শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

‘রোহিঙ্গা সংকট কক্সবাজারের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলছে’

বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ। ছবি : সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, রোহিঙ্গা সংকট কক্সবাজারের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলছে। এই সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে হবে। পাশাপাশি, কক্সবাজার ডেভেলপমেন্ট অথোরিটিকে পুরো জেলার উন্নয়ন পরিকল্পনায় যুক্ত করতে হবে।

শনিবার (২৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘কক্সবাজার সংলাপ: যুক্তির তীরে সম্ভাবনার আলো’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের আয়োজন করে কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স ফর ডেভেলপমেন্ট (CCAD)। উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, ইতিহাসবিদ আলতাফ পারভেজ, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর যুবাইর এহছানুল হক, সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান প্রফেসর মাহবুবা সুলতানা, সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর কে এম আজম চৌধুরী, স্থপতি এহছান খান এবং স্থানীয় সরকার অধিদপ্তরের প্রকল্প পরিচালক মনজুর সাদিক প্রমুখ।

এএফ হাসান আরিফ বলেন, ‘কক্সবাজারের টেকসই উন্নয়নে স্থানীয় সক্ষমতাকে কাজে লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যটনশিল্পের বিপুল সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগাতে পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। তবে পর্যটন বিকাশের জন্য প্রকৃতি ধ্বংস নয়; বরং স্থানীয় সংস্কৃতি ও পরিবেশ রক্ষা করেই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।’

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ‘কক্সবাজার শুধুমাত্র বাংলাদেশের একটি অঞ্চল নয়; এর গুরুত্ব আন্তর্জাতিক পর্যায়ে প্রসারিত। সমুদ্র অর্থনীতি ও পর্যটনশিল্প কেন্দ্রিক উন্নয়ন কক্সবাজারকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। এই অঞ্চলের ভৌগোলিক, ঐতিহাসিক এবং অর্থনৈতিক গুরুত্ব যথাযথভাবে কাজে লাগাতে হবে।’

অনুষ্ঠানের প্রথম পর্বে কক্সবাজারের টেকসই উন্নয়ন নিয়ে প্রতীকী বিতর্ক অনুষ্ঠিত হয়। ঢাকায় অধ্যয়নরত কক্সবাজারের ছাত্র-ছাত্রীরা দুটি দলে বিভক্ত হয়ে অংশ নেন। দ্বিতীয় পর্বে কক্সবাজারের উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ নির্ধারণ নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই সংলাপে ঢাকাস্থ কক্সবাজারের পেশাজীবী এবং ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে স্থানীয় উন্নয়ন, নিরাপত্তা, ভূ-রাজনীতি এবং দুর্যোগ মোকাবিলার মতো বিষয়গুলো উঠে আসে। আয়োজকরা আশা করেন, এই সংলাপ কক্সবাজারের টেকসই উন্নয়নের সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কক্সবাজার সংলাপের আহ্বায়ক মোহিব্বুল মোক্তাদীর তানিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১০

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১১

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১২

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১৩

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৪

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৫

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১৬

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

১৭

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

১৮

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

১৯

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

২০
X