কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৪:০৬ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

তিন দিনে পাঁচ কেজি ওজন কমানোর উপায়

ওজন মাপার যন্ত্র  । ছবি: সংগৃহীত
ওজন মাপার যন্ত্র । ছবি: সংগৃহীত

অনেকে অল্প সময়ের মধ্যে ওজন কমাতে চান। অল্প সময়ে ওজন কমাতে চাইলে কিছু নিয়ম মেনে চলতে হবে। খাওয়া-দাওয়া থেকে শুরু করে জীবনযাপনের ক্ষেত্রে আনতে হবে বেশ কিছু পরিবর্তন। মেনে চলতে হবে কঠিন নিয়ম পদ্ধতি। তিন দিনে পাঁচ কেজি ওজন কমাতে কার্যকরী ডায়েট পরিকল্পনা করতে হবে। কেবল পরিকল্পনা করলেই হবে না, সে অনুযায়ী চলতেও হবে। সবচেয়ে ভালো উপায় হলো ধীরে ধীরে স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানো। স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানোর উপায় তুলে ধরা হলো।

তিন দিনে ওজন কমানোর উপায়

প্রথম দিন প্রথম দিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ দিনের ওপর নির্ভর করে আপনার তিন দিনের প্ল্যান। প্রথম দিন বেশি করে ফল খান। যখন খেতে মন চাইবে, তখনই আপনি ফল খেতে পারবেন। তবে একসঙ্গে অনেক ফল খাওয়া উচিত নয়। প্রতিবার অল্প করে খাওয়া শরীরের জন্য ভালো। ডায়েটের প্রথম দিন কলা খাওয়া উচিত নয়। কলা বাদে যে কোনো ফলই আপনি খেতে পারবেন প্রথম দিন। যে ফলে পানির পরিমাণ বেশি, সে ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। এতে পেট অনেক সময় ভরা থাকে। এ ছাড়া সারা দিন ৮ থেকে ১২ গ্লাস পানি অবশ্যই পান করা উচিত।

ডায়েটের সময় পেট খালি রাখা উচিত নয়। যখনই ক্ষুধা লাগবে, তখনই ফল খাবেন। সকালের নাশতায় প্রথম দিন একটি ডিম, এক স্লাইস টোস্ট এবং অর্ধেক বাটি সবজি; দুপুরে একটি সেদ্ধ ডিম; রাতে আধা কাপ শসা বা গাজর ও অর্ধেক পরিমাণ ফল রাখতে পারেন।

দ্বিতীয় দিন দ্বিতীয় দিন ফলের পাশাপাশি খাবার তালিকায় সবজি রাখুন। এদিন ফল কম খাওয়াই ভালো। কাঁচা বা রেঁধে—যে কোনোভাবেই খেতে পারেন আপনার পছন্দের সবজি। সবজি রান্না করার সময় তেলের পরিমাণ খুব কম ব্যবহার করুন। রান্নায় বেশি পরিমাণ তেল খেলে ওজন কমার চেয়ে বেড়ে যাওয়ার আশঙ্কা বেশি। তাই তেল ব্যবহার না করে আধা সেদ্ধ করে বা নিজের পছন্দ অনুযায়ী রান্না করে খেতে পারেন। সবজি তালিকায় রাখতে পারেন গাজর, ব্রকলি, বাঁধাকপি, শসা, লেটুস, শিম ইত্যাদি। তবে ডায়েটের তিন দিন আলু না খাওয়াই ভালো। আলুতে প্রচুর পরিমাণে শর্করা রয়েছে।

সামান্য পরিমাণ আলু সকালের খাবার তালিকায় রাখতে পারেন। এতে সারা দিনের বিভিন্ন কাজে ক্যালরি ক্ষয় হয়ে যাবে এবং চর্বিও জমবে না। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও ৮ থেকে ১২ গ্লাস পানি পান করতে হবে। দ্বিতীয় দিন সকালের নাশতায় এক স্লাইস চিজ, একটি ছোট আপেল; দুপুরের খাবারে একটি ডিম, এক স্লাইস টোস্ট; রাতের খাবারে এক কাপ টুনা বা অন্য কোনো মাছ এক টুকরা ও পরিমাণমতো সবজি রাখুন।

তৃতীয় দিন ডায়েট প্ল্যানের শেষ দিনও খাবার তালিকায় সবজি ও ফল রাখুন। শেষ দিন সবজি ও ফল পেটভরে খেতে পারবেন। কলা ও আলু না খাওয়াই ভালো। প্রথম দুই দিনের মতো শেষ দিনও সমপরিমাণ পানি পান করুন। শেষ দিন সকালের নাশতায় এক স্লাইস চিজ, একটি ছোট আপেল; দুপুরের খাবারে একটি ডিম, এক স্লাইস টোস্ট; রাতের খাবারে এক কাপ টুনা বা অন্য কোনো মাছ এক টুকরা, পরিমাণমতো সবজি রাখুন।

তিন দিন শেষে আপনার শরীরের ওজন অন্তত চার–পাঁচ কেজি তো কমবেই, সঙ্গে সঙ্গে শাকসবজি, ফলমূল এসব পুষ্টিকর খাবার খাওয়ার জন্য চেহারায়ও উজ্জ্বলতা আসবে। তবে ডায়েট শুরু করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। পুষ্টিবিদের পরামর্শ নিয়ে এই ডায়েট মেনে চলে অনায়াসেই আপনি তিন দিনে পাঁচ কেজি ওজন কমিয়ে ঝরঝরে হতে পারবেন। ডায়েট চলাকালে কৃত্রিম ফলের রস, কোমল পানীয় পান করা থেকে বিরত থাকুন। যে কোনো খাবারে চিনি না খাওয়াই ভালো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানির বোতলের ঢাকনা বিভিন্ন রঙের হওয়ার রহস্য জেনে নিন

 ৬ বছর পর বাংলাদেশে আসছেন পাকিস্তানি শিল্পী

দাবি ইরানের / ইসরায়েলের অন্তত ১৬ পাইলট নিহত

ফিনলে প্রপার্টির ভবন নির্মাণে এবার প্রাণ গেল জুলাই যোদ্ধার

জাতিসংঘ অধিবেশনেও মুখোমুখি ভারত-পাকিস্তান

বাংলাদেশ বনাম হংকং ম্যাচের টাইটেল স্পন্সর টেকনো

এশিয়া কাপ ফাইনালের আগে ‘ঝামেলা’, ফের বিতর্কে ভারত-পাকিস্তান

সংস্কারের অভাবে গ্রামীণ সড়ক যেন মরণফাঁদ

সনি এক্সপোর মেয়াদ বাড়ল

ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রকাশ্যে নেপালের সাবেক প্রধানমন্ত্রী, যে বার্তা দিলেন

১০

মুসল্লিদের থেকে মোটরসাইকেল উপহার পেলেন ইমাম

১১

যুক্তরাষ্ট্র প্রবাসী আমিনুল ইসলামের পক্ষে পূজামণ্ডপে আর্থিক সহায়তা

১২

বাড়ির পূজায় রানি-কাজল

১৩

আজ ভারত-পাকিস্তান মেগা ফাইনাল, মহারণের শেষটা হাসবে কে

১৪

গোল করতে পারেননি মেসি, জিততে পারেনি মায়ামিও

১৫

অগ্নিকাণ্ডে ৩ ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক 

১৬

বায়ুদূষণের শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত

১৭

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে চায় জাপান

১৮

আইফোন কিনতে ভক্তদের কাছে ‘ভিক্ষা’ চাইলেন ইনফ্লুয়েন্সার

১৯

ফের হুমকির মুখে কপিল শর্মা

২০
X