

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের এক বক্তব্যে রীতিমতো ঝড় তুলে দেশের ক্রিকেটাঙ্গন। যে কারণে বৃহস্পতিবার দিনের দুটি ম্যাচই বন্ধ ছিল। তবে শুক্রবার থেকে আবারও শুরু হয় বিপিএলের ঢাকা পর্ব।
তবে ক্রিকেটারদের নিয়ে নাজমুল ইসলামের করা বিরুপ মন্তব্যের অগ্রগতি কী? আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিপিএলের ম্যাচ পরিদর্শনে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এসে সেই বিষয়ে কথা বলেছেন বিসিবি পরিচালক এবং বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।
বৃহস্পতিবার রাতে খেলোয়াড়দের সঙ্গে সভা করে তাদেরকে মাঠে ফেরানোর জন্য রাজি করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই সভা শেষেই সংবাদ সম্মেলনে কারণ দর্শানো নোটিশ নিয়ে নাজমুলের প্রতিক্রিয়ার কথা জিজ্ঞেস করা হলে মিঠু জানান, নাজমুলের ঠিকানা তারা জানেন না, তাই নোটিশটা পাঠানো যাচ্ছে না। তবে আজ মিঠু জানিয়েছেন, নাজমুলের সঙ্গে তার যোগাযোগ হয়েছে, উত্তরের জন্য অপেক্ষা করছেন তারা।
মিঠু এসময় আরও বলেন, ‘তার ফোন বাজছে, তিনি হয়তো আমাদের ফোন নেন (ধরেন) না। আমি যোগাযোগ করেছি, তার সঙ্গে কথা বলেছি। এখন যে পরিস্থিতি হয়েছে সেটা নিয়ে কথা বলেছি। হাই-হ্যালো করেছি, এই ব্যাপারটা নিয়ে কথা বলিনি। কালকেই তো বলে দিয়েছি এই আমরা কী করছি। আগামীকাল ১১টা পর্যন্ত তার উত্তর দেওয়ার সময় আছে। আমরা তার উত্তরের অপেক্ষা করছি।’
যদি বেঁধে দেয়া সময়ের মধ্যে নাজমুল ইসলাম জবাব না দেন তাহলে কী করবে বিসিবি? এমন প্রশ্নের জবাবে মিঠু বলেন, ‘আমাদের ডিসিপ্লিন কমিটির চেয়ারম্যানের কাছে জমা দেওয়ার কথা (কারণ দর্শানোর নোটিশ)। তিনি পরবর্তী ধাপটা দেখবেন। খেলোয়াড়দের সঙ্গে আমাদের কথা হয়েছে, প্রক্রিয়া চলতে থাকবে।’
নাজমুল ইসলামের মন্তব্য প্রসঙ্গে মিঠু বলেন, ‘একেকজনের ব্যক্তিগত ব্যাপার। আমি হলে হয়তো এই মন্তব্যই করতাম না। আমার কাছে তার এটা মোকাবিলা করা উচিত। তার আসা উচিত এবং এটা (বক্তব্য) পরিষ্কার করা উচিত। এই বক্তব্যের কারণে আমাদের কতটা ক্ষতি হয়েছে চিন্তা করেন, একটা দিন খেলা হয়নি। আরেকটা দিন খেলা না হলে বিপিএল হওয়ার সময়ই ছিল না। দর্শকদের কষ্ট হয়েছে, সবাই-ই একটা সমস্যায় পড়ে গিয়েছিলাম।’
মন্তব্য করুন