আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আবারও সংলাপের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৪ নভেম্বর সকালে নির্বাচন ভবনে এসব দলের সাথে সংলাপ অনুষ্ঠিত হবে।
ইসি সূত্র জানিয়েছে, বর্তমানে ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। সংলাপে এসব দলের শীর্ষ দুই নেতা অথবা তাদের মনোনীত দুজন প্রতিনিধিকে আমন্ত্রণ জনানো হবে।
নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর সংলাপের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে জানাতে এই সংলাপের আয়োজন করা হয়েছে। নিবন্ধিত সবগুলো দলকে দুই ভাগে সংলাপের জন্য ডাকা হবে।
গেল বছর দায়িত্ব গ্রহণের পরপরই জুলাইয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের উদ্যোগ নেয় কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন বর্তমান কমিশন। সরকার সমর্থিত দলগুলো এতে অংশ নিলেও বিএনপি নেতৃত্বাধীন সরকারবিরোধী দলগুলো সেই সংলাপ বর্জন করে।
সম্প্রতি বিএনপিকে আবারও সংলাপের আমন্ত্রণ জানানো হলেও দলটি পুনরায় ইসির আমন্ত্রণ প্রত্যাখ্যান করে। নির্বাচনকালীন সরকারের রূপরেখা কেমন হবে তা নিয়ে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ রয়েছে। বিএনপি চাইছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। দাবি আদায়ে সমাবেশ, মহাসমাবেশ এবং সর্বশেষ রতাল ও অবরোধের মতো নানা কর্মসূচিতে মাঠে রয়েছে দলটি।
অন্যদিকে বর্তমান সরকারের অধীনেই নির্বাচনের ব্যাপারে অনড় ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে দলগুলো সংলাপের মাধ্যমে সঙ্কট সমাধানের পথ খুঁজে নিবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোকে নিয়ে আবারও সংলাপে বসার উদ্যোগের কথা জানাল নির্বাচন কমিশন।
সংবিধান অনুযায়ী সংসদের পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগে ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন হতে হবে। বর্তমান সংসদের মেয়াদ শেষ হচ্ছে ২৯ জানুয়ারি। হিসাব অনুযায়ী, আজ ১ নভেম্বর থেকেই জাতীয় নির্বাচনের ক্ষণ গণনা শুরু হচ্ছে। এ মাসের মাঝামাঝি সময়ে তপশিল ঘোষণা ও জানুয়ারির প্রথম দিকে নির্বাচন আয়োজনের প্রস্তুতিও নিচ্ছে কমিশন।
মন্তব্য করুন