কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৯:৫৪ এএম
আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

কেমন যাবে আপনার দিনটি?

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দৈনন্দিন জীবনে আমাদের চারপাশের অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা।

শনিবার (১৬ মার্চ) ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? আসুন, জেনে নেই আজকের রাশিফল—

মেষ : আজকের দিনটি ঠিকঠাক থাকবে। পুরনো বিনিয়োগের জন্য ভালো মুনাফা অর্জন করতে পারেন। পরিবারের সদস্যদের পরামর্শ অনুযায়ী কাজ করা শ্রেয় হবে। পরিবারের কোনো সদস্য পুরস্কার লাভ করায় আনন্দিত হবেন। জরুরি কাজের তালিকা তৈরি করে সেগুলো সময়ের মধ্যে শেষ করুন।

বৃষ : আজকের দিনটি আনন্দে পরিপূর্ণ থাকবে। মান-সম্মান বাড়ায় মন প্রসন্ন হবে। শ্বশুরবাড়ির তরফে আর্থিক লাভ হতে পারে। কারও সাহায্য করার সুযোগ পেলে তা হাতছাড়া করবেন না। কর্মক্ষেত্রে কিছু কথা গোপন রাখুন। তা না হলে বিরোধীরা এর দুর্ব্যবহার করতে পারে। দায়িত্বপূরণে কোনো গাফিলতি করবেন না। ব্যয়াম করে শারীরিক কষ্ট দূর করতে পারবেন।

​মিথুন : কোনো বিষয়ে পরিবারের সদস্যদের পরামর্শ নিতে পারেন, সবার সামনে নিজের মনের কথা প্রকাশ করুন। চাকরিজীবী জাতকরা পুরোনো ভুলের জন্য বকা খেতে পারেন। বন্ধুদের সঙ্গে বাইরে যাওয়ার পরিকল্পনা তৈরি করতে পারেন।

কর্কট : বাড়ির বাইরে সবাই আপনার বাণী ও ব্যবহারে আনন্দিত হবে। সন্তান আপনার কাছ থেকে কিছু অনুরোধ করতে পারে। কোনো কারণে হঠাৎ দৌড়ঝাঁপ করতে হবে। পরিবারের সদস্যদের আনাগোনা লেগে থাকবে, যার ফলে ব্যস্ত থাকবেন। সাবধানে সম্পত্তি সওদা করতে হবে, তা না হলে সমস্যা সম্ভব।

সিংহ : কাউকে টাকা ধার দিয়ে থাকলে সেই টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম। ব্যবসায়ে ভেবেচিন্তে কোনো আপস করবেন। বিশ্বস্ততা ও সম্মান বাড়বে। রাজনৈতিক ক্ষেত্রে কর্মরতরা কোনো বড় দলের সঙ্গে যুক্ত ভালো লাভ অর্জন করতে পারেন। একাধিক উৎস থেকে আয় হওয়ায় আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ব্যবসায়ে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করুন।

কন্যা : আজকের দিনটি ইতিবাচক পরিণাম নিয়ে আসবে। নতুন কাজ করার সুযোগ পাবেন। জীবনসঙ্গীর পরামর্শ উপযোগী প্রমাণিত হবে। বাড়িতে কাজ করেন যারা, তাদের সতর্ক থাকতে হবে। আর্থিক বিষয়ে কোনো বহিরাগত ব্যক্তির পরামর্শ নেবেন না। ব্যবসায়ে মন্দা দেখা দিলে পরিবারের সদস্যদের পরামর্শ নিতে পারেন। কাজের সন্ধানে থাকলে সুসংবাদ পাবেন।

তুলা : আজকের দিনটি গুরুত্বপূর্ণ। কোনো পরিকল্পনা তৈরি করতে প্রচুর সময় ব্যয় করবেন। যোগ-ব্যয়াম অভ্যাস করুন, তা না হলে স্বাস্থ্য সমস্যা সম্ভব। অপ্রয়োজনীয় কথা বলবেন না। লক্ষ্য পূরণে আনন্দিত হবেন। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে।

বৃশ্চিক : আজকের দিনটি সুখ-সুবিধায় বৃদ্ধি ঘটাবে। কারও সঙ্গে বিবাদে জড়াবেন না। পারিবারিক সম্পর্ক উন্নত হবে। অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে পরামর্শ নিয়ে ব্যবসাসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করুন। আইনি মামলায় জয়ী হতে পারেন। নতুন সম্পত্তি ক্রয় করতে পারেন। পারিবারিক সম্পর্ক উন্নত হবে।

ধনু : ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি ভালো। ছাত্রছাত্রীরা পরীক্ষায় কোনো পরিশ্রম করলে তা সফল হবে। আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। দীর্ঘকালীন প্রকল্পে অর্থ বিনিয়োগ রতে পারেন। মনের মধ্যে কিছু সমস্যা চললে বাবার সঙ্গে পরামর্শ করতে পারেন। নিজের কাজে কাউকে অংশীদার করবেন না। নতুন গাড়ি কেনার ইচ্ছা পূরণ হবে।

মকর : আজকের দিনটি আনন্দে ভরপুর। বন্ধুর কাছ থেকে কোনো দামি বস্তু উপহার পেতে পারেন। স্বাস্থ্য সমস্যা উপেক্ষা করবেন না, তা না হলে বড়সড় অসুস্থতা দেখা দিতে পরে। পরিবারের সদস্যদের পরামর্শ মেনে সম্পর্কে সামঞ্জস্য বজায় রাখতে সফল হবেন।

কুম্ভ : আজকের দিনটি উন্নতিতে ভরপুর থাকবে। কর্মক্ষেত্রে নিজের ভালো চিন্তাভাবনার দ্বারা লাভান্বিত হবেন। অধিকার বৃদ্ধি হবে। আইনি মামলায় সতর্ক থাকতে হবে, তা না হলে সমস্যা সম্ভব। আয়ের নতুন উৎস পাবেন। ভেবেচিন্তে কাজ করুন। কোনো কাজ পূরণে সমস্যা দেখা দিলে সেই কাজও আজ পূরণ হতে পারে। সন্তানের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে সফল হবেন।

মীন : আজ ভালো পরিমাণে বিনিয়োগ করতে পারবেন। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। তা না হলে ব্যয় বৃদ্ধি আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। টাকা ধার নেবেন না, কারণ তা শোধ করা কঠিন হয়ে পড়বে। সন্তানের সঙ্গতিতে বিশেষ যত্ন দিন। কাজ বাড়তে পারে। কর্মক্ষেত্রে বিরোধীরা আপনার ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করবে, চতুর বুদ্ধি প্রয়োগ করে বাঁচতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রজ্ঞাপন জারি, নির্বাচনে অংশ নিতে পারবেন না যারা

‘নবী শব্দের অর্থ সংবাদ বাহক তাই রাসুলুল্লাহ (সা.) সাংবাদিক ছিলেন’

সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের ৫৬টি ব্যাংক হিসাব জব্দ 

নদীভাঙনে বদলে যাওয়া জামালপুরের মানুষ কোথায় যায়

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য নতুন নির্দেশনা

সাবের হোসেনের বাসায় ৩ রাষ্ট্রদূত, পররাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া

কালবেলায় সংবাদ প্রকাশ / দেশে ফিরলেন দুবাইয়ে জাহাজে আটক সেই সিফাত

হালুয়াঘাটে এমরান সালেহ প্রিন্সের আয়োজনে ‘দুর্গাপুজা পুনর্মিলনী’

আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের ৭ ক্রিকেটার

রসায়নে নোবেল পেলেন তিনজন

১০

নাহিদকে পরিষ্কার করতে হবে, উপদেষ্টাদের মধ্যে কারা ‘সেফ এক্সিট’ চায় : রিজওয়ানা

১১

পদ্মায় ইলিশ ধরায় ৯ জে‌লে গ্রেপ্তার

১২

বিয়ের আগে যে ৭ প্রস্তুতি নেওয়া জরুরি, জানালেন আহমাদুল্লাহ

১৩

নতুন মামলায় গ্রেপ্তার মাইটিভির চেয়ারম্যান সাথী, জামিন মেলেনি

১৪

ট্রেন উদ্ধার শেষে ফেরার পথে প্রাণ হারালেন রেল প্রকৌশলী

১৫

সীমান্ত থেকে ২৭৯ ভারতীয় গরু ও মহিষ আটক 

১৬

৮০ পয়সার টিকা পেতে গুনতে হচ্ছে ৬০ টাকা!

১৭

জুলাই সনদ ঘোষণার আগে ‘নির্বাচন’ প্রশ্নবিদ্ধ হবে : জাগপা

১৮

আইইসিসি বাংলাদেশ আয়োজন করছে ‘মাল্টি-ডেস্টিনেশন এডুকেশন এক্সপো ২০২৫’ 

১৯

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঞ্জাবি গায়ক

২০
X