দেশে ইতোমধ্যে শীতের আমেজ অনুভূত হচ্ছে। কয়েক দিন ধরেই আবহাওয়া শুষ্ক রয়েছে। আজ বৃহস্পতিবারও (৯ নভেম্বর) এ প্রবণতা বিরাজ করতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আবহাওয়া অফিস বলছে, মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল শুক্রবারও (১০ নভেম্বর) আবহাওয়ার অবস্থা অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, তাপমাত্রা বাড়তে পারে।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বুধবার (৮ নভেম্বর) দেশের সর্বনিম্ন ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এদিন সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে।
এ ছাড়া ঢাকায় সর্বনিম্ন ২২ দশমিক ৭ এবং সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ঢাকায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে।
মন্তব্য করুন