বাসস
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সতর্ক না করে পানি ছেড়ে দেওয়ায় ভারতকে বার্তা দেওয়া হয়েছে : সৈয়দা রিজওয়ানা হাসান 

বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনকালে সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত
বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনকালে সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এবারের বিষয় থেকে শিক্ষা নিয়ে যত অভিন্ন নদী রয়েছে সেগুলোর সব কটির ব্যাপারেই পানি ছেড়ে দেওয়ার প্রশ্ন দেখা দিলে যাতে আগাম সতর্কতা বাংলাদেশকে জানানো হয়, সে বার্তা ভারতকে দেওয়া হয়েছে।

একই সঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ভারতীয় দূতাবাসকে বিষয়টি জানিয়েছেন। ভবিষ্যতে যাতে এমন অবস্থা না হয়, এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

শুক্রবার (২৩ আগস্ট) হবিগঞ্জ জেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন।

প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রাকৃতিক সমস্যা আসবেই, কিন্তু এটি না জানানোর কারণে যাতে মনুষ্যসৃষ্ট সমস্যা না হয়, তা নিশ্চিত করতে হবে। দেশকে বন্যামুক্ত রাখতে নদীকে নদীর মতো রাখা উচিত। বাঁধগুলো সুরক্ষিত রাখা উচিত।

উজানের দেশে যদি অস্বাভাবিক বৃষ্টি হয় এবং পানি ছেড়ে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে ভাটির দেশকে আগে থেকেই জানানোর প্রয়োজন হয় উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যাতে ভাটির দেশের লোকজন নিজেদের প্রস্তুত করতে পারেন এবং লোকজনকে সরানো যায়। কিন্তু এবার এই জানানোর বিষয়টি ভারত প্রতিপালন করেনি। ভারতের সঙ্গে আমাদের চুক্তিতেও এমনটি বলা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা হবিগঞ্জ এলাকার গোপায়া ও রাঙ্গারগাঁও গ্রামের পাশে খোয়াই নদের বাঁধ হেঁটে দেখেন। এ সময় শত শত মানুষ তাকে বালু ও মাটি উত্তোলনের কারণে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি অবগত করেন। তিনি সবার কথা মনোযোগ দিয়ে শোনেন।

এ সময় খোয়াই রিভার ওয়াটার কিপার তেফাজ্জল সোহেল ও বাপার সভাপতি ইকরামুল ওয়াদুদ হবিগঞ্জ জেলার পরিবেশের বিভিন্ন সমস্যা নিয়ে একটি চিঠি দেন। সেখানে দাবি জানানো হয়, জরুরি ভিত্তিতে খোয়াই নদ খনন, খোয়াই নদ থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধ, পুরোনো খোয়াই নদ দখলমুক্তকরণ, পুকুর ও জলাশয় দখলমুক্তকরণ এবং জেলার বিভিন্ন এলাকায় পাহাড় কাটা বন্ধ করা। উপদেষ্টা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

তার আগে সৈয়দা রিজওয়ানা হাসান জেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রশান্ত সোম মহান, পুলিশ সুপার আক্তার হোসেন, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নাজির ও মেজর ইশরাত। উপদেষ্টা হবিগঞ্জের বন্যা পরিস্থিতি সম্পর্কে অবগত হন।

সৈয়দা রিজওয়ানা হাসান তার পৈতৃক গ্রাম চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের নরপতি হাবিলিতে উপস্থিত হয়ে বাবা সাবেক মন্ত্রী সৈয়দ মহিবুল হাসানের কবর জিয়ারত করেন। পরবর্তী সময়ে মুড়ারবন্দ সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীনের মাজার জিয়ারত করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেসব এলাকায় বেশি সক্রিয় বৃষ্টিবলয় স্পিড

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ৪ সেপ্টেম্বর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ভিসা ইস্যু করা নিয়ে যে তথ্য জানাল যুক্তরাষ্ট্র

খাগড়াছড়িতে মা ও মেয়েকে গলা কেটে হত্যা

সেরা পাঁচ ক্রিকেটারের নাম প্রকাশ ওয়াসিম আকরামের

প্রাক্তনদের উদ্দেশে যা বললেন ইমন

তিন ম্যাচ নিষিদ্ধের শঙ্কায় মেসিদের কোচ

সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সড়ক অবরোধ

গুম-নির্যাতনের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের সুখরঞ্জন বালির

১০

বিশ্ববাজারে দুগ্ধজাত পণ্যের দাম কমেছে

১১

৪ সমুদ্রবন্দরকে সতর্কসংকেত, বজ্রবৃষ্টির পূর্বাভাস

১২

রেখার সঙ্গে পরকীয়া, প্রেম ভাঙে অক্ষয়-রাভিনার

১৩

বিশ্বের সবচেয়ে ‘দয়ালু বিচারক’ ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন

১৪

রাশিয়ার তেল কেনায় ভারত শাস্তি পেল, চীন পেল না কেন?

১৫

সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সারওয়ার আলম

১৬

টিউমারের ভারে থমকে আছে শিশু মুকাব্বিরের দুরন্তপনা

১৭

১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

১৮

নিখোঁজ স্বেচ্ছাসেবক দল নেতা উদ্ধার

১৯

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত মাহবুবুল আনামের

২০
X