কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০১:১৩ পিএম
আপডেট : ২২ জুন ২০২৩, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মানুষের ভোটের অধিকার সুনিশ্চিত করেছে আ.লীগ : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

মানুষের ভোটের অধিকার আওয়ামী লীগ সুনিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগের ভোট চুরি করা লাগে না। আওয়ামী লীগ জনগণের ভোট পায় কাজের মধ্য দিয়ে, জনগণের আস্থা-বিশ্বাস অর্জনের মধ্য দিয়ে।

বৃহস্পতিবার (২২ জুন) সকালে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা শুরুর আগে তিনি এসব কথা বলেন।

বিএনপি এ দেশের ভোট চুরির কালচার শুরু করেছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি প্রতিষ্ঠা হয়েছিল একটি মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে ক্যান্টনমেন্টে বসে। ক্ষমতায় বসে থেকে ভোট ডাকাতির মাধ্যমে, জনগণের ভোট কেড়ে নেওয়ার মাধ্যমেই কিন্তু জিয়াউর রহমান তার অবৈধ ক্ষমতা বৈধ করার প্রয়াস পায়।’

শেখ হাসিনা বলেন, ‘যাদের রাজনীতি নিষিদ্ধ ছিল—সেই যুদ্ধাপরাধী; যাদের বিচার জাতির পিতা শুরুও করেছিলেন। যাদের সাজা হয়েছিল এবং অনেকে কারাবন্দি ছিল। অনেকে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল বা বিদেশে চলে গিয়েছিল। বাংলাদেশকে যারা স্বীকারই করেনি। তাদের রাজনীতি করার সুযোগ দিয়েছিল জিয়াউর রহমান।’

তিনি বলেন, ‘জিয়ার মৃত্যুর পরে ১৯৮১ সালে একটি নির্বাচন হলো, সেই নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন জাস্টিস সাত্তার। সেখানেও ব্যাপকভাবে ভোট কারচুপি। আওয়ামী লীগের নেতাকর্মীর ওপর অকথ্য অত্যাচার-নির্যাতন। এমনকি ঘরবাড়ি পোড়ানো থেকে শুরু করে এহেন কাজ নাই, তারা না করেছে। এভাবে করে যখন ক্ষমতায় এলো, কিন্তু সে ক্ষমতা বেশি দিন টেকাতে পারেনি।’

আমরা কখনো মানবাধিকার লঙ্ঘন না, মানবাধিকার সুরক্ষা করেছি বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি।

বিএনপি একটি সন্ত্রাসী-জঙ্গিবাদী দল মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘এটা শুধু আমার কথা না, কানাডার কোর্টে এটার একটি রায় আছে। কানাডা কোর্ট কিন্তু বিএনপিকে জঙ্গিবাদী সংগঠন হিসেবেই ঘোষণা দিয়েছে। কারণ কিছু বিএনপির সন্ত্রাসী-জঙ্গি; মানুষ হত্যা, অগ্নিসন্ত্রাস করেছে, লুটপাট করেছে তারা ওখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছিল। কানাডা কোর্টে যখন সেটা ওঠে তখন তারা ঘোষণা দেয় যে, বিএনপি একটি সন্ত্রাসী দল, জঙ্গিবাদী দল। কারণ তাদের কাছে তখনকার এসব ঘটনা উল্লেখ ছিল।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘সেই সন্ত্রাসী সংগঠন আজকে আন্দোলন করে, আজকে তারা আমাদের ভোট চোরও বলে। আওয়ামী লীগের ভোট চুরি করা লাগে না। আওয়ামী লীগ জনগণের ভোট পায় আওয়ামী লীগের কাজের মধ্য দিয়ে, জনগণের আস্থা-বিশ্বাস অর্জনের মধ্য দিয়ে।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে যারাই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে তাদের বলব, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন যাতে স্বচ্ছ হয়, নির্বাচনে মানুষ যাতে ভোট দিতে পারে সেভাবে আমরা যে ব্যবস্থা করতে পারি, সেটা কিন্তু আমরা প্রমাণ করেছি।’

শেখ হাসিনা বলেন, ‘বিএনপির আমলে নির্বাচন মানে কী ছিল? প্রত্যেকটা উপনির্বাচন মানে ছিল সেই ১০টা হুন্ডা, ২০টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা।’

তিনি বলেন, ‘আমরা জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিয়েছি। জনগণকে সচেতন করেছি। আগে তো মানুষের মধ্যে এ সচেতনতাই ছিল না। ভুলেই গিয়েছিল মানুষ। সেটা আওয়ামী লীগই ফিরিয়ে এনেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১০

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

১১

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

১২

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

১৩

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

১৪

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

১৫

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

১৬

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

১৭

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১৮

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১৯

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

২০
X