বর্তমান পরিস্থিতিতে সর্বসাধারণের জান-মাল, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নৌবাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে। যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড, লুটতরাজ, ভাঙচুর, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ নৌবাহিনী ক্যাম্পে যোগাযোগ করুন। এ ক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। নৌবাহিনী কন্টিনজেন্টের সহায়তা প্রাপ্তির জন্যে নিম্নলিখিত নম্বরসমূহে যোগাযোগ করুন-
ঢাকা বিভাগ
১। ঢাকা নৌ কমান্ড ডিউটি অফিসার : ০১৭৬৯ ৭০২ ৮৬৫ ২। ঢাকা নৌ কমান্ড অপসরুম : ০১৭৬৯ ৭০২ ৫১৯ ৩। ঢাকা নৌ কমান্ড স্টাফ অফিসার (অপারেশন্স) : ০১৭৬৯ ৭০২ ৫০৭ ৪। ঢাকা নৌ কমান্ড চিফ স্টাফ অফিসার : ০১৭৬৯ ৭০২ ৫০৪ ৫। ঢাকা সেনানিবাস নৌবাহিনী ডিউটি অফিসার : ০১৭৬৯ ৭০২ ৬০৩ ৬। শাহীনবাগ, ইস্কাটন ডিউটি অফিসার : ০১৭৬৯ ৭০২ ৬৯০ ৭। খিলক্ষেত ডিউটি অফিসার : ০১৭৬৯ ৭১৪ ৩০৩ ৮। পাগলা (নারায়ণগঞ্জ) ডিউটি অফিসার : ০১৭৬৯ ৭১৪ ৩৩১, ০১৭৬৯ ৭২৬ ৪১০।
চট্টগ্রাম বিভাগ
১। টাইগারপাস : ০১৭৬৯ ৭২৬ ৩১৬ ২। চট্টগ্রাম বন্দর : ০১৭৬৯ ৭২৬ ৬০১ ৩। কর্ণফুলী টানেল : ০১৭৬৯ ৭২৬ ৭৩১ ৪। বোট ক্লাব : ০১৭৬৯ ৭২৬ ৪৮০ ৫। লাভ লেইন : ০১৭৬৯ ৭২৬ ২৬৭ ৬। হাতিয়া : ০১৭৬৯ ৭৬২ ০৭৯ ৭। সন্দ্বীপ : ০১৭৬৯ ৭২২ ৪৬০ ৮। মহেশখালী : ০১৭৬৯ ৭২৬ ২৮১ ৯। সেন্টমার্টিন: ০১৭৬৯ ৭২৪ ০২০ ১০। ভাটিয়ারি: ০১৭৬৯ ৭৫৪ ১৪০।
খুলনা ও বরিশাল বিভাগ
১। খুলনা নৌবাহিনী অপসরুম : ০১৭৬৯ ৭৮৪ ১৪০ ২। খুলনা নৌবাহিনী ডিউটি অফিসার : ০১৭৬৯ ৭৮১ ১১১ ৩। বরগুনা নৌবাহিনী অপসরুম : ০১৭৬৯ ৭৮১ ০১৯ ৪। বরগুনা নৌবাহিনী ডিউটি অফিসার : ০১৭৬৯ ৭৮১ ০১৮ ৫। ভোলা নৌবাহিনী অপসরুম : ০১৭৬৯ ৮৪৪ ০০০ ৬। ভোলা নৌবাহিনী ডিউটি অফিসার : ০১৭৬৯ ৭৯৬ ২২৭ ৭। মোংলা নৌবাহিনী অপসরুম : ০১৭৮৩ ৪০১ ৫৪৯ ৮। মোংলা নৌবাহিনী ডিউটি অফিসার : ০১৭৬৯ ৭৮৪ ৫৫৩।
মন্তব্য করুন