

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. মাসুদুজ্জামান বলেছেন, আমাদের অধিকার আছে সময়মতো সঠিক স্বাস্থ্যসেবা পাওয়ার, দুর্যোগের মুহূর্তে সরকারকে পাশে পাওয়ার। এটি কোনো দয়া নয়; এটি আমাদের মৌলিক অধিকার।
রোববার (৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জ নগরীর আলী আহম্মদ চুনকা পাঠাগার মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে মাসুদুজ্জামান তরুণ স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের কাজের অভিজ্ঞতা শোনেন এবং মানবিক সেবায় রেড ক্রিসেন্টের ভূমিকার উচ্চ প্রশংসা করেন। তার উপস্থিতি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে এবং স্বেচ্ছাসেবকদের মনোবলকে আরও উজ্জীবিত করে।
বিশেষ অতিথির বক্তব্যে মো. মাসুদুজ্জামান বলেন, নারায়ণগঞ্জবাসীর কল্যাণে, শহরবাসীর কল্যাণে যে কোনো উদ্যোগকে আমি সব সময় আন্তরিকভাবে স্বাগত জানাই। আমাদের দেশে কয়েকটি জেলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ; নারায়ণগঞ্জ তার মধ্যে অন্যতম। তাই শুধু দুর্যোগ আসলেই নয়, বরং দু’মাস আগেই প্রস্তুতিমূলক কাজ শুরু করা অত্যন্ত জরুরি। দুর্যোগের আগেই সচেতনতামূলক কার্যক্রম শুরু করতে না পারলে আমরা বারবার একই সমস্যায় পড়ব। রেড ক্রিসেন্টসহ সকল স্বেচ্ছাসেবককে নিয়ে এই কাজগুলো করা সবচেয়ে কার্যকর। কারণ, তারাই মানুষের ঘরে ঘরে গিয়ে জানাতে পারেন-কী সতর্কতা নিতে হবে, কীভাবে প্রতিরোধ সম্ভব, কীভাবে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এটাই প্রকৃত জনসেবা।
তিনি বলেন, রেড ক্রিসেন্টসহ সকল স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানাই- আগামী ডেঙ্গু ও চিকুনগুনিয়া মৌসুমের দুই মাস আগে থেকেই প্রস্তুতি কার্যক্রম শুরু করুন। আপনারা এগিয়ে এলেই মানুষ বাঁচবে, পরিবার বাঁচবে। প্রতিটি জেলায় এই সমস্যা প্রকট নয়, তাহলে নারায়ণগঞ্জে কেন প্রতি বছর পরিস্থিতি ভয়াবহ হয়? কেন জেলা প্রশাসন, সিভিল সার্জন অফিস বা সিটি কর্পোরেশন সময়মতো উদ্যোগ গ্রহণ করতে পারে না? প্রতি বছরই আমরা দেখি- যখন পরিস্থিতি মারাত্মক রূপ নেয়, তখন শুরু হয় ফগার মেশিন দিয়ে লোকদেখানো কিছু কার্যক্রম। কিন্তু ততক্ষণে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়, বহু মায়ের বুক খালি হয়ে যায়। এই চিত্র আর দেখতে চাই না।
জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সকল দায়িত্বশীল কর্মকর্তা, সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগের উদ্দেশে মাসুদুজ্জামান বলেন, নাগরিকদের প্রতি আপনাদের দায়িত্ব রয়েছে, আর সেই দায়িত্ব সঠিক সময়ে পালন করা অত্যন্ত প্রয়োজন। আমরা এই দেশের নাগরিক। আমাদের অধিকার আছে সময়মতো সঠিক স্বাস্থ্যসেবা পাওয়ার, দুর্যোগের মুহূর্তে সরকারকে পাশে পাওয়ার। এটি কোনো দয়া নয়; এটি আমাদের মৌলিক অধিকার।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের চেয়ারম্যান মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল–ইউসুফ খান টিপু, মহানগর যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাইনুদ্দিনসহ প্রশাসনের প্রতিনিধি, শিক্ষক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা, চিকিৎসক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রেড ক্রিসেন্টের পক্ষ থেকে সকল অতিথি ও অংশগ্রহণকারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠানের পুরো পরিবেশ ছিল উষ্ণ ও অনুপ্রেরণামূলক। মানবতার সেবাকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ একটি মিলনমেলা পরিণত হয় অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে নিজেদের দক্ষতা ও মানবিক প্রতিশ্রুতি তুলে ধরেন। দুর্যোগ-উদ্ধার প্রশিক্ষণের ডেমোনস্ট্রেশন, প্রাথমিক চিকিৎসা প্রদর্শনী, রক্তদাতা সম্মাননা এবং সামাজিক সচেতনতা বিষয়ক উপস্থাপনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ব্যাপক প্রশংসা অর্জন করে।
মন্তব্য করুন