ঢাকার বাতাস আজ শুক্রবার ‘খুব অস্বাস্থ্যকর’। এমন পরিস্থিতিতে ২৫৫ স্কোর নিয়ে ঢাকার অবস্থান তৃতীয়। এ তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি।
সকাল ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এ তথ্য প্রকাশ করেছে। এতে জানা গেছে ২৬৯ স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি। দ্বিতীয় থাকা চীনের উহান শহরের একিউআই স্কোর ২৬০।
এ ছাড়া ২৩৭ একিউআই স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে ভিয়েতনামের হ্যানয় শহর এবং পঞ্চম অবস্থানে থাকা চীনের চেংদু শহরের স্কোর ২১৯।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
মন্তব্য করুন