৪০তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক জাহিদ আল আসাদ।
গত শনিবার (২৯ জুলাই) রাজধানীর নায়েমে অনলাইন ও সরাসরি ভোটগ্রহণের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।
৪০তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি গঠনের জন্য এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে ভোটগ্রহণ করা হয়। এতে মোট ভোটারের সংখ্যা ছিল ৬৫৪। নির্বাচনে ২৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন সাদ্দাম হোসাইন। ৪২৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহিদ আল আসাদ।
প্রথম কমিটি নির্বাচনের জন্য গঠিত আট সদস্যের নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ৪০তম বিসিএস ব্যাচের সায়েম আশরাফ, এনায়েত উল্লাহ শরীফ, আবুল কালাম আজাদ, কামরুল হাসান ইমন, লিটন চন্দ্র সূত্রধর, তানভীর জামান, সৈয়দা জান্নাতুল নাঈম ও মাহাবুবা। এ সময় নায়েমে স্থাপিত নির্বাচন সমন্বয়কক্ষ পরিদর্শন করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতৃবৃন্দ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা।
মন্তব্য করুন