প্রথমে জানা গিয়েছিল, হংকংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ-হংকং ম্যাচটি সরাসরি সম্প্রচার হবে না। কিন্তু শেষ মুহূর্তে পরিবর্তন এসেছে সিদ্ধান্তে। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি এখন দেখা যাচ্ছে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।
এদিকে, বাংলাদেশের ফুটবলের মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি অবশ্য শুরুতে জানানো হয় যে, দেশের কোনো টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে না। এর আগের ম্যাচটি টি-স্পোর্টস সরাসরি দেখালেও আজকের ম্যাচটি তারা সরাসরি সম্প্রচার করছে না। তবে ফুটবল সমর্থকদের জন্য আশীর্বাদ হয়ে আসে বিটিভি।
তবে বিটিভিতে দেখানো হলেও অনলাইনে এবং মোবাইলে ম্যাচটি দেখার দারুণ সুযোগ রয়েছে। ২৫ টাকা খরচে সাবস্ক্রিপশন কেনার মাধ্যমে ম্যাচটি অনলাইনে দেখা যাবে বঙ্গবিডিতে।
হংকংয়ের মংকক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশ দলের সামনে, কারণ বাছাইপর্বে টিকে থাকার লড়াই এখন ক্রান্তিকালেই পৌঁছেছে। অবশ্য ৭৫ মিনিট শেষে বাংলাদেশ পিছিয়ে ১-০ গোলে।
মন্তব্য করুন