কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৫:২৭ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

অনুষ্ঠানে ডেকে আয়োজকরাই অনুপস্থিত, ফিরে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

অনুষ্ঠান সময়মতো শুরু না করায় আয়োজকদের ওপর ক্ষোভ দেখিয়ে রাস্তা থেকেই ফিরে গেলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
অনুষ্ঠান সময়মতো শুরু না করায় আয়োজকদের ওপর ক্ষোভ দেখিয়ে রাস্তা থেকেই ফিরে গেলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সময়মতো অনুষ্ঠান শুরু করতে না পারায় আয়োজকদের ওপর ক্ষোভ দেখিয়ে রাস্তা থেকেই ফিরে গেলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

জানা গেছে, মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিসেমিনেশন অব ন্যাশনাল গাইডলাইন ফর প্রিভেনশন অব সন প্রিফারেন্স অ্যান্ড দ্য রিস্ক অব জেন্ডার-বেইসড সেক্স সিলেকশন’ শীর্ষক একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানটির যৌথ আয়োজক ছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ইউএনএফপিএ এবং নরওয়ে মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স।

বেলা ১১টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও আয়োজকরা দুপুর পৌনে ১টায়ও তা শুরু করতে পারেননি।

আরও পড়ুন : নিজেকে 'নির্দোষ' বলে ন্যায় বিচার চাইলেন রিজেন্টের সাহেদ

এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম বলেন, ‘আমাদের বলা হয়েছে বেলা ১১টায় অনুষ্ঠান শুরু হবে। সে অনুযায়ী মন্ত্রী এবং সাংবাদিকদের ইনভাইটেশন পাঠিয়েছি। কিন্তু সেখানে যাওয়ার পর দেখি আয়োজকদের কেউই নেই। তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি, দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠান শুরু করবেন।’

তিনি আরও বলেন, ‘অনুষ্ঠান দেরি করে শুরুর বিষয়টি মন্ত্রীকে জানিয়েছি; কিন্তু তিনি তার আগেই সেখানে যাওয়ার জন্য বের হন। অনুষ্ঠানস্থলের খুবই কাছাকাছি চলে এসেছিলেন মন্ত্রী। তবে আয়োজকদের অনুপস্থিতির বিষয়টি জানার পর তিনি সেখান থেকেই গাড়ি ঘুরিয়ে অন্য অনুষ্ঠানে চলে যান।’

আরও পড়ুন : আমরা কখনোই সংঘাত চাই না : তথ্যমন্ত্রী

বেলা ১১টায় অনুষ্ঠানস্থলে উপস্থিত হন সাংবাদিকরাও। আয়োজকদের অনুপস্থিতি নিয়ে তারাও ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে অন্যতম আয়োজক প্রতিষ্ঠান ইউএনএফপিএর জেন্ডার টেকনিক্যাল অফিসার রুমানা পারভিন বলেন, ‘আজকের অনুষ্ঠানটি মূলত জেন্ডারভিত্তিক লিঙ্গ নির্বাচন প্রসঙ্গে। আমরা শুরুতে জানতাম অনুষ্ঠানটি লাঞ্চ আওয়ারের পর হওয়ার কথা, তবে আজকে সকালে জানতে পারি দুপুর সাড়ে ১২টায় হবে। তবে ১১টায় সাংবাদিকদের জানানোর বিষয়টি জানি না। এটি নিশ্চয়ই মিসকমিউনিকেশনের কারণে হয়েছে।’

পরে দুপুর ১টার দিকে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আহমেদুল কবির, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রাশেদা সুলতানা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন

এবার তিশার বিরুদ্ধে মামলা হচ্ছে

আইটেম গানে শাকিবের নায়িকা, সমালোচনার কড়া জবাব

বিপিএল: বিদেশি লেগস্পিনারকে দলে ভেড়াল চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের ৩ প্রবেশপথ অবরোধ

এক লাফে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে উঠে এলো ঢাকা

পেছাতে পারে জকসু নির্বাচন, প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

রশির সূত্র ধরে যেভাবে বেরিয়ে এলো শিশু জায়ান হত্যার রহস্য

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের তুমুল সংঘর্ষে আহত ২৭

ভূমিকম্পপ্রবণ ঢাকা হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শহর

১০

তপশিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে : সিইসি

১১

জামায়াতের মনোনয়ন পেলেন আলোচিত ড. ফয়জুল হক

১২

তৌসিফের নায়িকা মিস ওয়ার্ল্ড নীলা, পর্দায় আসছে নতুন জুটি

১৩

এবার নিজেকে ‘গার্ডিয়ান অব চিটাগাং’ ঘোষণা শাহজাহান চৌধুরীর

১৪

বার্সাকে উড়িয়ে দিল চেলসি, লেভারকুসেনে ‘স্তব্ধ’ সিটি

১৫

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, ১৪ বছরের সংসারের ইতি টানলেন সেলিনা

১৬

লক্ষ্মীপুরে বাসে আগুন

১৭

আজ কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

১৮

জানা গেল কবে বিয়ে করবেন রোনালদো, কোথায় হবে অনুষ্ঠান

১৯

বাংলাদেশের সঙ্গে সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত ফ্রান্স

২০
X