দেশের উত্তরাঞ্চলে অবস্থিত সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক শাটল বাস সার্ভিস চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (১ মে) থেকে দুইটি সুপরিসর বাস দিয়ে এই সার্ভিস শুরু হচ্ছে।
বিমান কর্মকর্তারা জানিয়েছেন, বিমানের যাত্রীরা বাস দুটি দিয়ে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুর রুটে বহির্গামী ও আগমনী ফ্লাইটের ক্ষেত্রে যাতায়াত করতে পারবেন। বিমানের যাত্রীদের জন্য চালু হওয়া এই শাটল বাস সার্ভিস সম্পূর্ণ ফ্রি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বুসরা ইসলাম জানিয়েছেন, শাটল বাস দুটিতে আরামদায়ক আসন ব্যবস্থা ও সুপরিসর লাগেজ কম্পার্টমেন্ট রয়েছে। এছাড়াও যাত্রীরা এতে ভ্রমণের সময় ফ্রি ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
মন্তব্য করুন