

গলার ক্যানসার শুরুতে অন্য সাধারণ সমস্যা যেমন সর্দি, গলার ব্যথার মতো মনে হতে পারে। অনেক সময় মানুষ এই ছোটখাট সমস্যা উপেক্ষা করে।
কিন্তু প্রাথমিক পর্যায়ে শনাক্ত করলে চিকিৎসা অনেক সহজ হয় এবং সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই গলার ক্যানসারের কিছু প্রথম লক্ষণের প্রতি খেয়াল রাখা জরুরি।
দীর্ঘস্থায়ী গলার ব্যথা : যদি কয়েক সপ্তাহ ধরে গলা ব্যথা করছে এবং আর ভালো হচ্ছে না, তবে এটি সতর্কতার সংকেত হতে পারে। ব্যথা সাধারণ সর্দি বা ইনফেকশনের চেয়ে গভীর এবং গিলে কষ্ট হতে পারে। বিশেষ করে যদি সর্দি বা অ্যালার্জির মতো লক্ষণ না থাকে, চিকিৎসকের পরামর্শ নিন।
কণ্ঠের পরিবর্তন বা হোয়াজনেস : কণ্ঠের স্বর হঠাৎ দুর্বল বা হোয়াজি হয়ে গেলে খেয়াল রাখুন। সাধারণ সর্দিতে হোয়াজনেস কয়েক দিনেই চলে যায়, কিন্তু ক্যানসারের কারণে এটি স্থায়ী হয় এবং সময়ের সঙ্গে আরও খারাপ হতে পারে।
গিলতে কষ্ট বা ব্যথা : প্রথম দিকে খাবার গিলে সমস্যা নাও হতে পারে, কিন্তু সময়ের সঙ্গে ব্যথা বা জ্বালা বাড়তে পারে। গলার ক্যানসার গিলে সমস্যা সৃষ্টি করতে পারে।
ঘাড়ে লাম্প বা ফোলা : গলার ক্যানসারের প্রাথমিক সংকেত হিসেবে ঘাড়ে লাম্প দেখা দিতে পারে। সাধারণ সংক্রমণের মতো মনে হলেও, ক্যানসারের লাম্প সাধারণত শক্ত হয় এবং সহজে সরে যায় না।
অপ্রত্যাশিত ওজন কমা ও ক্লান্তি : গিলতে সমস্যা এবং খাওয়া কমার কারণে ওজন হঠাৎ কমতে পারে। এছাড়া শরীর ক্যানসারের সঙ্গে লড়াই করার জন্য বেশি শক্তি ব্যবহার করে, ফলে সব সময় ক্লান্তি অনুভূত হয়।
এই ধরনের কোনো লক্ষণ উপেক্ষা করবেন না। প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে সুস্থ হওয়া অনেক সহজ। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত পুষ্টি ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
মন্তব্য করুন