কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

‘জলবায়ু পরিবর্তনের যে প্রভাব দেখতে পাচ্ছি তা আসলে রোগের উপসর্গ’

জলবায়ু সম্মেলন। ছবি : কালবেলা
জলবায়ু সম্মেলন। ছবি : কালবেলা

বর্তমানে আমরা জলবায়ু পরিবর্তনের যে প্রভাব দেখতে পাচ্ছি তা আসলে রোগের উপসর্গ। ভূমি অধিকার হলো মানবাধিকার। তাই আমরা সেই মানবাধিকারকে গুরুত্ব দিয়ে ভূমি অধিকার ও জলবায়ু পরিবর্তনকে একই কাতারে নিয়ে এসে আলোচনা করতে চাই। বলে জানান পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।

দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি মালিকানা ও জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে ঢাকা ঘোষণার মধ্য দিয়ে আজ বুধবার শেষ হলো দুই দিনব্যাপী জলবায়ু সম্মেলন। দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা, উত্তর অ্যামেরিকা ও প্যাসিফিক অঞ্চলের প্রায় ৮টি দেশের ১৪ জন প্রতিনিধিসহ জাতীয় এবং স্থানীয় পর্যায় থেকে দেশীয় নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন এই সম্মেলনে।

এ সম্মেলনে উপস্থিত তৃণমূল ও স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, নাগরিক সংস্থা, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা এবং অংশগ্রহণকারী ২১টি দেশের (অনলাইনসহ) নাগরিকদের উপস্থিতিতে উন্নত দেশগুলোর প্রতি কার্বন নিঃসরণ হ্রাস করার দাবি তুলে ধরেছেন।

গ্রামীণ দরিদ্র মানুষেরা যাদের জমির মালিকানার অধিকার দুর্বল বা একেবারেই নেই তারা জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাবের জন্য সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। তাই, এই সম্মেলনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন আলোচনায় ভূমির অধিকারের গুরুত্বের ওপর বৃহত্তর জনগোষ্ঠীর বোঝাপড়া এবং বিশ্লেষণ, সেই সঙ্গে সবার দাবিসম্বলিত সুপারিশগুলো নিয়ে দেশীয় এবং বিশ্বনেতার প্রতি একটি যৌথ ঘোষণা দেওয়ার উদ্দেশ্যে এশিয়ান এনজিও কোয়ালিশন ফর অ্যাগ্রেরিয়ান রিফর্ম অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (এএনজিওসি) এবং অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।

সম্মেলনের সমাপনী অধিবেশনে সংসদ সদস্য ও পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, আমরা সমস্যার মূলে যাই না, রোগের উপসর্গ দেখে সিদ্ধান্ত নেই, আমাদের সমস্যার মূলে, কারণ, কার্যকারণ ও কারণের পেছনের কারণ খুঁজে তা বিশ্লেষণ করতে হবে যে, আমরা কীভাবে আমাদের সমস্যার সমাধান করব। বর্তমানে আমরা জলবায়ু পরিবর্তনের যে প্রভাব দেখতে পাচ্ছি তা আসলে রোগের উপসর্গ, আমরা যে সমস্যা ও কারণের মূলের কথা বলছি তার অন্যতম হচ্ছে ভূমি সমস্যা, ভূমি মালিকানা ও ভূমিতে প্রবেশাধিকার না থাকা। ভূমি অধিকার মানবাধিকার। তাই আমরা সেই মানবাধিকারকে গুরুত্ব দিয়ে ভূমি অধিকার ও জলবায়ু পরিবর্তনকে একই কাতারে নিয়ে এসে আলোচনা করতে চাই।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ভূমি অধিকার ও ভূমিতে মালিকানা না থাকলে দরিদ্র মানুষের জীবনে টেকসই উন্নয়ন আসে না। জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ যে ক্ষতির সম্মুখীন হয় তার মধ্যে ভূমি সংক্রান্ত সমস্যা ও সংকট সেই ক্ষতিকে আরও বাড়িয়ে তোলে।

কয়েকটি সুপারিশমালা তুলে ধরেন বক্তারা। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর জোরালো করতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর রাজনৈতিক ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়াতে হবে। ভূমি সুশাসন, ভূমি সংস্কার এবং ভূমি ও প্রাকৃতিক সম্পদে ন্যায়সঙ্গত প্রবেশাধিকারকে জলবায়ু সহনশীলতার জন্য গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে নিশ্চিত করতে হবে। ভূমির সুরক্ষিত মেয়াদ গ্রামীণ দরিদ্রদের মধ্যে জমি টেকসইভাবে ব্যবহার করার সক্ষমতা বৃদ্ধি করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট্ট তিলেই লুকিয়ে থাকে ক্যানসার বীজ? যা বলছেন চিকিৎসক

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

স্কুল ব্যাগে মিলল ৭ লাখ টাকার জালনোট, গ্রেপ্তার ১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

জুমার দিন মসজিদে এসে যে ৩ কাজ ভুলেও করবেন না

২৯ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে : হুম্মাম কাদের

স্বাস্থ্য পরামর্শ / চোখের লাল-জ্বালা: এডেনোভাইরাল কনজাঙ্কটিভাইটিসের প্রাদুর্ভাব

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

১০

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

১১

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

১২

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

১৩

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

১৪

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

১৫

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবির ৫ দফা দাবি

১৬

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

১৭

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

১৮

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

১৯

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

২০
X