কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৫০ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

সাম্প্রদায়িক শক্তি নীল নকশার অংশ হিসেবে ধর্মীয় উৎসবে আক্রমণ চালাচ্ছে : ঐক্য পরিষদ

কেরানীগঞ্জের কাজীরগাঁওয়ে নামযজ্ঞ ও বৈষ্ণব মহোৎসব চলাকালে হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ছবি : কালবেলা
কেরানীগঞ্জের কাজীরগাঁওয়ে নামযজ্ঞ ও বৈষ্ণব মহোৎসব চলাকালে হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ছবি : কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক শক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির নীল নকশার অংশ হিসেবে ধর্মীয় উৎসবে আক্রমণ চালাচ্ছে বলে মনে করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনটির নেতারা বলছেন, সামনের দিনগুলোতে এ ধরনের হামলার শঙ্কা রয়েছে। এ ব্যাপারে নির্বাচন কমিশন ও সরকারের আশু দৃষ্টি তারা কামনা করেছেন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) কেরানীগঞ্জের কাজীরগাঁওয়ে নামযজ্ঞ ও বৈষ্ণব মহোৎসব চলাকালে হামলার ঘটনাস্থল পরিদর্শন শেষে দেওয়া বিবৃতিতে ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতারা এসব কথা বলেন।

তারা জানান, একদল সশস্ত্র দুর্বৃত্তের অতর্কিত হামলায় কাজীরগাঁওয়ে নামযজ্ঞ ও বৈষ্ণব মহোৎসব শুধু লণ্ডভণ্ড হয়নি, এতে প্রায় ৮ জন ভক্ত গুরুতর আহত হয়েছেন। মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছে। অনেকের হাতের শাঁখা জোর করে ভেঙে ফেলা হয়েছে। আহতদের মধ্যে কোকিল মণ্ডল ও সঞ্জয় মণ্ডলকে চিকিৎসার জন্য দ্রুত ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে আসা হয়। হত্যার উদ্দেশে কোকিল মণ্ডলের মাথায় ধারালো চাপাতি দিয়ে এবং সঞ্জয় মণ্ডলের বাম হাতে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

গত ১ ডিসেম্বর আনুমানিক বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে একই গ্রামের অলি, মকবুল, হাছান এবং কুমলিভিটা গ্রামের কুদ্দুস, সানিসহ অজ্ঞাতনামা ৩০/৪০ জন জড়িত ছিল বলে অভিযোগ করেন তারা। ঘটনার পর দিন এ অভিযোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়েরের পর মাত্র একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

ঐক্য পরিষদের দু’সদস্য বিশিষ্ট এক প্রতিনিধিদল গতকাল বুধবার বিকেলে অকুস্থল পরিদর্শন করেন এবং আহতদের খোঁজখবর নেন। প্রতিনিধিদলে ছিলেন- পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ ও যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ। স্থানীয় ঐক্য পরিষদের সভাপতি মদন মোহন সরকার প্রতিনিধিদলের সাথে ছিলেন।

ঐক্য পরিষদের নেতারা ঘটনাস্থল পরিদর্শন শেষে বিবৃতিতে বলেন, সারা দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের নামযজ্ঞ অনুষ্ঠান ও উৎসব প্রতিবছরের মতো এবারও শুরু রয়েছে এবং আগামী মার্চ মাস পর্যন্ত তা চলবে। আসন্ন দ্বাদশ জাতীয় সাধারণ নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক মহলবিশেষের দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির নীল নকশার অংশ হিসেবে এসব ধর্মীয় উৎসবে আক্রমণ পরিচালনার আশঙ্কা বিদ্যমান। এ ব্যাপারে নির্বাচন কমিশন ও সরকারের আশু দৃষ্টি তারা কামনা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়েবাড়িতে ভয়াবহ বিস্ফোরণে নবদম্পতিসহ নিহত ৮

যুবদল নেতাকে বহিষ্কার

বিয়ের অনুষ্ঠানে ছবি তোলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ

এরফান চিনিগুড়া এরোমেটিক চালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসনিয়া ফারিণ

তারেক রহমানকে দেশ গঠনের সুযোগ দিন : সেলিমুজ্জামান

চট্টগ্রামে পিতার আসন পুনরুদ্ধারে মাঠে চার মন্ত্রীপুত্র

ইঙ্গিতপূর্ণ বার্তা তাসনূভা জাবীনের

নীতির প্রশ্নে আপস করেননি খালেদা জিয়া : খায়রুল কবির

ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

জুলাই সনদের আলোচনা হারিয়ে গেছে : চরমোনাই পীর

১০

দায়িত্ব ছাড়ার পর ৩ কাজ করবেন ড. মুহাম্মদ ইউনূস

১১

ধারাভাষ্যে হিন্দিকে জাতীয় ভাষা বলায় তোপের মুখে সাবেক ভারতীয় কোচ

১২

বাবা-ছেলের নৈপুণ্যে নোয়াখালীর টানা দ্বিতীয় জয়

১৩

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

১৪

সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া আরেকটি বিয়ে নয়

১৫

প্রার্থিতা ফিরে পেয়ে ঢাকাস্থ কালিগঞ্জ-আশাশুনিবাসীর সঙ্গে ডা. শহিদুলের মতবিনিময়

১৬

বিএনপির প্রার্থীকে শোকজ

১৭

বিক্ষোভের মধ্যে বড় ঘোষণা ইরানের প্রেসিডেন্টের

১৮

ভারতে আম্পায়ারিংয়ে শরফদ্দৌলা, যা বলছে বিসিবি

১৯

হজ ফ্লাইট নিয়ে নতুন নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের

২০
X