স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মন গলানোর ‘শেষ চেষ্টা’ হিসেবে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা নিরসনে শেষ মুহূর্তের মিশনে ঢাকায় আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। আগামী শনিবার রাতে প্রতিনিধিরা ঢাকায় পৌঁছাবেন এবং রোববার মিরপুরের শের–ই–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

আইসিসি সূত্রে জানা গেছে, এই সফর শুধু আলোচনার জন্য নয়—বরং বাংলাদেশকে বোঝানো যে তারা বৈশ্বিক ক্রিকেট পরিবারে বিচ্ছিন্ন নয়। একই সঙ্গে বিসিবিকে তাদের অবস্থান নমনীয় করতে রাজি করানোর একটি শেষ চেষ্টা হিসেবেও দেখা হচ্ছে এই উদ্যোগকে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার দাবি তুলেছে বিসিবি। তাদের মূল উদ্বেগ দুটি:

  • খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কা, এবং
  • মুস্তাফিজুর রহমান ইস্যু।

আইসিসির নিরাপত্তা মূল্যায়নে ভারতে ঝুঁকির মাত্রা ‘মাঝারি থেকে নিম্ন’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা বৈশ্বিক ক্রীড়ায় অস্বাভাবিক নয়। বরং একই প্রতিবেদনে বাংলাদেশের ভেতরের নিরাপত্তা ঝুঁকি ‘মাঝারি থেকে উচ্চ’ বলে উল্লেখ আছে বলে জানা গেছে।

তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম একটি কাল্পনিক সাম্প্রদায়িক সহিংসতার পরিস্থিতির উল্লেখ করা অংশ নিয়ে আপত্তি তুলেছেন এবং এটিকে বাস্তবসম্মত নয় বলে দাবি করেছেন। তিনি মুস্তাফিজুর রহমানের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়টিও সামনে এনেছেন, পাশাপাশি বিজেপি ও শিবসেনার কিছু নেতার বক্তব্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

আইসিসির যুক্তি হলো, কেবল সম্ভাব্য বা অনুমাননির্ভর ঝুঁকির ভিত্তিতে কোনো দল বিশ্বকাপ থেকে সরে যেতে পারে না। তারা উদাহরণ দিয়ে বলেছে, প্যারিসে ফিলিস্তিনপন্থি সমাবেশ হলেই ফ্রান্সকে অনিরাপদ বলা যায় না।

এছাড়া সূচি বদলালে ভবিষ্যতের বৈশ্বিক টুর্নামেন্টে ‘খারাপ নজির’ তৈরি হবে বলেও মনে করছে আইসিসি ও বিসিসিআই। উল্লেখযোগ্যভাবে, ২৫ নভেম্বর সূচি প্রকাশের পর প্রায় তিন সপ্তাহ বিসিবি কোনো আপত্তি জানায়নি।

ভিডিও কলে আইসিসির পক্ষে ছিলেন প্রধান নির্বাহী, প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও প্রধান আইন কর্মকর্তা। অন্যদিকে বিসিবির পক্ষে ছিলেন সভাপতি আমিনুল ইসলামসহ সহ–সভাপতি, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী।

এবার সরাসরি ঢাকায় এসে আলোচনা করবেন আইসিসির প্রতিনিধিরা। বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরাও উপস্থিত থাকতে পারেন বলে ইঙ্গিত মিলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ড যেতে চান আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেম, মেলেনি অনুমতি

ফাঁকা রাখা ৩ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির

ঘুম ভাঙতেই তরুণী দেখলেন বুকের ওপর অজগর

ঢাকার-১৩ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৫ প্রার্থী

সুখবর পেলেন বিএনপির আরেক নেতা

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন ডেনমার্কের

শান্তির তোয়াক্কা করি না, নোবেল না পেয়ে ট্রাম্পের ক্ষোভ

পাগলিটারে উদ্ধার কইরা ভাত খাইতে দিছি: জোভান

স্বর্ণের দামে নতুন রেকর্ড, বিক্রি হচ্ছে কততে

মেট্রো স্টেশনে প্রকাশ্যে প্রস্রাব, ভিডিও ভাইরালের পর যা ঘটল

১০

সবার আশা পূরণ করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে : রবিন

১১

জামায়াত প্রার্থীকে শোকজ

১২

গণভোটে ‘হ্যাঁ’ বললেই বদলে যাবে দেশের ইতিহাস : ধর্ম উপদেষ্টা

১৩

হাদি হত্যার অধিকতর প্রতিবেদন দাখিল পেছালো আরও ৫ দিন

১৪

রায়পুরাকে ভেঙে আরও একটি নতুন থানার অনুমোদন

১৫

যাদের ৩ ভোটও নেই, তারা হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেব না : মির্জা ফখরুল  

১৬

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

১৭

রোজার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

১৮

আমির হামজার বিরুদ্ধে মামলা

১৯

রাশিয়ায় রেকর্ডভাঙা তুষারপাত, বরফে ঢেকে গেছে শহর

২০
X