কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ এএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪ এএম
অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েতের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। ছবি : কালবেলা
গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। ছবি : কালবেলা

বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র অন্তর্বর্তী সরকার প্রকাশ করলেও গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে এ গণজমায়েতের আহ্বান করা হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে সংবাদ সম্মেলন করে এ কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের অংশ হিসেবেই মঙ্গলবার বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে এ গণজমায়েত হবে।

হান্নান মাসউদ বলেন, গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র বন্ধ করতে দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল। ঘোষণাপত্র প্রকাশের বিষয় আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গিয়েছি, তাদের সমর্থন চেয়েছি কিন্তু অনেকেই তা সমর্থন দেয়নি। কিন্তু আমাদের সমর্থন করেছে অন্তর্বর্তী সরকার। তাই জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মতো দেশের সব লোককে মঙ্গলবার শহীদ মিনারে আসতে বলবো। আমরা গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশে সমর্থন দিতে দেশের সব মানুষদের শহীদ মিনারে জমায়েত হওয়ার আহ্বান করছি।

পরে সংবাদ সম্মেলন শেষে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের একাংশ বাংলামোটর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে মিছিল নিয়ে যায়।

এর আগে রাত ১০টার পর গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ কর্মসূচির জরুরি সভায় বসেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। প্রায় রাত ১টা পর্যন্ত চলে বৈঠক।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্যরা।

এদিকে সোমবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে এক জরুরি সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদবিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এ ঘোষণাপত্রটি গৃহীত হবে।

গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে।

তিনি বলেন, আমরা আশা করছি- সবার অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, এর আগে গত রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলন করে জানায়, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করা হবে। সংগঠনের নেতারা ঘোষণাপত্রে দুটি মৌলিক বিষয়ের উল্লেখ করেছেন। তাতে ১৯৭২ সালের সংবিধানকে ‘মুজিববাদী সংবিধান’ হিসেবে আখ্যায়িত করে এর ‘কবর’ রচনা করা এবং ‘নাৎসিবাদী আওয়ামী লীগকে’ বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথা বলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, রোববার থেকে কার্যকর

বিএনপির পক্ষে কাজ করার ঘোষণা গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর

পদত্যাগপত্র জমা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

যে দিনটিকে অবিস্মরণীয় বললেন তারেক রহমান

জাকির মৃত্যুতে স্তব্ধ ক্রিকেটাঙ্গন

রানার হ্যাটট্রিকও থামাতে পারল না সিলেটকে, শেষ বলে রুদ্ধশ্বাস জয়

এক উপজেলা বিএনপির সব কমিটির কার্যক্রম স্থগিত

ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি মুজিব, সম্পাদক নোমান

শ্বশুরবাড়িতে ‘প্রাণিপ্রেমী তারেক রহমান’

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১০

চেরকির ঝলকে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে শীর্ষে ম্যান সিটি

১১

‘উৎসবমুখর নির্বাচনে অবৈধ অস্ত্র উদ্ধার ও পেশি শক্তির নিয়ন্ত্রণ জরুরি’

১২

ফিলিস্তিনের পশ্চিম তীরে কারফিউ জারি

১৩

জামায়াতের সঙ্গে এনসিপির জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন সামান্তা শারমিন

১৪

ইসরায়েলের ওপর ক্ষেপল সোমালিয়া, সব ধরনের ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

১৫

জনতা গ্রুপ-কুয়েত প্রেস ক্লাবের শুভেচ্ছা বিনিময় সভা

১৬

লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির প্রার্থী আবুল খায়েরকে নিয়ে ‘নির্বাচনী ভাবনা’ 

১৭

২ ভাইকে কুপিয়ে হত্যা

১৮

ফান্ডের টাকা ফেরত দেওয়া নিয়ে তাসনিম জারার বক্তব্য

১৯

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩০ নেতার চিঠি 

২০
X