ডেন্টিস্ট্রি বিষয়ে মাস্টার্স অব পাবলিক হেলথ (এমপিএইচ) সনদধারী পেশাজীবীদের এমপিএইচ ডেন্টিস্ট সোসাইটি বাংলাদেশ নামে একটি সম্পূর্ণ অরাজনৈতিক পেশাজীবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেট একটি কনফারেন্স রুমে মো. রেজাউল করিমের সভাপতিত্বে ডেন্টিস্ট্রি বিষয়ে এমপিএইচ সনদধারী পেশাজীবীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মো. বিপ্লবুজ্জামান বিপ্লবকে সভাপতি এবং মো. আইনুল হককে মহাসচিব করে ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মো. শাহিনুল হক চৌধুরী, সহসভাপতি অমলেশ চন্দ্র মিত্র, মো. আলী হোসেন, মো. মিজানুর রহমান, মো. সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব মো. জহিরুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসাইন এবং মহিলাবিষয়ক সম্পাদক আকলিমা আক্তার লিমা।
সংগঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে স্কুল হেলথ্ প্রোগ্রাম, সেমিনার, সিম্পোজিয়াম ও উঠান বৈঠক ইত্যাদির মাধ্যমে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে মুখ ও দাঁতের স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কে সঠিক ধারণা দিয়ে ডেন্টাল ক্যারিজ, পাইরিয়া, জিনজিভাইটিস এবং ওয়াল ক্যান্সারের মতো কমন ও জটিল রোগগুলো প্রতিরোধ কল্পে পরামর্শ প্রদান করে আক্রান্ত হওয়ার প্রবণতা ধীরে ধীরে কমিয়ে আনা।
মন্তব্য করুন