বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৫০ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

সাম্প্রদায়িক শক্তি নীল নকশার অংশ হিসেবে ধর্মীয় উৎসবে আক্রমণ চালাচ্ছে : ঐক্য পরিষদ

কেরানীগঞ্জের কাজীরগাঁওয়ে নামযজ্ঞ ও বৈষ্ণব মহোৎসব চলাকালে হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ছবি : কালবেলা
কেরানীগঞ্জের কাজীরগাঁওয়ে নামযজ্ঞ ও বৈষ্ণব মহোৎসব চলাকালে হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ছবি : কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক শক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির নীল নকশার অংশ হিসেবে ধর্মীয় উৎসবে আক্রমণ চালাচ্ছে বলে মনে করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনটির নেতারা বলছেন, সামনের দিনগুলোতে এ ধরনের হামলার শঙ্কা রয়েছে। এ ব্যাপারে নির্বাচন কমিশন ও সরকারের আশু দৃষ্টি তারা কামনা করেছেন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) কেরানীগঞ্জের কাজীরগাঁওয়ে নামযজ্ঞ ও বৈষ্ণব মহোৎসব চলাকালে হামলার ঘটনাস্থল পরিদর্শন শেষে দেওয়া বিবৃতিতে ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতারা এসব কথা বলেন।

তারা জানান, একদল সশস্ত্র দুর্বৃত্তের অতর্কিত হামলায় কাজীরগাঁওয়ে নামযজ্ঞ ও বৈষ্ণব মহোৎসব শুধু লণ্ডভণ্ড হয়নি, এতে প্রায় ৮ জন ভক্ত গুরুতর আহত হয়েছেন। মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছে। অনেকের হাতের শাঁখা জোর করে ভেঙে ফেলা হয়েছে। আহতদের মধ্যে কোকিল মণ্ডল ও সঞ্জয় মণ্ডলকে চিকিৎসার জন্য দ্রুত ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে আসা হয়। হত্যার উদ্দেশে কোকিল মণ্ডলের মাথায় ধারালো চাপাতি দিয়ে এবং সঞ্জয় মণ্ডলের বাম হাতে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

গত ১ ডিসেম্বর আনুমানিক বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে একই গ্রামের অলি, মকবুল, হাছান এবং কুমলিভিটা গ্রামের কুদ্দুস, সানিসহ অজ্ঞাতনামা ৩০/৪০ জন জড়িত ছিল বলে অভিযোগ করেন তারা। ঘটনার পর দিন এ অভিযোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়েরের পর মাত্র একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

ঐক্য পরিষদের দু’সদস্য বিশিষ্ট এক প্রতিনিধিদল গতকাল বুধবার বিকেলে অকুস্থল পরিদর্শন করেন এবং আহতদের খোঁজখবর নেন। প্রতিনিধিদলে ছিলেন- পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ ও যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ। স্থানীয় ঐক্য পরিষদের সভাপতি মদন মোহন সরকার প্রতিনিধিদলের সাথে ছিলেন।

ঐক্য পরিষদের নেতারা ঘটনাস্থল পরিদর্শন শেষে বিবৃতিতে বলেন, সারা দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের নামযজ্ঞ অনুষ্ঠান ও উৎসব প্রতিবছরের মতো এবারও শুরু রয়েছে এবং আগামী মার্চ মাস পর্যন্ত তা চলবে। আসন্ন দ্বাদশ জাতীয় সাধারণ নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক মহলবিশেষের দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির নীল নকশার অংশ হিসেবে এসব ধর্মীয় উৎসবে আক্রমণ পরিচালনার আশঙ্কা বিদ্যমান। এ ব্যাপারে নির্বাচন কমিশন ও সরকারের আশু দৃষ্টি তারা কামনা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বিমান হামলায় নিহত ৪০

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

সৌন্দর্যবর্ধনে সাভার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

ছেলের দায়ের করা মামলায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

জাতীয়করণ নিয়ে বেসরকারি শিক্ষকদের প্রতি তারেক রহমানের বার্তা

চাঁপাইনবাবগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ

খেলা শেষ হতেই রেফারির ওপর হামলা

১০

জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য সুখবর

১১

আদালতের ‘ন্যায়কুঞ্জে’ খাবার হোটেল, প্রধান বিচারপতির নির্দেশে উচ্ছেদ

১২

অ্যানথ্রাক্স ছড়াচ্ছে উত্তরাঞ্চলে, রংপুর-গাইবান্ধায় সরেজমিনে তদন্ত শুরু

১৩

চীন থেকে যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা / জানলে যে সব বলে দিতে হবে সেটা তো না

১৪

শেখ হাসিনা ও কামালের নির্বাচনী যোগ্যতা নিয়ে যা জানা গেল

১৫

ছাত্রদলকে সমর্থন জানিয়ে চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

১৬

খুন করে আল্লাহর ভয়ে নামাজ পড়ে ক্ষমা চান হত্যাকারীরা

১৭

ইংলিশদের বিপক্ষে মারুফাদের লড়াই করে হার

১৮

পিআর নিয়ে আমরা শেষ পর্যন্ত লড়ব : চরমোনাই পীর

১৯

ফুটবলকে বিদায় বললেন মেসির আরও এক সতীর্থ

২০
X