

আপিল শুনানির ৪র্থ দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের আরও ৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত চতুর্থ দিনের আপিল শুনানি শেষে কালবেলাকে এ তথ্য জানিয়েছেন মজলিসের প্রচার সম্পাদক হাসান জুনাইদ।
তিনি জানান, আপিলের চতুর্থ দিনের শুনানিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আরও তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, সিরাজগঞ্জ -৩ আসনে মাওলানা আব্দুর রউফ, ফেনী-১ আসনে মাওলানা নাজমুল আলম এবং হবিগঞ্জ-২ আসনে মাওলানা নোমান আহমদ সাদিক।
এর আগে, গত তিন দিনের আপিল শুনানিতে দলটির আরও আট প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ নিয়ে শুনানিতে মজলিসের মোট এগারো জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো।
উল্লেখ্য, বাংলাদেশ খেলাফত মজলিসের মোট ২২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এর মধ্যে ১৭ জন প্রার্থী আপিল করেছেন।
মন্তব্য করুন