কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

‘রোহিঙ্গা সংকট কক্সবাজারের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলছে’

বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ। ছবি : সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, রোহিঙ্গা সংকট কক্সবাজারের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলছে। এই সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে হবে। পাশাপাশি, কক্সবাজার ডেভেলপমেন্ট অথোরিটিকে পুরো জেলার উন্নয়ন পরিকল্পনায় যুক্ত করতে হবে।

শনিবার (২৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘কক্সবাজার সংলাপ: যুক্তির তীরে সম্ভাবনার আলো’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের আয়োজন করে কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স ফর ডেভেলপমেন্ট (CCAD)। উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, ইতিহাসবিদ আলতাফ পারভেজ, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর যুবাইর এহছানুল হক, সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান প্রফেসর মাহবুবা সুলতানা, সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর কে এম আজম চৌধুরী, স্থপতি এহছান খান এবং স্থানীয় সরকার অধিদপ্তরের প্রকল্প পরিচালক মনজুর সাদিক প্রমুখ।

এএফ হাসান আরিফ বলেন, ‘কক্সবাজারের টেকসই উন্নয়নে স্থানীয় সক্ষমতাকে কাজে লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যটনশিল্পের বিপুল সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগাতে পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। তবে পর্যটন বিকাশের জন্য প্রকৃতি ধ্বংস নয়; বরং স্থানীয় সংস্কৃতি ও পরিবেশ রক্ষা করেই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।’

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ‘কক্সবাজার শুধুমাত্র বাংলাদেশের একটি অঞ্চল নয়; এর গুরুত্ব আন্তর্জাতিক পর্যায়ে প্রসারিত। সমুদ্র অর্থনীতি ও পর্যটনশিল্প কেন্দ্রিক উন্নয়ন কক্সবাজারকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। এই অঞ্চলের ভৌগোলিক, ঐতিহাসিক এবং অর্থনৈতিক গুরুত্ব যথাযথভাবে কাজে লাগাতে হবে।’

অনুষ্ঠানের প্রথম পর্বে কক্সবাজারের টেকসই উন্নয়ন নিয়ে প্রতীকী বিতর্ক অনুষ্ঠিত হয়। ঢাকায় অধ্যয়নরত কক্সবাজারের ছাত্র-ছাত্রীরা দুটি দলে বিভক্ত হয়ে অংশ নেন। দ্বিতীয় পর্বে কক্সবাজারের উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ নির্ধারণ নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই সংলাপে ঢাকাস্থ কক্সবাজারের পেশাজীবী এবং ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে স্থানীয় উন্নয়ন, নিরাপত্তা, ভূ-রাজনীতি এবং দুর্যোগ মোকাবিলার মতো বিষয়গুলো উঠে আসে। আয়োজকরা আশা করেন, এই সংলাপ কক্সবাজারের টেকসই উন্নয়নের সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কক্সবাজার সংলাপের আহ্বায়ক মোহিব্বুল মোক্তাদীর তানিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেরাজ কি রজবের ২৭ তারিখেই হয়েছিল?

ধানের শীষ পবিত্র মার্কা, বদনাম হতে দিব না : শামা ওবায়েদ 

মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর

মেরাজ সফরে যাঁদের সঙ্গে দেখা হয়েছিল নবীজির (সা.)

সায়েন্সল্যাবে ঢাবির বাস ভাঙচুর, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ডাকসু

জাতীয় বেতন কমিশনের কার্যক্রম নিয়ে ঢা‌বি সাদা দলের উদ্বেগ

১২ দিনেও সন্ধান মেলেনি স্কুল থেকে নিখোঁজ শিশুর

রাষ্ট্রপতির কাছে নতুন মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা 

দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

সেই ছবি দেখিয়ে ট্রাম্পকে হত্যার হুমকি

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

১২

উন্নত ফিচার ও শক্তিশালী ব্যাটারিসহ নতুন স্পার্ক গো ৩ উন্মোচন করলো টেকনো

১৩

এসএসসি পরীক্ষা শুরুর তারিখ প্রকাশ

১৪

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন রাশেদ প্রধান

১৫

নগরবাউল জেমসের উদ্দেশ্যে যে প্রশ্নটি করলেন আসিফ আকবর

১৬

নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

১৭

জামায়াত কর্মীকে ছুরিকাঘাতের পর হাতুড়িপেটা

১৮

নাজমুলের যে বক্তব্যে উত্তাল হয়ে ওঠে ক্রীড়াঙ্গন

১৯

রাজনৈতিক দলগুলোতে কালো টাকার প্রভাব বাড়ছে : বদিউল আলম

২০
X