অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পর্দায় ফিরেছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্ব। দর্শকদের দীর্ঘ প্রতীক্ষা শেষে আবারও শুরু হয়েছে ব্যাচেলরদের সেই হাসি-ঠাট্টা, নাটকীয়তা আর অপ্রত্যাশিত ঘটনাবহুল জীবন। আগের সিজনের যেখানে সমাপ্তি হয়েছিল, সেখান থেকেই শুরু হয়েছে নতুন অধ্যায়। তবে এবার নাটকটিতে থাকছে আরও বেশি চমক, উত্তেজনা ও মজায় ভরপুর কাহিনি।
এবারের গল্পে থাকছে পাশার ব্যবসায় নতুন চ্যালেঞ্জ, ফ্ল্যাটের শান্তি নিয়ে টানাপড়েন, শিমুল-জাকিরের দ্বন্দ্বের নতুন মোড়, আর মতলবের অবিশ্বাস্য সব চাল। পাশাপাশি, যুক্ত হয়েছে নতুন কিছু মুখ, যা দর্শকদের জন্য হবে বাড়তি চমক।
কাজল আরেফিন অমির নির্মাণ ও চিত্রনাট্যে আগের মতোই অভিনয় করেছেন প্রিয় মুখ মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শিমুল শর্মা, লামিয়া লামসহ দলের অন্যান্য সদস্যরা। নতুন গল্প, পুরোনো চরিত্র আর অনবদ্য সংলাপে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্ব ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।
মন্তব্য করুন