

প্রতিটি দিনই নিয়ে আসে নতুন সম্ভাবনা, আশা, আর কখনো কখনো কিছু সতর্কবার্তা। জীবনের প্রতিটি মুহূর্তে, আকাশের গ্রহ-নক্ষত্রগুলোর চলাচল আমাদের ভাগ্য ও মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলতে পারে।
আজকের রাশিফলে জেনে নিন আপনার দিনটা কেমন যাবে, কোন দিকে রাখবেন বিশেষ নজর, আর কোথায় থেকে পেতে পারেন সাফল্যের ইঙ্গিত। প্রেম, সম্পর্ক, কর্মজীবন, অর্থ ও স্বাস্থ্য—সব দিক জেনে নিন দিনের শুরুতেই।
আজ মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২৫। চলুন, দেখে নেওয়া যাক আজকের আকাশের গ্রহ-নক্ষত্ররা কী বলতে চাচ্ছে আপনাকে।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কোনো প্রত্যাশা আজ বাস্তবে রূপ নেবে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক মজবুত থাকবে এবং প্রয়োজন পড়লে তাদের সাহায্য পাবেন। কর্মক্ষেত্রে উন্নতি ও সুনাম মিলবে। ব্যক্তিজীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
স্ত্রীর সঙ্গে কোনো বিরোধ বাড়তে পারে, তাই ধৈর্য ধরুন। আত্মীয়স্বজনের সঙ্গে ভুলবোঝাবুঝি মিটে যেতে পারে। শত্রু মোকাবিলায় আপনি সফল হবেন। সঙ্গীর বুদ্ধিমত্তা আজ আপনাকে উপকারে দেবে। প্রেমে তৃতীয় ব্যক্তির কারণে অশান্তি হতে পারে। অতিরিক্ত ব্যয় চিন্তার কারণ হবে। পুরোনো ব্যথা ফিরে আসতে পারে। দীর্ঘ প্রতীক্ষার পর পদোন্নতির সুখবর পেতে পারেন। আজ কোনো বিতর্কে জড়াবেন না।
মিথুন (২১ মে-২১ জুন)
আজ বন্ধুবান্ধবের জন্য অনাকাঙ্ক্ষিত খরচ হতে পারে। পথে চলাচলে বাড়তি সতর্কতা প্রয়োজন—দুর্ঘটনার আশঙ্কা আছে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা হতে পারে। সামাজিক কাজে অতিরিক্ত জড়ালে মানহানির সম্ভাবনা আছে। আবেগপ্রবণতা বিপদ ডেকে আনতে পারে। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। কৌশলী আচরণে শত্রুর মন জয় করতে পারবেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
আজ আপনার আচরণে অশান্তি তৈরি হতে পারে। কর্মচারীর ফাঁদে ব্যবসায় ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। রক্তজনিত সমস্যায় ভোগান্তি হতে পারে। নিজের উদ্যোগে ব্যবসায় উন্নতির সম্ভাবনা আছে। নতুন বাড়ি তৈরিতে বাধা দেখা দিতে পারে। যাতায়াতে সতর্ক থাকুন। সংগীতচর্চায় বিশেষ সুযোগ পেতে পারেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
সঙ্গীর কারণে মানসিক চাপ বাড়তে পারে। কোনো জটিল সমস্যা আজ আপনাকে ভোগাবে। যুক্তি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন। জমিজমা কেনাবেচার পরিকল্পনা হতে পারে। আকাশপথে ভ্রমণের সুযোগ আসতে পারে। বিশেষ কোনো কাজের সুযোগ সামনে আসবে। ঘরের দায়িত্ব পালনে সমস্যা হতে পারে। উচ্চশিক্ষায় নতুন সম্ভাবনা দেখা দিচ্ছে। শেয়ারবাজারে শুভ সময়। খরচ কিছুটা বাড়তে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে ভালো সুযোগ মিলবে—এগুলোর সদ্ব্যবহার করুন। বাইরের কোনো অশান্তি আপনাকে বিপাকে ফেলতে পারে। খুব কাছের কারও আচরণে কষ্ট পাবেন। পরিবারের কাছ থেকে সম্মান অর্জন করতে পারেন। নতুন বন্ধুত্ব গড়ে উঠতে পারে। গুরুত্বপূর্ণ কাজে বাধা আসতে পারে। দাম্পত্য সম্পর্কে হঠাৎ অশান্তি দেখা দিতে পারে। গুরুজনের শারীরিক অবস্থায় পরিবর্তন আসতে পারে। আপনার কোনো আশা পূরণ হতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
আইনি কাজে সফলতার সম্ভাবনা আছে। সারাদিন নানা দিক থেকে কাজের সুযোগ আসবে। বাবার স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকতে পারে। প্রেমে বাধা থাকলেও আনন্দও থাকবে। শিক্ষার্থীদের জন্য নতুন যোগাযোগের সুযোগ আসতে পারে। সহকর্মীর অতিরিক্ত প্রশংসায় ভেসে যাবেন না। বাড়ি তৈরির শুভ সময়। পেটের সমস্যায় ভুগতে পারেন। পরিবারের সঙ্গে মানিয়ে চলুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
মানসিক অস্থিরতায় ঘুমের সমস্যা হতে পারে। বিবাহসংক্রান্ত কাজে খরচ হতে পারে। শিল্পীদের জন্য সময় অত্যন্ত ভালো। ভ্রমণের উৎসাহ দেখা দেবে। দাম্পত্য জীবনে সুসম্পর্ক বজায় থাকবে। স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। কোনো কিছু পাওয়ার প্রতি জেদ বাড়তে পারে। কর্মস্থলে সুনাম বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
পরিবার নিয়ে তীর্থযাত্রার পরিকল্পনা হতে পারে। কোনো পুরোনো আশা ব্যর্থ হতে পারে। সন্তানের ভালো কোনো কাজ আপনাকে আনন্দ দেবে। বিনিয়োগে ভালো ফল মিলবে। খরচ কম হবে। সংগীতচর্চায় স্থিরতা জরুরি। উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। রাগের কারণে সংসারে অশান্তি হতে পারে। গুরুজনের পরামর্শ গুরুত্ব দিন। ঠান্ডা জনিত মাথাব্যথা হতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২১ জানুয়ারি)
নিজের সিদ্ধান্তে কাজ করতে গিয়ে পরিবারে বিবাদ হতে পারে। বন্ধুর কথায় ভুল সিদ্ধান্ত নিয়ে ক্ষতির মুখে পড়তে পারেন। যানবাহনে চলাচলে সতর্ক থাকুন। দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে সংসারে অশান্তি বাড়তে পারে। পুরোনো পাওনা ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। সারাদিন মন অস্থির থাকবে। কারও কাছ থেকে মূল্যবান কিছু পেতে পারেন। হতাশা শরীরে প্রভাব ফেলতে পারে।
কুম্ভ (২২ জানুয়ারি-১৯ ফেব্রুয়ারি)
উচ্চপদস্থ কারও সঙ্গে দেখা হওয়ায় সুবিধা মিলবে। পরিচিত কারও বিয়ের খবরে আনন্দ পাবেন। যানবাহনে ওঠানামায় বিপদের সম্ভাবনা আছে। কোমরের ব্যথায় কষ্ট পেতে পারেন। বাড়িতে চুরির আশঙ্কা রয়েছে। উচ্চাশা থাকলে সফলতা মিলবে। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। সংসার শান্ত থাকবে। পুরোনো শত্রু আজ বন্ধুত্বপূর্ণ আচরণ করতে পারে।
মীন (২০ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায় দুশ্চিন্তা বাড়তে পারে; সময়মতো সিদ্ধান্ত নিন। চাকরিজীবীদের জন্য দিনটি বেশ ভালো। মানসিক চাপ দূর হতে পারে। দাম্পত্য সম্পর্কে কিছুটা কলহের সম্ভাবনা আছে। কাজ বা ব্যবসায় বড় কোনো বাধা থাকবে না। ঘরের পরিবেশ অনুকূল। বড়দের স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তা থাকতে পারে। নিজের দক্ষতা প্রকাশের সুযোগ পাবেন।
মন্তব্য করুন