নির্বাচন ও সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই উল্লেখ করে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, নির্বাচন ও সংস্কারের মধ্যে কল্পিত বিরোধ তৈরি করা হচ্ছে।
সোমবার (২৬ মে) বিকেলে জাতীয় সংসদ ভবনের এলইডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্কার আগে না নির্বাচন আগে এক সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, নির্বাচনের প্রক্রিয়া চলুক এবং জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া দীর্ঘ মেয়াদী করার চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতে যাতে রাজনৈতিক কাঠামোটা এমনভাবে হয় যার মধ্যে স্বৈরাচারী ব্যবস্থা পুনরায় উত্থিত হতে না পারে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, সৈয়দ ইফতেখারুজ্জামান, মনির হায়দার প্রমুখ।
মন্তব্য করুন