কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০৮:০৮ এএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৯:৫১ এএম
অনলাইন সংস্করণ

আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে ছাড় নেই : আসিফ মাহমুদ

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। পুরোনো ছবি
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। পুরোনো ছবি

সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা নিয়ে কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

তিনি বলেন, আন্দোলনের নামে বন্যার্তদের ত্রাণ আটকে, সচিবালয় ও যমুনা ঘেরাও করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আর ছাড় দেওয়া হবে না।

সোমবার (২৬ আগস্ট) ভোর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্ট আসিফ মাহমুদ এ কড়া বার্তা দেন।

পোস্টে আসিফ মাহমুদ বলেন, ৫০ এর অধিক ছাত্র আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে। ৫ জন গুরুতর আহত তবে শঙ্কার বাইরে। সাংবাদিক আসিফ হিমাদ্রিকেও ছাড়েনি আনসারের পোশাকে থাকা দুষ্কৃতকারীরা। আড়াইটার দিকে আনসার সদস্যদের উদ্দেশে সরাসরি বক্তব্য দেন নাহিদ ভাই। তারপর তাদের প্রতিনিধিদের নিয়ে বসে 'বাধ্যতামূলক ছুটি বাতিলের' দাবিটি তাৎক্ষণিক মেনে নিলে সেখানেই প্রেস ব্রিফিং করে আন্দোলন স্থগিত ঘোষণা করেন আনসার আন্দোলনের সমন্বয়কেরা। আলোচনার সময় আন্দোলনের ভেতরে অনুপ্রবেশকারী এবং উগ্র মানসিকতার কিছু উসকানিদাতা আছে বলে জানিয়েছেন তারা।

আন্দোলন স্থগিত করে সাধারণ আনসারদের মূল অংশটি চলে যায়। সারাদেশেও আন্দোলন স্থগিত করে তারা। তারপরও ৬টা থেকে আরেকটি অংশ সচিবালয়ের গেটগুলো অবরুদ্ধ করে রাখে এবং ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। এর আগেই মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় চলে গিয়েছিলাম আমি। পরে জানতে পারি গণঅভ্যুত্থানের আহতদের চিকিৎসার বিষয়ে কথা বলতে ও আনসারদের আন্দোলনে সৃষ্ট যানজটে ত্রাণবাহী ট্রাক আটকে পড়ার বিষয়ে স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলতে এসে আটকা পরেন সমন্বয়ক সার্জিস ভাই আর হাসনাত ভাই। এছাড়াও সাতজন উপদেষ্টাও আটকে ছিলেন সচিবালয়ে।

আন্দোলনের সাংবিধানিক অধিকারের কথা চিন্তা করে এতদিন সরকার শক্ত অবস্থান নেয়নি। তবে আন্দোলনের নামে বন্যার্তদের ত্রাণ আটকে, সচিবালয়, যমুনা ঘেরাও করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আর ছাড় দেওয়া হবে না।

জাতীয় স্বার্থের আন্দোলন করে আমাদের সহস্রাধিক শহীদ হয়েছেন। জীবন ও রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। এটাকে সুযোগ হিসেবে নিয়ে ব্যক্তি স্বার্থের দাবিতেএসে বিশৃঙ্খলা করে পরাজিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ করে দেওয়া যাবে না। আন্দোলন হবে যৌক্তিক দাবিতে এবং নিয়মতান্ত্রিক ভাবে।

ইতিমধ্যেই প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত, ইন্ধনদাতা সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী সোহাগ হত্যা  / রবিনসহ আরও ৭ আসামি রিমান্ডে

গোপালগঞ্জে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন 

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় বিএনপির বিবৃতি

ইসির ওয়েবসাইটে প্রতীকের তালিকায় দাঁড়িপাল্লা

গোপালগঞ্জ সার্কিট হাউজে এনসিপি কেন্দ্রীয় নেতাদের অবস্থান

রণক্ষেত্র গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি

যদি বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব : সারজিস 

ঘাস ক্ষেতে পড়ে ছিল শিশুর মরদেহ

যুদ্ধ নয়, শান্তি ও দেশ গড়ার আহ্বান জানাতে গোপালগঞ্জ এসেছি : নাহিদ ইসলাম

আবু সাঈদের লাশের পাশে দাঁড়িয়ে শপথ নিয়েছিল ‘বিচার রাজপথেই হবে’

১০

সাভারে কিশোরীকে গণধর্ষণের পর হত্যা, কিশোর গ্রেপ্তার

১১

সারা দেশের মানুষকে গোপালগঞ্জে ডাকলেন সারজিস

১২

গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা

১৩

বাংলাকে স্বৈরাচার মুক্ত করতে বুলেটে জীবন যায় ওয়াসিমের

১৪

নতুন কোচ পেলেন হামজারা

১৫

শিশু সামিয়ার পাশে ঢাকার পুলিশ সুপার

১৬

গোপালগঞ্জে সমাবেশের মঞ্চে এনসিপির কেন্দ্রীয় নেতারা

১৭

জবি ছাত্রী হলের ফি প্রদানের নোটিশ, শিক্ষার্থীদের ক্ষোভ

১৮

আবু সাঈদকে স্মরণ করে জামায়াত আমিরের স্ট্যাটাস

১৯

অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন সূর্যের হাসি নেটওয়ার্কে

২০
X