কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

গৃহকর্মী রাখার আগে যে ৬ বিষয় জানা জরুরি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শহুরে জীবনের ব্যস্ততায় গৃহকর্মী যেন পরিবারেরই এক অবিচ্ছেদ্য অংশ। সকাল থেকে সন্ধ্যা— ঘরের কাজ সামলানো, বাচ্চাদের দেখভাল, অসুস্থ-বয়স্কদের খেয়াল রাখা, সব মিলিয়ে তাদের অবদান অস্বীকার করার উপায় নেই। অনেক গৃহকর্মী দীর্ঘদিনের সেবায় পরিবারের সদস্যের মতোই হয়ে ওঠেন। তাদের উপর নির্ভরশীলতা এতটাই বেড়ে যায় যে, ঘর-বাড়ির নিরাপত্তা থেকে ব্যক্তিগত গোপনীয়তা— সবই তাদের ওপর ভরসা করে থাকে।

কিন্তু বাস্তবতা কখনো কখনো ভিন্ন ছবি তুলে ধরে। সাম্প্রতিক সময়ে দেখা গেছে, পরিচিত পরিচর্যার আড়ালেই কিছু গৃহকর্মী ভয়ংকর অপরাধে জড়িয়ে পড়ছে। কোথাও মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা, কোথাও পরিবারের সদস্যদের ওপর হামলা— এমন নানা অভিযোগ প্রতিনিয়ত উঠে আসছে গণমাধ্যমে।

এই অপ্রত্যাশিত ঝুঁকি কমাতে এবং পরিবারকে নিরাপদ রাখতে গৃহকর্মী নিয়োগের সময় কিছু বিষয় খেয়াল রাখা একান্ত জরুরি। এতে উভয় পক্ষের দায়িত্ব স্পষ্ট থাকে এবং ভবিষ্যতে কোনো সমস্যা এড়ানো সম্ভব হয়।

১. সঠিক তথ্য সংগ্রহ ও যাচাই করুন

গৃহকর্মী নিয়োগের আগে তার পরিচয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা রঙিন ছবি, শনাক্তকারী ব্যক্তির তথ্যসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করুন। তথ্যগুলো নিকটস্থ থানায় জমা দেওয়া ভালো। এতে কোনো অপরাধমূলক ইতিহাস থাকলে পুলিশ সহজেই শনাক্ত করতে পারবে এবং আপনার পরিবারও নিরাপদ থাকবে।

২. পূর্ববর্তী কর্মস্থল যাচাই করুন

গৃহকর্মী কোথায় কাজ করেছে, কেন চাকরি ছেড়েছে— এসব তথ্য আগে থেকেই খতিয়ে দেখুন। প্রয়োজনে তার আগের কাজের জায়গায় যোগাযোগ করে সত্যতা নিশ্চিত করুন। এতে তার চরিত্র, আচরণ এবং কাজের দক্ষতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়, যা ভবিষ্যৎ ঝুঁকি কমায়।

৩. পারিবারিক তথ্য নিশ্চিত করুন

গৃহকর্মীর স্থায়ী ঠিকানা, পরিবারে কতজন সদস্য, কারা কোথায় থাকে— এসব তথ্য সংগ্রহ করা জরুরি। প্রয়োজন হলে তার স্থায়ী ঠিকানায় ফোন করে বা কারও মাধ্যমে নিশ্চিত হয়ে নিন। এখন হয়তো এসব ঝামেলাময় মনে হবে, কিন্তু কোনো সমস্যায় পড়লে এই তথ্যগুলোই আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে।

৪. সিসি ক্যামেরা স্থাপন করুন

বাসার নিরাপত্তা নিশ্চিত করতে প্রবেশমুখে সিসি ক্যামেরা থাকলে অপরিচিত কারও যাতায়াত সহজেই চোখে পড়ে। চাইলে ঘরের ভেতরেও ক্যামেরা স্থাপন করা যেতে পারে, যাতে অনুপস্থিতিতেও গৃহকর্মীর আচরণ বা সন্দেহজনক কার্যকলাপ নজরে রাখা সম্ভব হয়। এতে পরিবারে নিরাপত্তার পাশাপাশি মানসিক স্বস্তিও বাড়ে।

৫. মূল্যবান জিনিসপত্রের নিরাপত্তায় সতর্ক থাকুন

স্বর্ণালঙ্কার বা টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র গৃহকর্মীর অগোচরে রাখুন। লকারের চাবি সবসময় নিজের কাছে রাখুন এবং প্রয়োজন হলে লকার বা আলমারি থাকা কক্ষ আলাদা করে লক করে রাখুন। লক্ষ্য রাখুন— সে মোবাইলে সন্দেহজনক কারও সঙ্গে কথা বলছে কি না কিংবা কোনো অচেনা ব্যক্তি তার সঙ্গে দেখা করতে আসছে কি না।

৬. মানসিক অবস্থা ভালোভাবে যাচাই করা

গৃহকর্মীর মানসিক অবস্থা ভালোভাবে যাচাই করতে হবে। যদি কোনো অস্বাভাবিক আচরণ লক্ষ করেন, তবে সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এছাড়া, তার চাহিদা বোঝার চেষ্টা করুন। এতে বোঝা সহজ হবে সে লোভী বা অসৎ মনোভাবের কি না।

অতিরিক্ত সতর্কতা : বিশ্বস্ত এজেন্সি থেকে গৃহকর্মী নেওয়া

নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বস্ত এজেন্সি থেকে গৃহকর্মী নেওয়া গুরুত্বপূর্ণ। পেশাদার প্রতিষ্ঠান সাধারণত প্রাথমিক যাচাই, ব্যাকগ্রাউন্ড চেক এবং প্রয়োজনে বদলির সুবিধা প্রদান করে। তবে নিশ্চিত হতে হবে এজেন্সি বিশ্বাসযোগ্য, লাইসেন্সপ্রাপ্ত এবং পূর্ববর্তী গ্রাহকদের রিভিউ ভালো। নিয়োগের শর্তাদি পরিষ্কারভাবে জানা থাকলে কোনো অপ্রত্যাশিত সমস্যা এড়ানো সহজ হয়।

তবে সবচেয়ে ভালো হয় বন্ধু, পরিবার বা প্রতিবেশীদের মাধ্যমে গৃহকর্মী নেওয়া। এতে গৃহকর্মীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে সহজেই ধারণা পাওয়া যায়।

সূত্র : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুখবর পেলেন প্রাথমিকের ৬৫,৫০২ প্রধান শিক্ষক

ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

তারেক রহমানের আসনে যাকে প্রার্থী করল এনসিপি

বেশি দামে পেঁয়াজ বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

উপদেষ্টা আসিফ ও মাহফুজ পদত্যাগ করেছেন

বাংলাদেশ ১৬ বছর ধরে কালো মেঘের নিচে চাপা পড়ে ছিল : তারেক রহমান 

তেজগাঁও কলেজে সংঘর্ষে আহত এইচএসসি শিক্ষার্থী রানা মারা গেছেন

আইফোনের জন্য বন্ধুকে খুন!

আন্তর্জাতিক মানবাধিকার দিবস / মানবাধিকারের মানদণ্ড যেন অদৃশ্য নির্দেশনায় বাধা 

হত্যাযজ্ঞের বেদনায় এক বীর মুক্তিযোদ্ধার ভয়ংকর প্রতিশোধ এবং স্বাধীনতার গল্প

১০

তত্ত্বাবধায়ক সরকার ও বিচার বিভাগের স্বাধীনতা অটুট থাকবে : আইন উপদেষ্টা

১১

কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে যা বললেন আসিফ মাহমুদ

১২

বিশ্লেষণ / ইউক্রেন সেনাবাহিনীতে রেকর্ড সংখ্যায় পলায়ন, চরম সংকটে ফ্রন্টলাইন

১৩

কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায়  6sense HQ-এর নতুন উদ্যোগ

১৪

বন্দি বিনিময় / ৩২ বাংলাদেশিকে ফেরত দিয়ে ৪৭ জনকে নিয়ে গেল ভারত

১৫

খালেদা জিয়াকে বিদেশ না নিলে তারেক রহমান দ্রুত দেশে আসবেন : এ্যানি

১৬

স্বেচ্ছায় পদত্যাগ করে এনসিপি থেকে প্রার্থী হলেন বিএনপি নেতা

১৭

খাঁটি খেজুরের গুড় চেনার সহজ ৪ উপায়

১৮

প্রফুল্ল চাকীর শেষ স্মৃতি চিহ্নটুকু হারিয়ে যেতে বসেছে

১৯

বিএসএফকে নিয়ে কড়া মন্তব্য মমতার

২০
X