কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কি না জানালেন প্রেস সচিব

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। পুরোনো ছবি
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। পুরোনো ছবি

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে কয়েকটি গণমাধ্যমে খবর প্রচারিত হয়েছে। এ বিষয়টি স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি স্পষ্ট করেন তিনি।

শফিকুল আলম জানান, রোম সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন বলে কিছু পত্রিকা জানিয়েছে। তবে আমি স্পষ্ট করে বলতে চাই—এই সফরসংক্রান্ত বিষয়ে বাসস বা অন্য কোনো সংবাদমাধ্যম আমার সঙ্গে কথা বলেনি।

তিনি লেখেন, বুধবার এক ব্রিফিংয়ে এবং পরে দুটি টেলিভিশন চ্যানেলে জানিয়েছি যে, প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড ফোরামের সভায় যোগ দিতে রোম যাচ্ছেন। সফরকালে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। কিন্তু কোথাও আমি বলিনি যে, ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। বাস্তবে এমন কোনো বৈঠক নির্ধারিতও ছিল না।

এদিকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। রোববার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে দেশটিতে পৌঁছান বলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রোমে পৌঁছেছেন। রোমের ফিয়ামিসিনো বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানালেন ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রোকেবুল হক।

এর আগে ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতালির রাজধানী রোমের উদ্দেশে ঢাকা ছাড়েন। রোববার (১২ অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। এ ছাড়া তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন, টেকসই উন্নয়নসহ বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

ওয়ার্ল্ড ফুড ফোরাম মূলত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত একটি প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বব্যাপী নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা মিলিত হয়ে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। এবারের ইভেন্ট রোমে এফএওর সদর দপ্তরে ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার এ সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।

উল্লেখ্য, আগামী ১৫ অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে ‌‘কারাগার ঘোষণা’

ঢাকা বিভাগে রাখার দাবিতে যমুনা সেতু মহাসড়ক অবরোধ

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

মাত্র ১৪ বছরে সহঅধিনায়কের দায়িত্ব পেলেন বৈভব

যারা শিবিরের বিরোধিতা করেছিল, তারা আজ ইতিহাস : জাহিদুল ইসলাম

পিআর পদ্ধতিতে ভোটে জনগণের ক্ষমতা খর্ব হবে : ফখরুল

তিনজনে এক নারী স্বামীর দ্বারা যৌন নির্যাতনের শিকার : বিবিএস

ভারতের অধিনায়ক শান মাসুদ, হঠাৎ এমনটা কেন বললেন ধারাভাষ্যকার

গুঁড়া দুধ দিয়ে সহজ রসগোল্লা

টয়লেট সিটের চেয়েও বেশি জীবাণু রয়েছে বাড়ির যে ৫ জিনিসে

১০

মা ও প্রেমিকাকে হারিয়ে নিজেকে শেষ করলেন ইসরায়েলি যুবক

১১

বাসচালকের সিটে লুকানো ছিল ৩০ লাখ টাকার মাদক

১২

হজে ব্যয় না হওয়া টাকা এজেন্সিগুলোকে ফেরত দেওয়া হবে : ধর্ম উপদেষ্টা

১৩

হেফাজতে ইসলামের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

অরিজিতের কাছে ভুল স্বীকার করলেন সালমান

১৫

শরীয়তপুরে কীর্তিনাশা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবি

১৬

জাগপার নতুন কর্মসূচি ঘোষণা

১৭

আরও ১৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি

১৮

কপ৩০ সম্মেলনে আলোচনায় কী থাকছে

১৯

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর

২০
X