স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থসেবা বিভাগের ৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব (পার ২) মন্জুরুল হাফিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে বদলি করে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), পরিচালক, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) ডা. মীরজাদী সেরিনা ফ্লোরাকে বদলি করে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), অতিরিক্ত পরিচালক (প্রশাসন) ডা. মো. শামিউল ইসলামকে বদলি করে পরিচালক, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম), সিলেট বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হারুন-অর-রশীদকে বদলি করে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চার কর্মকর্তাকে বদলি ও পদায়ন জনস্বার্থে করা হয়েছে।
মন্তব্য করুন