বগুড়া ব্যুরো ও গাবতলী প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

মামলার সাক্ষী এনজিও কর্মীকে কুপিয়ে হত্যা

আবু বক্কর সিদ্দিক। ছবি : সংগৃহীত
আবু বক্কর সিদ্দিক। ছবি : সংগৃহীত

বগুড়ার গাবতলীতে জমি ও বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে মামলার এক সাক্ষীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নারীসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করেছে।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর সিদ্দিক (৫৬) স্থানীয় একটি এনজিওতে কর্মরত ছিলেন।

আটকরা হলেন- মুন্টু প্রামাণিক (৪০), মাজেদা বেগম (৩০), মামুন মিয়া (২২) ও মনোয়ারা রুবি (৩৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাতহলিদা গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে আতাউর রহমানের সঙ্গে একই গ্রামের মৃত বুলু প্রামাণিকের ছেলে মন্টু, বাবুল ও মামুনের দীর্ঘদিন ধরে জমি ও বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। দেড় বছর আগে এ বিরোধের জেরে সংঘর্ষে এরশাদ নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। এ ঘটনায় এরশাদের ভাই আতাউর রহমান বাদী হয়ে গাবতলী মডেল থানায় একটি মামলা করেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন। ওই মামলার প্রধান সাক্ষী ছিলেন আবু বক্কর সিদ্দিক।

স্থানীয়দের ভাষ্য, মামলার সাক্ষ্য না দিতে আসামিরা আবু বক্কর সিদ্দিককে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন মাগরিবের নামাজের পর প্রতিপক্ষরা আতাউর রহমানের বসতবাড়িতে হামলা চালায়। এ খবর পেয়ে স্থানীয় বুরুজ বাজার থেকে আবু বক্কর সিদ্দিক ও আতাউর রহমান মোটরসাইকেলে বাড়ির দিকে রওনা হন। বাড়ির পৌঁছানোর পর উভয় পক্ষের ভিতরে কথা কাটাকাটি ও মারধরের এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আবু বক্কর সিদ্দিকের মাথায় আঘাত করা হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। আতাউর রহমানসহ আরও চারজন আহত হন।

আহতদের উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবু বক্কর সিদ্দিককে মৃত ঘোষণা করেন। আহত চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টহল জোরদার করেছে।

এ বিষয়ে গাবতলী মডেল থানার ওসি আনিছুর রহমান আনিস বলেন, জমি ও বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে পূর্বের মামলার এক সাক্ষীকে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে পিছিয়ে গেল তারেক রহমানের রাজশাহী সফর

সঞ্চয়পত্র কেনায় সীমা তুলে দেওয়ার কথা ভাবছে সরকার : অর্থসচিব

প্রধান উপদেষ্টা / গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রে পরিণত হবে নীলফামারীর বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল

‘ঘাড়ের ওপর ছিল ছুরি, দিনে কয়েকবার ধর্ষণ’; নেটফ্লিক্সে এলিজাবেথেরর সেই ৯ মাসের গল্প

দেশ ছাড়েননি বুলবুল, তিনি এখন মিরপুরে

লন্ডনের বাড়িতে বিরাট-অনুষ্কার পূজা

পাঁচ মনোনয়ন গ্রহণ ও ৯ প্রার্থীকে প্রতীক দিল ইসি

ফোনের কভার ব্যাবহারের আগে জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

একটি মানবিক প্রতিবেদন বদলে দিল নূরজাহানের জীবন

জানুয়ারির ২৪ দিনে যে ৭ ব্যাংকে আসেনি রেমিট্যান্স

১০

কিংবদন্তির ছেলের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

১১

বিশ্বকাপে যাওয়ার পরিকল্পনা নিয়ে খেলোয়াড়দের যা জানাল পিসিবি

১২

দাঁড়িপাল্লায় ভোট দিলে সতিনের ঘর হবে: ফরহাদ আজাদ

১৩

মার্ক টালির মৃত্যুতে তারেক রহমানের শোক

১৪

কোলন ক্যানসার নিয়ন্ত্রণের ৫ উপায়

১৫

পরপুরুষের পাশে দাঁড়াতেও আপত্তি! ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

১৬

আইসিসি বৈঠকে উত্তপ্ত বুলবুল, তীব্র টানাপোড়েনের তথ্য ফাঁস

১৭

তারেক রহমানের ‘ইউথ পলিসি টকে’ আমন্ত্রণ পাননি চাকসু এজিএস

১৮

‘তুর্কি নায়িকার মতো লাগছে’—অপুর নতুন লুকে মুগ্ধ ভক্তরা

১৯

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

২০
X