আজ বুধবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের একমাত্র প্রয়াত পুত্র সায়াম উর রহমান সায়ামের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সায়াম মেমোরিয়াল ফাউন্ডেশন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহ্ফিলের আয়োজন করে।
এদিন রাজধানীর বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও দোয়া মাহফিল এবং বাদ আসর মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শ্যামলী সূচনা কমিউনিটি সেন্টার মিলনায়তনে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব, মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন। এ মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মরহুম সায়াম ২০১১ সালের ৬ সেপ্টেম্বর কক্সবাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তিনি পিতা, মাতা, স্ত্রী, বোন ও একমাত্র কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মন্তব্য করুন