সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১০:৪০ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া ছাড়া দেশের গণতন্ত্রের ইতিহাস পরিপূর্ণ হবে না : বাসুদেব ধর

নাগরিক শোকসভায় বক্তব্য দেন বাসুদেব ধর। ছবি : কালবেলা
নাগরিক শোকসভায় বক্তব্য দেন বাসুদেব ধর। ছবি : কালবেলা

বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস পরিপূর্ণ হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর। তিনি বলেন, ইতিহাসে খালেদা জিয়া আজ এক মৃত্যুঞ্জয়ীর নাম।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দর্শক সারিতে উপস্থিত ছিলেন।

বাসুদেব ধর বলেন, প্রয়াত এই রাজনীতিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং আগামী দিনের রাষ্ট্রনায়কসহ তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই শোক শুধু ব্যক্তির নয়, গোটা জাতির এবং ইতোমধ্যেই আমরা তা লক্ষ্য করেছি। বিশ্বের ইতিহাসে আমরা যদি গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস দেখি বা আগামী দিনে দেখব- তাতে বাংলাদেশ অধ্যায় বেগম খালেদা জিয়া ছাড়া সম্পন্ন হবে না। এটা ইতিহাস প্রমাণ করেছে।

তিনি বলেন, আমরা গণতান্ত্রিক সংগ্রামে, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম জিয়াকে রাজপথে দেখেছি এবং সে রাজপথে আমরাও ছিলাম। সমঅধিকারের দাবি নিয়ে আমরা সোচ্চার ছিলাম, সেখানে তার সহানুভূতি পেয়েছি। বিএনপির পক্ষ থেকে তিনি বারবার আমাদের পাশে দাঁড়িয়েছেন। যেখানেই অধিকার খর্ব হয়েছে, সেখানেই আমরা তার সরব উপস্থিতি লক্ষ করেছি।

তিনি আরও বলেন, যে কোনো মৃত্যুই বেদনাদায়ক, তবে যে মৃত্যু মানুষকে মৃত্যুঞ্জয়ী এবং আরও প্রতিবাদী হওয়ার প্রেরণা জোগায়, তারা ইতিহাসে স্থান করে নেন। বেগম খালেদা জিয়া এ রকম একটি নাম।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বলেন, এই নাগরিক শোকসভায় হয়তো বিভিন্ন মতের লোক রয়েছেন। আজকে আমরা এক নতুন পরিস্থিতিতে শুধু একটি কথাই আপনাদের কাছে নিবেদন করতে চাই- এবারের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামটা যেন আমরা হাতছাড়া না করি এবং এটাই হবে বেগম জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন ও শ্রদ্ধা নিবেদন। বাংলাদেশের একটি নাগরিকও যাতে ধর্ম বা অন্য কোনো কারণে নিগৃত না হয়, এই নতুন গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে যদি তা নিশ্চিত হয়- আমি মনে করি, সেটাই হবে মরহুমার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন।

বাসুদেব ধর বলেন, আমি মনে করি, আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বার্তা ছড়িয়ে পড়বে যে, আগামী দিনে আমরা এক নতুন ইতিহাস গড়ব। সেই প্রতিশ্রুতি নিয়ে আমরা হয়তো বিভিন্নভাবে কাজ করছি। কিন্তু এই প্রতিশ্রুতিটা চাই যে, এই গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে আমরা যেন অতীতের সমস্ত কালিমা মুছে সব নাগরিকের অধিকার এবং বৈষম্যের দেয়ালটা ভেঙে ফেলতে পারি, অধিকার প্রতিষ্ঠা করতে পারি। তবেই হবে এই রাজনীতিবিদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন।

তিনি বলেন, আগামী দিনে নির্বাচন আছে, রাজনীতি আছে। সব ক্ষেত্রে সব মানুষের অধিকার যেন নিশ্চিত হয়- সেটা রাজনীতি হোক, সংবিধান হোক এবং সমাজের বিভিন্ন স্তরে যেন কোনো বৈষম্য না থাকে- সেটা সুনিশ্চিত করতে হবে। কারণ, বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আজকে একটা অবস্থানে এসেছি। কিন্তু আমরা সেটা বাস্তবক্ষেত্রে দেখতে চাই, বৈষম্য থেকে মুক্তি চাই। যে মৃত্যুঞ্জয়ী স্বপ্ন খালেদা জিয়া আমাদের দেখিয়েছেন- সেটা সার্থক হোক, সফল হোক। আমরা যেন প্রত্যেকেই এক একজন খালেদা জিয়া হতে পারি, এই শোকসভায় আমি সে কামনাই করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ

২১ জানুয়ারির মধ্যেই ঠিক হবে বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য

এশিয়ান টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র পুনর্গঠনে সেনাবাহিনীর ভূমিকা অপরিসীম

নাহিদ ইসলাম ও নাসীরউদ্দীন পাটোয়ারীর শোকজের জবাব দিল এনসিপি

তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত চট্টগ্রাম : নোমান

৩৭ বছর পর নিউজিল্যান্ডের ‘ভারত’ জয়

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত

১৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করল ডিএনসিসি

রাউজান-রাঙ্গুনিয়ার অগ্নিকাণ্ড ষড়যন্ত্র উন্মোচনে পুরস্কৃত পুলিশ কর্মকর্তারা

১০

বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে : ডা. শাহাদাত

১১

নির্বাচনে দলীয় প্রার্থীদের ৭ দফা নির্দেশনা বিএনপির

১২

ভোটকেন্দ্রে যাওয়াই গণতন্ত্র রক্ষার একমাত্র পথ : ইশরাক হোসেন

১৩

পুরস্কার ভাগাভাগি নিয়ে মাচাদোকে নোবেল ফাউন্ডেশনের বার্তা

১৪

নারী ক্ষমতায়িত হলে জাতির ভবিষ্যৎ বদলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : জাইমা রহমান

১৫

জম্মু কাশ্মীরে গোলাগুলি, ভারতের ৭ সেনা আহত

১৬

নাসীরুদ্দীন পাটোয়ারীকে শোকজ, ইসির কড়া বার্তা

১৭

বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে কঠিন সিদ্ধান্ত জানাল পাকিস্তান

১৮

মধ্যপ্রাচ্যের এক ঘাঁটি থেকে সম্পূর্ণরূপে মার্কিন সেনা প্রত্যাহার

১৯

যুগ্ম সচিব আবদুল্লাহ আল ফারুকের মৃত্যুতে শেকড় পাবনা ফাউন্ডেশনের শোক

২০
X