কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ১০:১৮ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

শাহজালালের তৃতীয় টার্মিনালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করতে অনুষ্ঠানস্থলে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছেবি : সংগৃহীত 
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করতে অনুষ্ঠানস্থলে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছেবি : সংগৃহীত 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দৃষ্টিনন্দন তৃতীয় টার্মিনাল উদ্বোধন করতে অনুষ্ঠানস্থলে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৭ অক্টোবর) সকাল সোয়া ১০টায় উপস্থিত হন প্রধানমন্ত্রী।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিমান) সূত্র জানিয়েছে, আনুষ্ঠানিক উদ্বোধনের পর আজই এ টার্মিনাল ব্যবহার করে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের একটি ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে। এই ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পালন করবে বিমান নিজেই।

এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, আকাশপথে যাত্রী আর এয়ারলাইন্সের চাহিদা থাকার পরও স্বল্পপরিসরের টার্মিনালের কারণে কাঙ্ক্ষিত সেবা মিলছিল না শাহজালালে। তবে এই তৃতীয় টার্মিনাল আকাশযাত্রার অভিজ্ঞতাই বদলে দেবে। আজকের সফট ওপেনিংয়ের মধ্য দিয়ে সেই দুয়ার খুলল। এখন ফাংশনাল কার্যক্রম শেষে ধীরে ধীরে উন্মুক্ত হবে যাত্রীদের জন্য। আপাতত স্বল্পপরিসরে সেবা মিললেও আগামী বছর শেষ নাগাদ যাত্রীদের জন্য এটি শতভাগ উন্মুক্ত হবে বলে আশা করছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জানিয়েছেন, সফট ওপেনিংয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের আগেই এটা করা সম্ভব হচ্ছে। এই টার্মিনালে অত্যাধুনিক সব প্রযুক্তি স্থাপন করা হচ্ছে। বিশ্বের অত্যাধুনিক বিমানবন্দরগুলোতে যেসব সুবিধা থাকে, তার সবকিছুই মিলবে শাহজালালের তৃতীয় টার্মিনালে। বেবিচক কর্মকর্তারা বলছেন, তৃতীয় টার্মিনালের ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার অ্যাপ্রোন এলাকায় একসঙ্গে রাখা যাবে ৩৭টি উড়োজাহাজ। লাগেজ পেতে অপেক্ষার প্রহরও কমে আসবে এ টার্মিনালে। স্থাপন করা হয়েছে স্বাভাবিক ওজনের ব্যাগেজের জন্য অত্যাধুনিক ১৬টি ব্যাগেজ বেল্ট, অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য আলাদা চারটি বেল্ট। প্রথমবারের মতো সংযুক্ত করা হয়েছে ৩টি ব্যাগেজ স্টোরেজ।

নতুন এ টার্মিনাল দিয়ে বিমান ওঠা-নামার প্রস্তুতির বিষয়ে বিমানের কর্মকর্তারা জানান, গত বুধবার থেকে তৃতীয় টার্মিনাল ব্যবহার করে বিমানের পরীক্ষামূলক মহড়া শুরু হয়। এর মধ্যে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় বিজি ৩৭১ ফ্লাইটটি কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছেড়ে যায়। তবে দ্বিতীয় টার্মিনাল থেকে ওই ফ্লাইটের যাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন করা হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর আজও তৃতীয় টার্মিনাল ব্যবহার করে একটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

সংস্থার ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও শফিউল আজিম জানান, টার্মিনাল-৩-এর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য নতুন ইকুয়িপমেন্ট সংগ্রহ করা হয়েছে, কর্মীদের আন্তর্জাতিক মানের নতুন ইউনিফর্ম দেওয়া হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, যারা বিমানবন্দরের দীর্ঘপথ হাঁটতে পারবেন না, তাদের জন্য তৃতীয় টার্মিনালজুড়ে সংযোজন করা হয়েছে ৪টি স্ট্রেইট এসকেলেটর। অত্যাধুনিক এই পথে দাঁড়িয়ে থাকলে যাত্রী স্বয়ংক্রিয়ভাবেই এগিয়ে যাবেন সামনের দিকে, কেউ দ্রুত হাঁটতে চাইলে তা-ও পারবেন এই পথে। দেশের কোনো বিমানবন্দরে এমন সংযোজন এটাই প্রথম।

কর্মকর্তারা বলছেন, ২৬টি বোর্ডিং ব্রিজ দিয়ে টার্মিনাল থেকে ওঠা যাবে উড়োজাহাজে। রয়েছে ২৭টি ব্যাগেজ স্ক্যানিং মেশিন ও ১১টি বডি স্ক্যানার। যাত্রীদের নিজেই চেক ইন ও বোর্ডিং কার্যক্রম সম্পন্ন করতে স্থাপন করা হয়েছে ১০টি সেলফ চেক ইন মেশিন। নিজেরা তা না করলে প্রস্তুত রাখা হয়েছে ১২৫টি চেক ইন কাউন্টার। ইমিগ্রেশন পুলিশের মুখোমুখি না হয়েও এই টার্মিনালে নিজেই শেষ করতে পারবেন ইমিগ্রেশন কার্যক্রম। এ জন্য বসানো হয়েছে ১০টি ই-গেট বা স্বয়ংক্রিয় পাসপোর্ট গেট। এর বাইরে ১২৫টি ইমিগ্রেশন বুথ রয়েছে, যা আগের দুই টার্মিনালের দুই গুণেরও বেশি। ফলে যাত্রী ভোগান্তি কমে আসবে এই টার্মিনালে।

বেবিচক কর্তৃপক্ষ বলছে, তৃতীয় টার্মিনালে ঘোরাফেরা ও কেনাকাটার জন্য তৈরি হচ্ছে ১৪টি ডিউটি ফ্রি শপ। ভেতরে ও বাইরে থাকছে ফুড কোর্ট, ফুড গ্যালারি, ওয়াইফাই এবং মোবাইল ফোন চার্জের সুবিধা। বেবি কেয়ার থেকে শুরু করে বাচ্চাদের খেলার জায়গা, মুভি লাউঞ্জসহ উন্নত বিশ্বের বিমানবন্দরের মতো সবকিছুই মিলবে এখানে। এক হাজারের বেশি গাড়ি পার্কিং করা যাবে এই টার্মিনালের অত্যাধুনিক কার পার্কিং জোনে।

বেবিচক চেয়ারম্যান মফিদুর রহমান বলেন, একটা সময়ে যাত্রীদের কাছ থেকে অভিযোগ পাওয়া যেত, তাদের ব্যাগেজ কেটে চেক করা হয়েছে। থার্ড টার্মিনালে সেই অভিযোগ করার আর সুযোগ থাকবে না। এখানে অটোমেটিকভাবে চারটি লেয়ারে চেকিং হবে ব্যাগেজ। কোনো ব্যাগেজ যদি সন্দেহ হয়, সেটি স্বয়ংক্রিয়ভাবেই চার লেভেলে স্ক্যান হয়ে যাবে। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্যমাত্রা ২০২৪ সালের ডিসেম্বরে যাত্রীদের জন্য টার্মিনালটি পুরোপুরি চালু করা। তবে আমাদের কাজ নির্ধারিত সময়ের চেয়ে অনেক আগে শেষ হয়ে যাবে। সফট ওপেনিং উদ্বোধনের পর পরিকল্পিত কাজ চালিয়ে যাব। তখন টার্মিনালের অভ্যন্তরীণ সৌন্দর্যবর্ধনের কাজ চলতে থাকবে। স্থাপন করা যন্ত্রপাতির অপারেটিংয়ের প্রক্রিয়া শুরু হবে।

মাল্টি ট্রান্সপোর্টের সঙ্গে এই প্রকল্পকে যুক্ত করা হচ্ছে জানিয়ে মফিদুর রহমান বলেন, হাইওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রেলস্টেশন এবং ভবিষ্যৎ মেট্রো রেলের সঙ্গেও প্রকল্পটি যুক্ত করা হবে। এতে আগমনী ও বহির্গমনের যাত্রীদের যাতায়াত আরও নিরবচ্ছিন্ন হবে।

২০১৭ সালের শাহজালালের ২ লাখ ৩০ হাজার বর্গমিটারের এই টার্মিনালের নির্মাণ প্রকল্পটি একনেকে অনুমোদন পায়। সে সময় ব্যয় ধরা হয় ১৩ হাজার ৬১০ কোটি টাকা। ২০১৯ সালের ডিসেম্বরে শুরু হয় টার্মিনালের নির্মাণকাজ। তখন খরচ বেড়ে দাঁড়ায় প্রায় ২৪ হাজার কোটি টাকার বেশি। খরচের বেশিরভাগ ঋণ হিসেবে দিচ্ছে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাইকা। নির্মাণ প্রকল্পের কাজ করছে স্যামসাং গ্রুপের কনস্ট্রাকশন ইউনিট স্যামসাং কনস্ট্রাকশন অ্যান্ড ট্রেডিং (সিঅ্যান্ডটি) করপোরেশন। টার্মিনাল ভবনটির নকশা করেছেন বিখ্যাত স্থপতি রোহানি বাহারিন।

আওয়ামী লীগ সরকারের বড় প্রকল্পগুলোর মধ্যে অন্যতম আলোচিত ও স্বপ্নের প্রকল্প এই তৃতীয় টার্মিনাল নির্মাণ। বেবিচক ও এভিয়েশন খাতের সংশ্লিষ্টরা বলছেন, এ টার্মিনাল পুরোপুরি অপারেশন কার্যক্রম শুরুর পর বদলে যাবে দেশের এভিয়েশন খাত, এই খাত থেকে রাজস্ব আয়ে আসবে যুগান্তকারী পরিবর্তন। এরই মধ্যে অন্তত ১১টি আন্তর্জাতিক এয়ারলাইন্স সংস্থা এই টার্মিনাল ব্যবহার করে তাদের কার্যক্রম চালানোর আগ্রহ প্রকাশ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

সড়ে দাঁড়াল জার্সি স্পন্সর, এশিয়া কাপের আগে বিপাকে ভারত

হেড-গ্রিন-মার্শের ঝোড়ো শতকে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৩১

ডাকসু নির্বাচন: নেশামুক্ত হল গড়ার অঙ্গীকার আবু সাঈদের

সাঈদীর বিরুদ্ধে হাসিনা মিথ্যা সাক্ষী বানিয়েছিল: রিজভী

নিজেই বানিয়ে ফেলুন সানব্রাস্ট মিরর

জুলাই সনদের ব্যাপারে নির্বাচিত সরকারই আইন ও সংবিধান সংশোধন করবে : রিজভী

ফেসবুকে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি : নেতাকর্মীদের যে অনুরোধ করলেন রিজভী

বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার পরিকল্পনা করছেন তারেক রহমান : এ্যানি

নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে : ব্যারিস্টার অসীম

১০

আন্তর্জাতিক অঙ্গনে ইতিহাস গড়ল সাইফের ‘গো বিয়ন্ড’

১১

জুলাই সনদে মতামত দিল আরও ৩ দল 

১২

গাজার পক্ষে থাকতে মেলানিয়া ট্রাম্পকে এরদোয়ানের স্ত্রীর চিঠি

১৩

পেটের মেদ কমাতে এই ৬টি খাবার বাদ দিন

১৪

কী কী চুক্তি-সমঝোতা স্মারক সই হলো বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে

১৫

শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

১৬

আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ চূড়ান্ত, জেনে নিন কবে কখন ম্যাচ

১৭

মুখ খুললেন নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী

১৮

ইরানে অভিযান, ইসরায়েলসংশ্লিষ্ট ছয়জন নিহত

১৯

টানা বৃষ্টি কতদিন থাকবে, জানালেন আবহাওয়াবিদ

২০
X