কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ১২:৩৭ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
৫৫ কেজি স্বর্ণ গায়েব

সুষ্ঠু তদন্তের জন্য বারবার সময় দেওয়া হচ্ছে : এনবিআর চেয়ারম্যান

ঢাকা কাস্টমস হাউস। ছবি : সংগৃহীত
ঢাকা কাস্টমস হাউস। ছবি : সংগৃহীত

সুষ্ঠু তদন্তের স্বার্থে ঢাকা কাস্টমস হাউসের প্রায় ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় দুই কমিটিকে বারবার সময় দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

মঙ্গলবার (৩১ অক্টোবর) আয়কর তথ্য সেবা মাস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান।

এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, নির্বাচনী বছরে ডলার সংকট চলছে, আমদানি কমে গেছে ও ব্যবসায় ধীরগতি, এই অবস্থায় রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ। নির্বাচনী বছরে সহিংসতার আশঙ্কা থাকে।

নিজের কাজের মূল্যায়ন করতে গিয়ে মুনিম বলেন, আমি ২০২০ এর জানুয়ারিতে দায়িত্ব নিয়েছি। তারপর থেকেই করোনার তাণ্ডব শুরু হয়। এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। রাজস্ব আদায়ের ক্ষেত্রে তেমন কিছু করতে পারিনি। পলিসি লেভেলে কিছু করেছি। অটোমেশনের ক্ষেত্রে চেষ্টা করেছি।

তিনি বলেন, আয়কর আইন করেছি, কাস্টমস আইন সংসদে উপস্থাপিত হবে। অফিস পলিসি নিয়ে কাজ করেছি। অর্থনীতির এই করুণ অবস্থার মধ্যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে তেমন কিছুই করতে পারিনি। ব্যবসাবান্ধব পরিবেশ গড়তে বাজেটে কিছু বিষয় যুক্ত করেছি।

কোনো সেবা না পেলে ব্যবসায়ীদের অভিযোগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেবা না পেলে লিখিত অভিযোগ নিয়ে আসেন। ব্যবসায়ীদের অযথা সুপারিশ কেন শুনবো?

শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গুদামের ৫৫ কেজি সোনা চুরির তদন্ত প্রসঙ্গে জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন, সুষ্ঠু তদন্তের জন্য যৌক্তিক সময় লাগতেই পারে। সেই সময়টি দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টানা তৃতীয় বারের মতো চলতি বছরও আয়কর মেলা আয়োজন না করে করদাতাদের সুবিধার্থে কর অঞ্চলে নভেম্বর জুড়ে আয়কর তথ্যসেবা মাস অনুষ্ঠিত হবে।

আয়কর মেলার আদলে কর অফিসে করদাতারা পাবেন ‘ওয়ানস্টপ’ সেবা। এছাড়া অনলাইনে বিকাশ, রকেট, নগদ কিংবা ইউক্যাশ ব্যবহার করে ঘরে বসেই কর দেওয়ার সুবিধা পাবেন করদাতারা।

নভেম্বর মাসব্যাপী প্রতিটি কর অঞ্চলে মেলার পরিবেশে করদাতারা আয়কর রিটার্ন দাখিলসহ সব ধরনের সেবা নিতে পারবেন। এছাড়া করদাতাদের তথ্য সরবরাহ করার জন্য কর অঞ্চলগুলো ছাড়াও সচিবালয়, অফিসার্স ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা ক্যান্টনমেন্টে অস্থায়ীভাবে কর তথ্য ও সেবা কেন্দ্র চালু করা হবে। এসব কেন্দ্রেও আয়কর রিটার্ন দাখিলসহ অন্যান্য করসেবা ও কর সংক্রান্ত হালনাগাদ তথ্য পাওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বাংলাদেশ ইস্যুতে আজ ভারত-আইসিসির বৈঠক, আলোচনা হবে যেসব বিষয়

তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

রাজধানীতে আজ কোথায় কী

কেমন থাকবে আজকের ঢাকার তাপমাত্রা

ভেনেজুয়েলার মতো কৌশল কি ইরানের ক্ষেত্রেও খাটাবে যুক্তরাষ্ট্র?

আমি নেতা হতে চাই না, আপনাদের সেবক হতে চাই : সেলিমুজ্জামান

১১ জানুয়ারি : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

জনগণকে সরকারের পক্ষে নামার আহ্বান ইরানি কর্তৃপক্ষের

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলে যোগ দিলেন গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী

১০

জনগণের সঙ্গে ‘গভীর বিশ্বাসঘাতকতা’ করছে ইরান : ওয়াশিংটন

১১

সাংবাদিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ 

১২

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৩

২০৩৯ সালে বিরল যে ঘটনার সাক্ষী হতে পারে মুসলিম বিশ্ব

১৪

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বড় হামলা

১৫

ইরানে বিক্ষোভ দমনে ছোড়া হচ্ছে তাজা গুলি, হাজারেরও বেশি নিহতের শঙ্কা

১৬

প্রতিপক্ষকে ১০ গোল দেওয়ার ম্যাচে যে রেকর্ড গড়লেন পেপ গার্দিওলা

১৭

স্ট্রিট জার্নালের প্রতিবেদন / সম্ভাব্য ইরান হামলা নিয়ে ‘প্রাথমিক’ আলোচনা করেছে ওয়াশিংটন

১৮

তামিম বিতর্কে অবস্থান পরিষ্কার করল কোয়াব

১৯

কিউই সিরিজের আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ

২০
X