কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৫, ১০:২৬ পিএম
আপডেট : ১১ মে ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

‘সরকারে থাকা যেন এখন দু’ধারী তলোয়ারের ওপর দাঁড়িয়ে থাকা’

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পুরোনো ছবি
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পুরোনো ছবি

সরকারে থাকা যেন এখন দু’ধারী তলোয়ারের ওপর দাঁড়িয়ে থাকা- বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১১ মে) রাতে ফেসবুকে করা এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

পোস্টে আসিফ মাহমুদ লিখেন, সরকারে থাকা যেন এখন দু’ধারী তলোয়ারের ওপর দাঁড়িয়ে থাকা। সরকার কোনো ভুল করলে, সেটা আমাদের এখতিয়ারের মধ্যে না পড়লেও জনতার কাঠগড়ায় আমাদেরই দাঁড় করানো হয়। আবার ছাত্র-জনতা মাঠে নামলে রাষ্ট্রীয় ক্ষমতার ভরকেন্দ্রগুলো আমাদের সন্দেহের চোখে দেখে, টার্গেট করে। স্টাবলিশমেন্ট মনে করে—এই কাজ আমরা করছি। তাছাড়া, ক্ষমতার বিভিন্ন ভরকেন্দ্রের সঙ্গে ‘জুলাই’ প্রশ্নে আপস না করায় আমরা তাদের চক্ষুশূল হয়ে উঠেছি—এটাও একপ্রকার বোনাস!

তিনি আরও লিখেন, স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন। এর চেয়ে কঠিন সত্য আর নেই। লড়াই যেন থামছেই না। রাজপথের লড়াইটা সামষ্টিক; জুলাইয়ের যোদ্ধাদের মিলনস্থলে পরিণত হওয়ায় একধরনের ভালো লাগার জায়গাও তৈরি হয়। মাঝে মাঝে মনে হয়, সব ছেড়ে রাজপথে নেমে যাই। সেটাই আমার জায়গা—যা করতে আমি অভ্যস্ত এবং যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করি। তবুও ছেড়ে দেওয়ার চিন্তা মাথায় এলেও থেকে যেতে হয় গণঅভ্যুত্থানের পাহারাদার হয়ে। জুলাইয়ের ছাত্র-জনতার আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য। আমাদের এই লড়াইটা হয়তো দেখা যায় না, শোনা যায় না।

উপদেষ্টা লিখেন, রাষ্ট্র একটি বিশাল এবং জটিল পরিসর। এখানে কিছু বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। তবে স্বস্তির বিষয় হলো—এই উপদেষ্টা পরিষদ, অনেক বাধা এলেও, দিনশেষে ছাত্র-জনতার পক্ষে অবস্থান নিচ্ছে, জনরায়ের বাস্তবায়নে সচেষ্ট হচ্ছে। যতদিন এটা পারবে, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকবে, গণঅভ্যুত্থানের কণ্ঠস্বরকে যথাযথ গুরুত্ব দেবে—ততদিনই আমি আছি। যদি শহীদদের পক্ষ ছেড়ে দিই, তবে আমার এখানে আর কাজ নেই।

আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রক্রিয়ায় জুলাই জনতার আরেকটি বিজয়। স্টাবলিশমেন্টে যারা এখনো আওয়ামী-সিমপ্যাথাইজার—তারা সতর্ক হোন। সামান্য অসতর্কতা আপনাদের পতনের কারণ হয়ে দাঁড়াতে পারে। জুলাইকে মেনে না নিয়ে এই দেশে শান্তিতে থাকার কোনো সুযোগ নেই।

তিনি বিশেষভাবে লিখেন- সোশ্যাল মিডিয়ায় কিছু ফটোকার্ড দেখলাম, যেখানে দাবি করা হয়েছে—মাহফুজ ভাই আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এমন মিথ্যাচার বন্ধ করুন। কারো সঙ্গে চিন্তার পার্থক্য থাকতেই পারে, কিন্তু সেটাকে নোংরা মিথ্যাচারের মাধ্যমে উপস্থাপন করা অনুচিত। মাহফুজ ভাই শুরু থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে ছিলেন এবং এটি বাস্তবায়নের সর্বোৎকৃষ্ট পন্থা কী হতে পারে—তা নিয়ে যুক্তিপূর্ণ আলোচনা করেছেন। (ডিটেইলে গেলে গোপনীয়তার শপথ ভঙ্গ হবে, তাই এখানেই থামছি।)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিমসহ বিসিবির নির্বাচন থেকে আরও সরে দাঁড়ালেন যারা

মো. বিল্লাল হোসেনের প্রথম গ্রন্থ ‘শৈশবের দুঃস্বপ্ন’ প্রকাশিত

ভিন্নরূপে ঐশ্বরিয়া

এই ৩ ফলের রসে স্বাভাবিকভাবে বাড়বে সন্তানের উচ্চতা

হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার আনোয়ারুজ্জামান আনোয়ারের

বরিশালের স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান বৌদ্ধ সম্প্রদায়ের

ডাকযোগে আবেদন করুন মেট্রোরেলে

ইলিশ চুরির অভিযোগে হাত-পা বেঁধে ২ শিশুকে নির্যাতন

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বিএনপি : আমিনুল হক

১০

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

১১

শক্তিশালী বৃষ্টিবলয়ের প্রভাব কয়দিন থাকবে, জানা গেল

১২

সরকারি চাকরিজীবীরা কবে থেকে পে-স্কেল পাবেন, জানালেন অর্থ উপদেষ্টা

১৩

দুর্গম পাহাড়ে বন্দি নারী-শিশুসহ ৮ জনকে উদ্ধার

১৪

জানালা খুলে ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

১৫

১৫ বছর ধরে আলাদা থাকছেন গোবিন্দ-সুনীতা

১৬

বাজেট পাসে ব্যর্থ সিনেট / যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

১৭

ঢাকাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির শঙ্কা

১৮

খাগড়াছড়ির সেই কিশোরীর ‘ধর্ষণের আলামত পাননি’ চিকিৎসক

১৯

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

২০
X