বগুড়া ব্যুরো ও গাবতলী প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ায় শোকের ছায়া

বগুড়ার গাবতলীতে ‘জিয়া বাড়ি’, ইনসেট জিয়াউর রহমান ও খালেদা জিয়া। ছবি : কালবেলা
বগুড়ার গাবতলীতে ‘জিয়া বাড়ি’, ইনসেট জিয়াউর রহমান ও খালেদা জিয়া। ছবি : কালবেলা

বগুড়ার পুত্রবধূ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বগুড়ার। খবরটি ছড়িয়ে পড়ার পরপরই এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোক ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

গাবতলীর বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়, বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শোকাহত নেতাকর্মীরা এ মৃত্যুকে দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন।

গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেত্রীর মৃত্যুতে তারা একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারালেন। তার নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন বলেন, বাংলাদেশের ইতিহাসে আর কোনো বেগম খালেদা জিয়া আসবে না। তার মৃত্যুর খবরে গাবতলীবাসী গভীরভাবে শোকাহত। আমরা তার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাই।

গাবতলী উপজেলা বিএনপির সহসভাপতি জুলফিকার হায়দার গামা বলেন, পুরো গাবতলী উপজেলায় শোকের আবহ বিরাজ করছে। অনেক মসজিদ ও মাদ্রাসায় তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

গাবতলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন বলেন, বাংলাদেশ একজন অভিভাবককে হারাল। তিনি শুধু গাবতলীর নন, পুরো বাংলাদেশের অভিভাবক ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ আজ অভিভাবকশূন্য হয়ে পড়েছে।

শোকাহত গাবতলীর সর্বস্তরের মানুষ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম বলেন, তিনি শুধু আমাদের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন আমাদের মা। আজ আমরা আমাদের মাকে হারালাম। তার মৃত্যুতে শুধু গাবতলী নয়, পুরো বাংলাদেশে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম বলেন, বাংলাদেশের গণতন্ত্র আজ তার এক অবিচল অভিভাবককে হারাল। দেশপ্রেম, ত্যাগ ও আপসহীন নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিরকাল জাতির হৃদয়ে অমর হয়ে থাকবেন। তিনি তার রুহের মাগফিরাত কামনা করে এবং সবার কাছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার শাসনামলে বদলে যায় ক্রীড়াঙ্গনের গতিপথ

খালেদা জিয়ার ইন্তেকাল একটি যুগের সমাপ্তি : বাংলাদেশ ন্যাপ

খালেদা জিয়া সত্য, ন্যায় ও সার্বভৌমত্বের পক্ষে অবিচল : ডাকসু

খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর ফেসবুক পোস্ট

খালেদা জিয়ার মৃত্যুতে বাসুদেব ধর ও সন্তোষ শর্মার শোক

খালেদা জিয়ার প্রয়াণে তারকাদের শোক প্রকাশ

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি ঘোষণা

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ইসির

খালেদা জিয়ার আপসহীন ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: রাষ্ট্রপতি

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক

১০

খালেদা জিয়ার মৃত্যুতে বাফুফের শোক, খেলা স্থগিত

১১

খালেদা জিয়ার মৃত্যুতে আ.লীগের ফেসবুক পেজে শেখ হাসিনার শোক

১২

খালেদা জিয়ার মৃত্যুতে ঐক্য পরিষদের শোক

১৩

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

১৪

খালেদা জিয়ার জানাজা কোথায় কখন, জানালেন সালাহউদ্দিন আহমদ

১৫

ফার্স্ট লেডি থেকে প্রধানমন্ত্রী, খালেদা জিয়ার ১০ রেকর্ড

১৬

জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে খালেদা জিয়াকে : সালাহউদ্দিন আহমদ 

১৭

খালেদা জিয়ার মৃত্যুতে কায়কোবাদের শোক প্রকাশ

১৮

খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক

১৯

খালেদা জিয়ার মৃত্যুর খবরে যা বলছে ভারত ও পাকিস্তানের মিডিয়া

২০
X