বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

দেশের প্রেক্ষাগৃহে নেপালি সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে নেপালি সিনেমা

বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রথমবারের মতো মুক্তি পাচ্ছে নেপালের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা। ‘মিসিং : কেটি হারায়েকো সূচনা’ শিরোনামের আলোচিত এই নেপালি সিনেমাটি আসছে ১৮ জুলাই থেকে ঢাকাসহ বিভিন্ন শহরের স্টার সিনেপ্লেক্সের শাখায় প্রদর্শিত হবে। সাফটা চুক্তির আওতায় ছবিটি বাংলাদেশে আমদানি করেছে শো-মোশন লিমিটেড।

অন্যদিকে এর বিনিময়ে নেপালের প্রেক্ষাগৃহে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘ন ডরাই’। তানিম রহমান অংশু পরিচালিত, শরিফুল রাজ ও সুনেরাহ বিনতে কামাল অভিনীত ‘ন ডরাই’ ২০১৯ সালে মুক্তি পাওয়ার পর শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ছয়টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়।

নেপালের তরুণ নির্মাতা দীপেন্দ্র গাউছান পরিচালিত ‘মিসিং’ দেশটিতে মুক্তির পর দর্শক ও সমালোচকদের দারুণ প্রশংসা কুড়ায়। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শ্রিষ্টি শ্রেষ্ঠা ও নাজির হুসেন। ২ ঘণ্টা ৪০ মিনিট ব্যাপ্তির সিনেমাটিতে উঠে এসেছে মধেশ অঞ্চলের প্রকৃতি, সংস্কৃতি এবং ভিন্ন সম্প্রদায়ের প্রেমের এক আবেগঘন গল্প।

একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে এক তরুণ-তরুণীর মধ্যে তৈরি হয় সম্পর্ক। প্রথম দেখা হয় এক ক্যাফেতে। কিন্তু অনিচ্ছাকৃত এক ঘটনার পর ছেলেটি কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ি এলাকা থেকে মধেশের সমতলভূমিতে। প্রথমে ভয়ে সঙ্কুচিত হলেও ধীরে ধীরে দুজনের মধ্যে গড়ে ওঠে গভীর বন্ধুত্ব ও ভালোবাসা। গল্পের ছোঁয়ায় উঠে আসে নেপালের ভূপ্রকৃতি, সংস্কৃতি এবং মানুষের জীবনধারার এক মোহনীয় চিত্র।

মুক্তির আগের দিন ১৭ জুলাই সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের এয়ারপোর্ট সংলগ্ন সেন্টার পয়েন্ট শাখায় ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত, পরিচালক দীপেন্দ্র গাউছান, প্রযোজকসহ অন্যান্য কলাকুশলী এবং বাংলাদেশের ‘ন ডরাই’ সিনেমার নির্মাতা ও শিল্পীরা।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ জানান, “সিনেমাটি শুধু বিনোদনের জন্য নয়, দুই দেশের সংস্কৃতির সংযোগ এবং চলচ্চিত্র বিনিময়ের নতুন দিগন্তও উন্মোচন করবে।”

২০২৩ সালে সরকার পাঁচ শর্তে দেশের হলে উপমহাদেশীয় সিনেমা মুক্তির অনুমতি দেয়। এরপর ভারতীয় সিনেমা ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডানকি’ ও ‘অ্যানিমেল’ মুক্তি পেলেও এবারই প্রথম বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসছে কোনো নেপালি সিনেমা। যদিও নেপালের সঙ্গে যৌথ প্রযোজনায় অতীতে চলচ্চিত্র নির্মাণ হয়েছে, সরাসরি সেই দেশের সিনেমা এটাই প্রথম মুক্তি পাচ্ছে বাংলাদেশে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা, বাসে আগুনে পুড়ে ২০ জনের মৃত্যু

বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কারের পরিবর্তে চক ব্যবহারের আহ্বান জানিয়েছে ডিবিএল সিরামিকস ‘টাইলচক’ 

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান কত?

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারল না মিরাজরা

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

১০

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

১১

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

১২

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৩

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

১৪

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১৫

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

১৬

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১৭

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১৮

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১৯

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

২০
X