কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১০:৩২ এএম
অনলাইন সংস্করণ

আরও ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা অ্যামাজনের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন বিশ্বজুড়ে আরও ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বড় বিনিয়োগ ও সাংগঠনিক কাজ সহজ করার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ছাঁটাই আগেই ঘোষিত ১৪ হাজার কর্মী কমানোর পরিকল্পনার পরের ধাপ। অ্যামাজনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বেথ গালেত্তি এক বিবৃতিতে বলেন, এই সিদ্ধান্তের লক্ষ্য হলো ‘চাকরির অতিরিক্ত স্তর কমানো, দায়িত্ববোধ বাড়ানো ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করা।’

গত বছরের অক্টোবরে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, সর্বমোট ৩০ হাজারের মতো কর্মী ছাঁটাই করা হতে পারে, যা অ্যামাজনের সাড়ে ৩ লাখ কর্মীর প্রায় ১০ শতাংশ। তবে এই ছাঁটাই প্রক্রিয়া অ্যামাজনের মোট প্রায় ১৫ লাখ কর্মীর বড় অংশ ডিস্ট্রিবিউশন ও ওয়্যারহাউস কর্মীদের ওপর প্রভাব ফেলবে না।

অ্যামাজন সর্বশেষ ঘোষণায় কোন বিভাগের কতজন কর্মী ছাঁটাই হবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি। প্রতিষ্ঠানটি বলেছে, ‘গ্রাহকদের জন্য প্রতিটি টিমের উদ্ভাবনী ক্ষমতা ও সক্ষমতা মূল্যায়ন করবে এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবে।’

আগামী ৫ ফেব্রুয়ারি অ্যামাজন তাদের ২০২৫ অর্থবছরের পূর্ণাঙ্গ আর্থিক ফল প্রকাশ করবে। গত অক্টোবরের ত্রৈমাসিক আয়ের প্রতিবেদনে কোম্পানিটি জানিয়েছিল, পরিকল্পিত ছাঁটাইয়ের জন্য ক্ষতিপূরণ বাবদ প্রায় ১৮০ কোটি মার্কিন ডলার ব্যয় হয়েছে।

যদিও অ্যামাজন জানিয়েছে, যেখানে সম্ভব হবে সেখানে ছাঁটাই হওয়া কর্মীদের জন্য নতুন পদে নিয়োগের সুযোগ দেওয়ার চেষ্টা করা হবে।

এই সিদ্ধান্ত বড় প্রযুক্তি কোম্পানিগুলোর প্রশাসনিক ও ব্যবস্থাপনা বিষয়ক পদ কমানোর চলমান প্রবণতার সঙ্গে যুক্ত। গত জুলাইয়ে মাইক্রোসফট জানিয়েছিল, তারা বিশ্বজুড়ে প্রায় ১৫ হাজার কর্মী ছাঁটাই করেছে, যা মোট কর্মীবাহিনীর প্রায় ৪ শতাংশ।

অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি জ্যাসি অক্টোবরে প্রথম দফা ছাঁটাইয়ের পর বলেছিলেন, এই সিদ্ধান্ত বাজেট সংকট বা এআই বিনিয়োগের কারণে নয়।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাও গত এক বছরে কর্মী ছাঁটাই করেছে। মহামারির সময় অতিরিক্ত নিয়োগের কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়।

এদিকে নেদারল্যান্ডসভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান এএসএমএল বুধবার জানিয়েছে, অভ্যন্তরীণ কাঠামো উন্নত করতে তারা শতাধিক ব্যবস্থাপনা পদ কাটছাঁট করবে। এইচপি ও ওরাকলও সাম্প্রতিক সময়ে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।

অন্যান্য প্রযুক্তি জায়ান্টদের মতো অ্যামাজনও এআই খাতে বিপুল বিনিয়োগ করছে। বিশেষ করে তাদের সহযোগী প্রতিষ্ঠান অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) ওপর ভরসা রাখছে কোম্পানিটি। বিশ্বসেরা ক্লাউড সেবাদাতা হিসেবে এডব্লিউএস বর্তমানে মাইক্রোসফট আজুর ও গুগল ক্লাউডের সঙ্গে তীব্র প্রতিযোগিতা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১০

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১১

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১২

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১৩

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১৪

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১৫

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৬

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৭

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

১৮

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

১৯

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

২০
X