ছোট পর্দার ব্যস্ত নির্মাতা জিয়াউদ্দিন আলম সম্প্রতি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে নাটক নির্মাণের পরও নামের কারণে বাংলাদেশ টেলিভিশনে তার নাটক জমা দিয়ে বাদ পড়ে। ফটোসাংবাদিকতা থেকে ক্যারিয়ার শুরু করা এই নির্মাতা বর্তমানে নাটক, গান ও শোবিজের নানা কর্মকাণ্ডে সক্রিয়। নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিসান মাল্টিমিডিয়ার মাধ্যমে তিনি ধারাবাহিকভাবে কাজ করছেন।
পরিচালক বলেন, “জিয়া নাম থাকায় বিটিভির নাটক করতে পারিনি গত ১৫ বছর। নাটকের গল্প জমা দিয়েছি, কিন্তু আমার নাটক বাদ দেওয়া হয়েছে। কারণ নামের সঙ্গে ‘জিয়া’ আছে বলে—জিয়াউর রহমান ও তারেক জিয়ার নামের সঙ্গে মিল খুঁজে আমার নাটক বাদ দেওয়া হয়। অন্য কোনো কারণ ছিল না। ফ্যাসিস্ট হাসিনার সুবিধাভোগীরা আমার নাটক বাদ দিয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থান ও স্বৈরাচার পতনের পরও তার দোসরা বিটিভিতে বিভিন্ন পদ আঁকড়ে আছেন। বর্তমান সরকার বিটিভিকে স্বৈরাচার মুক্ত করতে হবে।”
তিনি আরও বলেন, “নির্মাতারা স্বাধীন। তার ক্যামেরায় উঠে আসে সমাজের বিভিন্ন গল্প। কারো রাজনৈতিক পরিচয় থাকলেও সেটি নির্মাণের সঙ্গে জড়িত নয়। শুধু নামের মিল থাকলেই কাউকে ‘কালো তালিকায়’ রাখা ঠিক নয়। এগুলো ক্ষমতার অপব্যবহার।”
বর্তমানে জিয়াউদ্দিন আলমের নির্মিত নাটকগুলো দর্শকের অপেক্ষায় আছে। এগুলোর মধ্যে রয়েছে স্মার্ট হাসব্যান্ড, শর্তনামা, গুজববাজ ও অপবাদ। তিনি জানিয়েছেন, শিগগিরই এই নাটকগুলো প্রচারে আসবে এবং নতুন দুটি ধারাবাহিকের কাজও শুরু করবেন। আগামী বছর সিনেমা নির্মাণের কাজ শুরু করবেন বলে জানান আলম।
মন্তব্য করুন