কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৫:২৭ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

অনুষ্ঠানে ডেকে আয়োজকরাই অনুপস্থিত, ফিরে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

অনুষ্ঠান সময়মতো শুরু না করায় আয়োজকদের ওপর ক্ষোভ দেখিয়ে রাস্তা থেকেই ফিরে গেলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
অনুষ্ঠান সময়মতো শুরু না করায় আয়োজকদের ওপর ক্ষোভ দেখিয়ে রাস্তা থেকেই ফিরে গেলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সময়মতো অনুষ্ঠান শুরু করতে না পারায় আয়োজকদের ওপর ক্ষোভ দেখিয়ে রাস্তা থেকেই ফিরে গেলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

জানা গেছে, মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিসেমিনেশন অব ন্যাশনাল গাইডলাইন ফর প্রিভেনশন অব সন প্রিফারেন্স অ্যান্ড দ্য রিস্ক অব জেন্ডার-বেইসড সেক্স সিলেকশন’ শীর্ষক একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানটির যৌথ আয়োজক ছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ইউএনএফপিএ এবং নরওয়ে মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স।

বেলা ১১টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও আয়োজকরা দুপুর পৌনে ১টায়ও তা শুরু করতে পারেননি।

আরও পড়ুন : নিজেকে 'নির্দোষ' বলে ন্যায় বিচার চাইলেন রিজেন্টের সাহেদ

এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম বলেন, ‘আমাদের বলা হয়েছে বেলা ১১টায় অনুষ্ঠান শুরু হবে। সে অনুযায়ী মন্ত্রী এবং সাংবাদিকদের ইনভাইটেশন পাঠিয়েছি। কিন্তু সেখানে যাওয়ার পর দেখি আয়োজকদের কেউই নেই। তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি, দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠান শুরু করবেন।’

তিনি আরও বলেন, ‘অনুষ্ঠান দেরি করে শুরুর বিষয়টি মন্ত্রীকে জানিয়েছি; কিন্তু তিনি তার আগেই সেখানে যাওয়ার জন্য বের হন। অনুষ্ঠানস্থলের খুবই কাছাকাছি চলে এসেছিলেন মন্ত্রী। তবে আয়োজকদের অনুপস্থিতির বিষয়টি জানার পর তিনি সেখান থেকেই গাড়ি ঘুরিয়ে অন্য অনুষ্ঠানে চলে যান।’

আরও পড়ুন : আমরা কখনোই সংঘাত চাই না : তথ্যমন্ত্রী

বেলা ১১টায় অনুষ্ঠানস্থলে উপস্থিত হন সাংবাদিকরাও। আয়োজকদের অনুপস্থিতি নিয়ে তারাও ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে অন্যতম আয়োজক প্রতিষ্ঠান ইউএনএফপিএর জেন্ডার টেকনিক্যাল অফিসার রুমানা পারভিন বলেন, ‘আজকের অনুষ্ঠানটি মূলত জেন্ডারভিত্তিক লিঙ্গ নির্বাচন প্রসঙ্গে। আমরা শুরুতে জানতাম অনুষ্ঠানটি লাঞ্চ আওয়ারের পর হওয়ার কথা, তবে আজকে সকালে জানতে পারি দুপুর সাড়ে ১২টায় হবে। তবে ১১টায় সাংবাদিকদের জানানোর বিষয়টি জানি না। এটি নিশ্চয়ই মিসকমিউনিকেশনের কারণে হয়েছে।’

পরে দুপুর ১টার দিকে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আহমেদুল কবির, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রাশেদা সুলতানা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে যে সিদ্ধান্ত নিল ভারত সরকার

ইমিগ্রেশনের সময় যে ৭ কথা বললেই মহাবিপদ

সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর

৮ মামলায় ইমরান খানের জামিন

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের, তদন্তে কমিটি

১০

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

১১

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

১২

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

১৩

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

১৪

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১৫

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

১৬

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

১৭

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

১৮

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

১৯

উমামা-সাদীর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা

২০
X