বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবার বড়সড় এক উদ্যোগ নিতে চলেছেন। সিনেমা শিল্পকে বাঁচিয়ে রাখতে এবং দর্শকদের আবার হলমুখী করতে কলকাতাজুড়ে ১০০টি সিনেমা হল তৈরির পরিকল্পনা করছেন তিনি।
সম্প্রতি এক অনুষ্ঠানে এই উদ্যোগের ঘোষণা দিয়ে প্রসেনজিৎ বলেন, ‘সিনেমা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সংস্কৃতি, পরিচয় আর আবেগের জায়গা। এক সময় প্রতিটি শহরেই একাধিক হল ছিল। কিন্তু এখন সেই সংখ্যা কমে গেছে। আমি চাই নতুন প্রজন্ম সিনেমা হলে বসে সিনেমা দেখার অভিজ্ঞতা ফিরে পাক।’
এই ১০০টি হল আধুনিক প্রযুক্তিতে তৈরি হবে, যেখানে থাকবে উন্নত সাউন্ড সিস্টেম, আরামদায়ক বসার ব্যবস্থা এবং ডিজিটাল প্রজেকশন। পাশাপাশি, স্থানীয় নির্মাতাদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা থাকবে যাতে তারা নিজেদের ছবি এই প্রেক্ষাগৃহে প্রদর্শন করতে পারেন। প্রসেনজিতের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন ইন্ডাস্ট্রির অনেকেই।
মন্তব্য করুন