুর্গ এবং রকসল্ট।
আয়োজকদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ইমরানের চিকিৎসার জন্য কেমোথেরাপি ও অস্ত্রোপচারে প্রয়োজন বিশাল অঙ্কের অর্থ, যা তার পরিবারের পক্ষে বহন করা প্রায় অসম্ভব। এই কঠিন লড়াইয়ে ইমরান আমাদের সবার আর্থিক সহায়তা ও সহমর্মিতা প্রত্যাশা করছেন। আমরা, সংগীতশিল্পী ও শুভানুধ্যায়ীরা, ইমরানের পাশে দাঁড়ানোর জন্য এক হয়েছি। আসুন, তার পথটিকে একটু হলেও সহজ করে তোলার চেষ্টা করি।’
মন্তব্য করুন