

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ৯৬টি পদে লোক নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছে এ বিষয়ে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনি কি জুলাই স্পিরিট হৃদয়ে ধারণ করেন? আপনি কি মনে করেন জুলাই অভ্যুত্থান নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি করেছে? আপনি কি ইতিহাস নিয়ে আর্কাইভ কিংবা জাদুঘরের সাথে কাজ করতে আগ্রহী? তবে আমরা আপনাকেই খুঁজছি।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুয়ায়ী, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের রাজস্ব খাতে সৃজিত, ব্যবস্থাপক (গ্রন্থাগার, মুদ্রণ ও প্রকাশনা) একটি, উপপরিচালক (প্রশাসন ও অর্থ) একটি, উপপরিচালক (প্রশিক্ষণ) একটি, ডেপুটি কিউরেটর (নিদর্শন সংগ্রহ, রেজিস্ট্রেশন ও সংরক্ষণ) একটি, ডেপুটি কিউরেটর (নিদর্শন প্রদর্শন ও প্রদর্শনী) একটি, ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা একটি, রক্ষণাবেক্ষণ প্রকৌশলী একটি, ডেপুটি মাল্টিমিডিয়া ব্যবস্থাপক একটি, হিসাবরক্ষণ কর্মকর্তা একটি, সহকারী পরিচালক (প্রশাসন) একটি, সহকারী পরিচালক (প্রশিক্ষণ) একটি, নিরাপত্তা অফিসার একটি, সহকারী কিউরেটর (নিদর্শন সংগ্রহ) একটি, সহকারী কিউরেটর (রেজিস্ট্রেশন ও সংরক্ষণ) একটি, সহকারী কিউরেটর (নিদর্শন প্রদর্শন) একটি, ডিসপ্লে অফিসার একটি, গ্রাফিক্স ডিজাইনার একটি, রেজিস্ট্রেশন অফিসার একটি, গবেষণা কর্মকর্তা একটি, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী একটি, ভিডিওগ্রাফার একটি, সহকারী মাল্টিমিডিয়া ব্যবস্থাপক (প্রোডাকশন) একটি, সহকারী মাল্টিমিডিয়া ব্যবস্থাপক (সংরক্ষণ) একটি, অডিওভিজ্যুয়াল প্রোগ্রাম অফিসার একটি, শিক্ষা অফিসার একটি, জনসংযোগ কর্মকর্তা একটি, অডিটরিয়াম ম্যানেজার একটি, লাইব্রেরিয়ান একটি, প্রকাশনা কর্মকর্তা একটি, প্রশাসনিক কর্মকর্তা (প্রশাসন ও সংস্থাপন) একটি, সহকারী নিরাপত্তা অফিসার একটি, সহকারী রেজিস্ট্রেশন অফিসার একটি, এসিস্ট্যান্ট ডিসপ্লে অফিসার একটি, রেপ্লিকা ম্যানুফেকচারার একটি, সহকারী গবেষণা কর্মকর্তা একটি, ফিল্ম এ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান একটি, ফিল্ম এডিটর একটি, মুভি ক্যামেরাম্যান একটি, উপ-সহকারী প্রকৌশলী (পুরকৌশল) একটি, উপ-সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) একটি, সহকারী জনসংযোগ কর্মকর্তা একটি, সোশ্যাল মিডিয়া সম্পাদক একটি, ঊর্ধ্বতন প্রদর্শক একটি, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা একটি, হিসাবরক্ষক একটি, নিরাপত্তা পরিদর্শক দুইটি, সিসিটিভি পরিবীক্ষক দুইটি, সিসিটিভি ব্যবস্থাপক একটি, রেজিস্ট্রেশন সহকারী একটি, সহকারী সংগ্রাহক একটি, গবেষণা সহকারী একটি, সাউন্ড রেকর্ডিস্ট একটি, জনসংযোগ সহকারী একটি, সহকারী লাইব্রেরিয়ান কাম-ক্যাটালগার একটি, মডেলার একটি, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক আটটি, ক্যাশিয়ার একটি, স্টোর সহকারী দুইটি, রেকর্ড কিপার একটি, বিক্রয় সহকারী একটি, আইসিটি সহকারী একটি, অফিস সহায়ক ২৫টিসহ মোট ৯৬টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
বিশেষায়িত জাদুঘর বিধায় বিশেষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে নিয়োগের যে কোনো শর্ত শিথিলযোগ্য।
আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ৪ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী উপযুক্ত প্রার্থীকে https://july36.gov.bd/notice-এ সরাসরি প্রবেশ করে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।
মন্তব্য করুন